তোয়াকুল ইউনিয়ন
তোয়াকুল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তোয়াকুল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩′৩৪.৯৯৯″ উত্তর ৯১°৫৩′২৮.০০০″ পূর্ব / ২৫.০৫৯৭২১৯৪° উত্তর ৯১.৮৯১১১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৭৩ সাল |
সরকার | |
• চেয়ারম্যান | খালেদ আহমদ |
আয়তন | |
• মোট | ২৯.৩৫ বর্গ কিঃমিঃ বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)২৪,২২১ | |
• মোট | ২৫,১০৭ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ৮৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
তোয়াকুল ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও ইতিহাস[সম্পাদনা]
গোয়াইনঘাট উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তোয়াকুল ইউনিয়ন। “তোয়াকুল শাহ” নামে এক জন দরবেশ এখানে বাস করতেন। পরবর্তিতে তার নামানুসারে তোয়াকুল ইউনিয়নের নাম করণ করা হয়। ১৯৭৩ সালে তোয়াকুল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ইউপি ভবন স্থাপন হয় ২০১৩ সালে।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
গ্রামের সংখ্যা– ২১টি। গ্রাম সমূহ-
- পেকেরখাল
- ঘোড়ামারা
- কান্দিগ্রাম
- লস্কর কান্দি
- শাহাপুর
- ফুলতৈলছগাম
- বীরকুলী
- মেউয়া বিল
- লাকী
- পূর্ব পেকেরখাল
- ইছবপুর
- চিরুর পার
- পাইকরাজ
- নোয়াপাড়া
- জাঙ্গাইল
- চদিবদি
- তুড়ুকভাগ
- কামারগ্রাম
- বৌলগ্রাম
- পশ্চিমপেকেরখাল
- তুড়ুকভাগ হাওর
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তনঃ- ২৯.৩৫ বর্গ কি.মি.। লোকসংখ্যা– ২৪,২২১জন।[৩]
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার : ৩৬.২৮%
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি
- উচ্চবিদ্যালয়ঃ৩টি
- মাদ্রাসা- ৫টি
- কলেজ-০১ টি
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- তোয়াকুল শাহী ঈদগাহ
- হুগাউতি হাওর
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা ও সাবেক এম,পি।
- ওয়ালিয়ে কামিল শায়খ সফিউল্লাহ পাইকরাজী (রাহ)
- মাওলানা নুরুল ইসলাম ফুলতৈলছগামী (রাহ)
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- খালেদ আহমদ
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আব্দুল হান্নান (সাবেক সংসদ সদস্য ১৯৮৮-১৯৯১) | ১৯৭৩-১৯৮৩ (পর পর ৩ বার নির্বাচিত) |
০২ | মোহাম্মদ ইব্রাহিম | ১৯৮৪-১৯৮৭ |
০৩ | মো: ওমর আলী | ১৯৮৮-১৯৯২ |
০৪ | মো: সিরাজ উদ্দিন | ১৯৯৩-১৯৯৭ |
০৫ | মো: রহিম উদ্দিন | ১৯৯৮-২০০২ |
০৬ | মো: ওমর আলী | ২০০২-২০১১ |
০৭ | মোহাম্মদ লোকমান | ২ আগস্ট ২০১১ - ১০ আগস্ট ২০১৬ |
০৮ | খালেদ আহমদ | ৩০ আগস্ট ২০১৬- বর্তমান[২] |
আরও দেখুন[সম্পাদনা]
- ১নং রুস্তমপুর ইউনিয়ন
- ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন
- ৩নং পুর্ব জাফলং ইউনিয়ন
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ "তোয়াকুল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১।
- ↑ গোয়াইনঘাট উপজেলার মাঠ পর্যায়ের প্রতিবেদন (২০০১)। "আদমশুমারি রিপোর্ট"। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।