আলীনগর ইউনিয়ন, বিয়ানীবাজার
আলীনগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আলীনগর ইউনিয়ন, বিয়ানীবাজারের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৩′৩.৯৯৮″ উত্তর ৯২°৬′১.০০১″ পূর্ব / ২৪.৮৮৪৪৪৩৮৯° উত্তর ৯২.১০০২৭৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২,৩১০ হেক্টর (৫,৭০৯ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৪২৯ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ১১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আলীনগর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[১][২]
অবস্থান[সম্পাদনা]
বিয়ানীবাজার উপজেলা হতে ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের দূরত্ব ২৭ কি:মি:।
ইতিহাস[সম্পাদনা]
আলীনগরের প্রথম ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন "সুয়েব উদ্দিন চৌধুরী" তিনি একজন শিক্ষিত অভিজাত পরিবারের সন্তান ছিলেন। আলীনগর উন্নয়নে তার অনেক ভুমিকা ছিল। সমাজ সেবায় অনেক অবদান রাখেন।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন – ২৩ (বর্গ কিঃ মিঃ)। লোকসংখ্যা –২৯,৬৩৩ জন (প্রায়), ১৫,৪৮০ (নারী) ১৫,১৫৩ (পুরুষ)।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার –৭২.৮%। (২০১৭ এরশিক্ষা জরীপ অনুযায়ী)[১]
শিক্ষা প্রতিষ্ঠান-
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪ টি,
- উত্তরভাগ সরঃপ্রাঃবিঃ
- খলাগ্রাম সরঃপ্রাঃ বিঃ
- ঢাকাউত্তর সরঃপ্রাঃবিঃ
- ব্রাহ্মনগ্রাম সরঃপ্রাঃবিঃ
- সুরমা সরঃপ্রাঃবিঃ
- রামধা সরঃপ্রাঃবিঃ
- ফুলমলিক সরঃপ্রাঃবিঃ
- রায়খাইল খলাগ্রাম সরঃপ্রাঃবিঃ
- কনকলস সরঃপ্রাঃবিঃ
- চন্দগ্রাম সরঃপ্রাঃবিঃ
- হাজী ওয়াসিদ আলী সরঃপ্রাঃবিঃ
- কাদিমলিক সরঃপ্রাঃবিঃ
- রাজাপুর সরঃপ্রাঃবিঃ
- কেজি স্কুলঃ ৩ টি
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩ টি,
- ডি.এম.হাই স্কুল
- আজাদ চৌধুরী একাডেমী
- .লূৎফুর নেহার মেমোরিয়াল গার্লস একাডেমি
- মাদ্রাসাঃ ৬টি (পুরুষ ২টি) (মহিলা ৪টি)
- কলেজঃ ০১টি,
- জামে মসজিদঃ ৩৯টি
- পান্জে খনাঃ ০৯ টি
- মন্দির/আখড়াঃ ০৫টি
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সুরমা নদীর পারে ছড়িয়ে থাকা পাথর
- সৈয়দ নবীব আলী সাহেবের পুরাতন বাড়ী
- সুন্দর সুন্দর মসজিদ এবং মন্দির
- হাওর
- মোঘল আমলের জায়গীরদার মসজিদ
- চন্দরপুরের চৌধরী বাড়ি
গ্রাম সমূহ[সম্পাদনা]
গ্রামের সংখ্যা –২১টি। রজাকপুর,খলাগ্রাম,উত্তরভাগ,নছিরখানী, টিকরপাড়া,কাউদিয়া,আলীনগর, চন্দরপুর,নিজ মোহাম্মদপুর(মাউনপুর),ফুলমলিক, চন্দগ্রাম (চনগাম),চন্দগ্রাম (চক), পাতন,কাদিমলিক,খাসা,হেতিমখানী (এতিমখানি),করগ্রাম,উজানঢাকি,পূর্ব (পূবোর) খলাগ্রাম,কনকলস,রায়খাইল।
হাট-বাজার[সম্পাদনা]
রামধা বাজার ও মদনগন্জ বাজার
খাল ও নদী[সম্পাদনা]
- সুরমা নদী
- কুশিয়ারা নদী
- আমআমির খাল (করতি খাল)
- কাপাশ খাল
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- সৈয়দ নবীব আলী - সিলেট জেলার প্রথম ডিসি।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "এক নজরে ১ নং আলীনগর ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।