দৌলতপুর ইউনিয়ন, বিশ্বনাথ
দৌলতপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দৌলতপুর ইউনিয়ন, বিশ্বনাথের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′৪৫.০০১″ উত্তর ৯১°৪১′২৮.০০০″ পূর্ব / ২৪.৮২৯১৬৬৯৪° উত্তর ৯১.৬৯১১১১১১° পূর্ব [১] | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিশ্বনাথ উপজেলা ![]() |
ইউনিয়ন | দৌলতপুর ইউনিয়ন |
প্রতিষ্ঠা | ১৯৬৪ |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আমির আলী |
আয়তন[১] | |
• মোট | ৪১.৬ বর্গকিমি (১৬.১ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ৩০,৫৭৩ |
• জনঘনত্ব | ৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার[১] | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ২০ ৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
[১] |
দৌলতপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলার একটি ইউনিয়ন।[২][৩][৪]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বিশ্বনাথ উপজেলা সদর হতে সড়ক পথে ৭ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। সীমানাঃ পুবে রামপাশা ইউনিয়ন, পশ্চিমে ছাতক উপজেলা, উত্তরে দশঘর ইউনিয়ন, দক্ষিণে দেওকলস ইউনিয়ন।
ইতিহাস[সম্পাদনা]
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ। স্থাপিত ১৯৬৪ সালে।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
৫৩টি গ্রাম নিয়ে ইউনিয়নটির মোট আয়তন- ৪১.৬ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ৩০৫৭৩ জন, যার মধ্যে পুরুষ ১৬০৫৬ জন, মহিলা ১৪৫১৮ জন। ভোটার সংখ্যা ১৬২৪৩ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার- ৪৫%
- শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারী ১৮ টি
- বেসরকারীঃ ০১ টি
- কমিউনিটিঃ ১০ টি
- মাধ্যমিক বিদ্যালয়ঃ সরকারী ০২ টি
- মাদ্রাসাঃ আলীয়া ০৩ টি
- অন্যান্যঃ ০৪ টি
- মসজিদঃ ৫০ টি
- মন্দির ০৩ টি
হাট বাজার[সম্পাদনা]
০৪ টি। পুরাতন হাবড়া বাজার, দশপাইকা বাজার, সিংঙ্গেরকাছ বাজার।
খাল ও নদী[সম্পাদনা]
- মাকুন্দা নদী
- মাটিজুরা নদী
- চন্ড্রিখাল
দর্শনীয় স্থান[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- ড. যতীন্দ্রমোহন ভট্রার্চায্য - দৌলতপুর ইউনিয়নাধীন পশ্চিম গাঁও’র কৃতি সন্তান।১৯০৫ সালের ৪ আগস্ট পশ্চিম গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন।
- জ্যোতিরিন্দ্রনাথ চৌধুরী - ১৯১৬ খ্রি. দৌলতপুর ইউনিয়নাধীন সিংঙ্গেরকাছ মৌজার মাঝগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন।
- সৈয়দ সুফি খাছিম শাহ চিশতী (রহ:)। সুফি সাধক.
ইউনিয়নাধিন এলাকায় উনার মাজার।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ আমির আলী
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মো: জায়ফর আলী | পূর্ব পাকিস্তান |
০২ | রাশিদ আলী (ভারপ্রাপ্ত) | পূর্ব পাকিস্তান |
০৩ | খুশের্দ আলী | পূর্ব পাকিস্তান |
০৪ | ইব্রাহিম খান | সরকার মনোনীত রিলিফ চেয়ারম্যান |
০৫ | আ.ন.ম শফিকুল হক | সরকার মনোনীত রিলিফ চেয়ারম্যান |
০৬ | রমুজ খান | ১৯৭৩-১৯৭৭ |
০৭ | সুনা মিয়া চৌধুরী | ১৯৭৭-১৯৮২ |
০৮ | নুরুল গণি | ১৯৮২-১৯৮৭ |
০৯ | আবদুল হাই | ১৯৮৭-১৯৯২ |
১০ | আবারক আলী | ১৯৯২-১৯৯৭ |
১১ | মশরফ হোসেন | ১৯৭৯-২০০৩ |
১২ | মো: আমির আলী | ২০০৩-২০১১ |
১৩ | মোঃ আব্বাস আলী | ২০১১-২০১৬ |
১৪ | মোহাম্মদ আমির আলী | ১৮ সেপ্টেম্বর ২০১৬- চলমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "দৌলতপুর ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "এক নজরে দৌলতপুর ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্বনাথ উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।