পশ্চিম আমুড়া ইউনিয়ন
পশ্চিম আমুড়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদ। | |
![]() পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদ ভবন। | |
বাংলাদেশে পশ্চিম আমুড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫০′৩৯.৯৯৮″ উত্তর ৯২°৩′৪৬.০০১″ পূর্ব / ২৪.৮৪৪৪৪৩৮৯° উত্তর ৯২.০৬২৭৭৮০৬° পূর্বস্থানাঙ্ক: ২৪°৫০′৩৯.৯৯৮″ উত্তর ৯২°৩′৪৬.০০১″ পূর্ব / ২৪.৮৪৪৪৪৩৮৯° উত্তর ৯২.০৬২৭৭৮০৬° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২,০৩০ হেক্টর (৫,০১০ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৯৯০ |
• জনঘনত্ব | ৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | শিক্ষার হার: ৭৭%। [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ১৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পশ্চিম আমুড়া ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। [১][২]
অবস্থান[সম্পাদনা]
গোলাপগঞ্জ উপজেলার পূর্বকোনে অবস্থিত। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে জকিগঞ্জ রোড হয়ে গোলাপগঞ্জ আসার পর শিকপুর রোডে আঁকাবাকা সড়কে গ্রাম্য সবুজ পরিবেশের মধ্য দিয়ে আমনিয়া বাজার সংলগ্ন কদমরসুল গ্রামে ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত। [২]
ইতিহাস[সম্পাদনা]
১৯৬৭ সালে আমুড়া ইউনিয়ন পরিষদটি কুশিয়ারার দুই ভাগে বিভক্ত হয়ে পূর্ব আমুড়া , পশ্চিম আমুড়া নামে দুইটি ইউনিয়নে আত্ম প্রকাশ করে। পূর্ব আমুড়া ইউনিয়নটি ১৯৭৭ ইং সনে ০৫নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নামে নাম পরিবর্তন হয়। এই ইউনিয়নটির নাম পশ্চিম আমুড়া ইউনিয়ন থেকে যায়। এটি ১৯৭২সনে স্থাপিত হয়। [৩]
গ্রাম ও মৌজা[সম্পাদনা]
মৌজারনাম: আমনিয়া, আমুড়া, শিলঘাট, কদমরসুল। গ্রাম সমূহ: আমুড়া, নয়াটুল, ঘাগুয়া, সুন্দিশাইল, ইসলামটুল, ডামপাল, আমনিয়া, কদমরসুল, ধারাবহর, শিলঘাট, বিয়ামারা, সোনার পাড়া, শিলঘাট, শিকপুর, লম্বাগাঁও। [১]
আয়তন[সম্পাদনা]
২১.৮৪বর্গ কিঃমিঃ। [১]
জনসংখ্যা[সম্পাদনা]
সর্বমোট ২১,০১০জন। এরমধ্যে পুরুষের সংখ্যা ১৪৫০৮জন এবং স্ত্রীলোকের সংখ্যা ৬,৫০৮জন। [১][২]
হাট-বাজার[সম্পাদনা]
কদমরসুল, আমনিয়া বাজার, আমুড়া বাজার। [১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
সাক্ষরতার হারঃ- ৭৭% [১]
- প্রাথমিক বিদ্যালয়েরঃ ১০টি;
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০২টি;
- মাদ্রাসার সংখ্যাঃ কওমী- ৬টি।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠাণঃ-
- ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া) উচ্চ বিদ্যালয়
- জামেয়া মাদানিয়া আমুড়া ডামপাল মাদ্রাসা।
- সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
- ঘাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
- ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শিলঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আমুড়া বাঙ্গালীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কদমরসুল পার্ক [১]
নদী ও খাল/বিল[সম্পাদনা]

কুশিয়ারা নদী, ভেটুখাল, মাকড়ি বিল, এরাল বিল, কুইয়া বিল,বিয়ামারা বিল। [১]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আব্দুল মোতালিব - স্বাধীনতা যুদ্ধের একজন বীর শহীদ।
- আব্দুল খালিক - মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর শহীদ।
- আব্দুল মুতি চৌধুরী ওরফে তোতা মিয়া - মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর শহীদ।[৪]
- সালেহ উদ্দীন আহমদ জহুরী (জন্ম: ৩১ অক্টোবর ১৯৩৮ - মৃত্যু: ৭ এপ্রিল ২০০৫) - খ্যাতিমান কলামিস্ট, সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রিয় লেখক। [৫]
- ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)- সাবেক সংসদ সদস্য।
- নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ পশ্চিম আমুড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ ক খ গ পশ্চিম আমুড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
- ↑ বাংলাপিডিয়া ]
- ↑ "মরহুম সালেহ উদ্দীন আহমদ জহুরী [[দৈনিক সংগ্রাম]]"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।