ইসলামপুর পশ্চিম ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°৫′৪৪″ উত্তর ৯১°৪৫′৪৩″ পূর্ব / ২৫.০৯৫৫৬° উত্তর ৯১.৭৬১৯৪° পূর্ব / 25.09556; 91.76194
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামপূর পশ্চিম
ইউনিয়ন
১নং ইসলামপূর পশ্চিম ইউনিয়ন পরিষদ
ইসলামপূর পশ্চিম সিলেট বিভাগ-এ অবস্থিত
ইসলামপূর পশ্চিম
ইসলামপূর পশ্চিম
ইসলামপূর পশ্চিম বাংলাদেশ-এ অবস্থিত
ইসলামপূর পশ্চিম
ইসলামপূর পশ্চিম
বাংলাদেশে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫′৪৪″ উত্তর ৯১°৪৫′৪৩″ পূর্ব / ২৫.০৯৫৫৬° উত্তর ৯১.৭৬১৯৪° পূর্ব / 25.09556; 91.76194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহাজী মুহাম্মদ জিয়াদ আলী
আয়তন
 • মোট৫,৩৭১ হেক্টর (১৩,২৭২ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী)
 • মোট৪৬,৯৩৭
 • জনঘনত্ব৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ২৭ ১১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইসলামপূর পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন[১][২][৩]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

কোম্পানীগঞ্জ উপজেলা সদর হতে সড়ক পথে দুরত্ব ৭ কি.মি.। সীমানা- পূর্বে ইসলামপুর পূর্ব ইউনিয়ন, পশ্চিমে ছাতক উপজেলা। উত্তরে ভারত সীমানা, দক্ষিণে তেলিখাল ইউনিয়ন[২]

ইতিহাস[সম্পাদনা]

কোম্পানীগঞ্জ উপজেলা ৩টি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ভেঙ্গে ৬টি ইউনিয়নে রুপান্তরিত করা হয়। ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ভৌগালিক সীমা রেখা ছিল খুব বড়। ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন কে ভাগ করে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়। ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদ। ১৯৭৪ সালে উক্ত ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠা লাভ করে।[২]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

গ্রামের সংখ্যা- ৩৪টি।[২][সম্পাদনা]
  • উত্তর বুড়দেও,
  • দক্ষিণ বুড়দেও
  • শিলেরভাঙ্গা,
  • লাছুখাল,
  • ইসলামপুর,
  • তৈমুরনগর
  • টুকেরগাঁও,
  • টুকের বাজার,
  • নোয়াগাঙ্গেরপার
  • কাঠালবাড়ী,
  • রাজারখাল,
  • ঢোলাখাল,
  • লম্বাকান্দি
  • ভাগারপার,
  • বটেরতল,
  • নভাগী,
  • ঘোড়ামারা,
  • লামাপাড়া,
  • বদিকোনা,
  • মাঝপাড়া,
  • কালাসাদক,
  • ভোলাগঞ্জ,
  • রুস্তুমপুর,
  • পাড়ুয়া নোয়াগাঁও,
  • ডাকঘর,
  • ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম,
  • ছনবাড়ী,
  • বাহাদুরপুর
  • জালিয়ারপার,
  • পুরান জালিয়ারপার,
  • নারাইনপুর,
  • চিকাডহর,
  • বাবুলনগর,
  • শাহআরপিন টিলা,
  • জাতিরটুক,

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

আয়তন- ৫৩.৬৮০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা মোট- ৪৬,৯৩৭ জন। পুরুষ ২৩৮৯১ জন, মহিলা ২৩০৪৬ জন। ভোটার সংখ্যা- ২১৩৯৯ জন।[২][৪]

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার- ৬৭%।[২]

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সরকারী ০৫টি, বেসরকারী ৭,
  • কমিনিউটি ০১টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭
  • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেসরকারী ৪টি
  • কলেজের সংখ্যা বেসরকারী ২টি
  • মাদ্রাসার সংখ্যা দাখিল ২টি, কওমী ৩টি, অন্যান্য ২টি।
  • মসজিদ ৫১টি
  • মন্দির ২টি, 

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • সাদাপাথর, জিরোপয়েন্ট, ভোলাগঞ্জ।
  • হযরত শাহ আরপিন(রহঃ) এর টিলা।
  • ভোলাগঞ্জ পাথর কোয়ারী।
  • বাংকার-ব্রিটিশ আমলের তৈরী স্বয়ংক্রিয়
 পাথর উত্তোলন ব্যবস্থাপনা।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- হাজী মুহাম্মদ জিয়াদ আলী

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মো: আব্দুর রাজ্জাক ১৯৭৪-১৯৭৭
০২ মো: তেরা মিয়া ১৯৭৭ ১৯৮৪
০৩ মো:ফারুক আহমদ ১৯৮৪-১৯৮৮
০৪ মো: ফারুক আহমদ ১৯৮৮-১৯৯২
০৫ মো: আলী আহমদ ১৯৯২-১৯৯৮
০৬ মো:মুরাদ আলী ১৯৯৮-২০০৩
০৭ আব্দুল বাছির ২০০৩-২০১১
০৮ মোঃ সামছুমিয়া চৌধুরী ২০১১-২০১৬
০৯ শাহ মোহাম্মদ জামাল ২০১৬-২০২২
১০ হাজী মুহাম্মদ জিয়াদ আলী ২০২২-বর্তমান
১১
১২

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  2. "একনজরে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 
  3. "কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট)"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  4. "আদমশুমারি রিপোর্ট"। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০০১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]