দেওকলস ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪৬′১৬.০০০″ উত্তর ৯১°৪২′৫৯.০০০″ পূর্ব / ২৪.৭৭১১১১১১° উত্তর ৯১.৭১৬৩৮৮৮৯° পূর্ব / 24.77111111; 91.71638889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেওকলস
ইউনিয়ন
৭নং দেওকলস ইউনিয়ন পরিষদ।
দেওকলস সিলেট বিভাগ-এ অবস্থিত
দেওকলস
দেওকলস
দেওকলস বাংলাদেশ-এ অবস্থিত
দেওকলস
দেওকলস
বাংলাদেশে দেওকলস ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৬′১৬.০০০″ উত্তর ৯১°৪২′৫৯.০০০″ পূর্ব / ২৪.৭৭১১১১১১° উত্তর ৯১.৭১৬৩৮৮৮৯° পূর্ব / 24.77111111; 91.71638889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাবিশ্বনাথ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৬০
সরকার
 • চেয়ারম্যানমো: তাহিদ মিয়া
আয়তন
 • মোট২,২৭২ হেক্টর (৫,৬১৪ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট১৭,৬৭৭
 • জনঘনত্ব৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ২০ ৪২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দেওকলস ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলার একটি ইউনিয়ন[১][২][৩]

অবস্থান[সম্পাদনা]

সিলেট শহর থেকে বিশ্বনাথ জগন্নাথপুর রোড সড়ক পথে বাগিচা বাজার হয়ে গোদামঘাট সংলগ্ন ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদ অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ইউনিয়নটি ১৯৬০ সনে প্রতিষ্টিত হয়। ১৯৯২ সালে কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের চৌধুরীদের বাংলঘর থেকে ইউনিয়ন পরিষদ স্থানান্তর করা হয় গুদামঘাট বাজার সংলগ্ন বাসিয়া নদীর পাশে। এখানেই ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রম সম্পাদিত হয়।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

৯টি ওয়ার্ড ও ৫০ টি গ্রাম।

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

আয়তন- ২৩.৩৭ বর্গ কিলোমিটার। মোট লোকসংখ্যা -১৭৬৭৭ জন। ভোটার সংখ্যা- ১১২২৩ জন।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • চৌধুরী বাড়ী

হাট-বাজার[সম্পাদনা]

হাট বাজার সংখ্যা- ৬টি

  1. কাহিরঘাট বাজার
  2. বাগিচা বাজার
  3. কালিগঞ্জ বাজার
  4. কোনারাই বাজার
  5. আহমদগঞ্জ বাজার
  6. রাজার বাজার

খাল ও নদী[সম্পাদনা]

  • বাসিয়া নদী

হাওর[সম্পাদনা]

  • কাদিপুর হাওর

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- মোঃ তাহিদ মিয়া

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানবৃন্দের নাম সময়কাল
০১ শ্রী রসময় দে ১৯৭৪-১৯৭৭
০২ মো: আব্দুস ছত্তার ১৯৭৭-১৯৮৮
০৩ মো: আব্দুল ওয়াহিদ ১৯৮৮-১৯৯২
০৪ মো: ফখরুল আহমদ মতসিন ১৯৯২-১৯৯৮
০৫ মহীবুল হোসেন জগলু ১৯৯৮-২০০৩
০৬ মো: ফখরুল আহমদ মতসিন ২০০৩-২০১১
০৭ মোঃ তাহিদ মিয়া বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  2. "এক নজরে দেওকলস ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 
  3. "বিশ্বনাথ উপজেলা"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯