খান বাহাদুর
অবয়ব
খান বাহাদুর | |
---|---|
![]() ১৯২৯ সনের ১৭ই জানুয়ারি আলওয়ার রাজ্যের ফতেহ নসীব খানকে প্রদত্ত “খান বাহাদুর” পদক | |
পুরস্কারদাতা দেশ | |
ধরন | Civil decoration |
যোগ্যতা | সামাজিক সেবার জন্য মুসলিম কমনওয়েলথ সদস্য |
পুরস্কৃত হওয়ার কারণ | |
মর্যাদা | ১৯৪৭ এর পর পরিত্যক্ত |
পরিসংখ্যান | |
শেষ পুরস্কৃত | 1947 |
পূর্ববর্তী | |
সমমান | রায় বাহাদুর (হিন্দুদের জন্য) |
খান বাহাদুর (উর্দু: خان بهادر, হিন্দি: खान बहादुर) ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত একটি উপাধী। ভারতে ব্রিটিশ শাসনামলে সামাজিক ভালো কাজের স্বীকৃতস্বরূপ মুসলমানদেরকে এই উপাধী দেয়া হতো। হিন্দুদের জন্য একই শ্রেণীর সম্মানী-উপাধী ছিলো রায় বাহাদুর। মুসলমানদের জন্য খান বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো খান সাহেব, আর হিন্দুদের জন্য রায় বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো রায় সাহেব।[১]
উল্লেখযোগ্য খান বাহাদুর উপাধিধারী
[সম্পাদনা]- খান বাহাদুর আবদুল গফুর নাসসাখ
- খান বাহাদুর মোবারক আলী
- খান বাহাদুর আবদুল মোমেন
- খান বাহাদুর আহ্ছানউল্লা
- খান বাহাদুর আবদুল করিম
- খান বাহাদুর কবির উদ্দিন খাঁ: বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত ১৯৩৭ সাল।
- খান বাহাদুর আনসার আলী ফুলগাজী,ফেনী,বাংলাদেশ।
- খান বাহাদুর মজহারুল আনওয়ার চৌধুরী, ব্রিটিশ ভারতের হুগলি জেলার শেরপুর গ্রামে জন্ম। হুগলি জর্জকোর্টের উকিল ছিলেন। তাঁর কন্যা সুলেখিকা এম. রহমান ওরফে মাসুদা রহমান (১৮৮৫-১৮২৬)।