পূর্ব জাফলং ইউনিয়ন
পূর্ব জাফলং | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পূর্ব জাফলং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৯′১১.০০২″ উত্তর ৯২°১′৫.০০২″ পূর্ব / ২৫.১৫৩০৫৬১১° উত্তর ৯২.০১৮০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ রফিকুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৪,৮১৭ হেক্টর (১১,৯০২ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৫০,৮৯১ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৮১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পূর্ব জাফলং ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
গোয়াইনগাট উপজেলা থেকে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিসদের দূরত্ব ৯.০০ কিলোমিটার। সীমানাঃ- পূর্বে জৈন্তাপুর উপজেলা, পশ্চিমে পশ্চিম জাফলং ইউনিয়ন, উত্তরে ভারত, দক্ষিণে আলীর গাঁওইউনিয়ন।
ইতিহাস[সম্পাদনা]
১৯৭৪ ইংরেজি সালে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ গঠন লগ্নে জাফলং বাজার এর নাম করন অনুসারে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
- আসামপাড়া
- আসামপাড়া হাওর
- সানকীভাঙ্গা
- নবম খন্ড
- ছৈলাখেল ৮ম খন্ড
- লাখেরপাড়
- কৈকান্দির পাড়
- জাফলং বস্তি
- নয়াবস্তি
- কান্দু বস্তি
- পাথরটিলা
- পশ্চিম কালিনগর
- কালিনগর
- মুসলিমনগর
- মোহাম্মদপুর
- মামার বাজার
- রহমত পুর
- রসুল পুর
- গুচ্ছগ্রাম
- সোনাটিলা
- তামাবিল
- ছৈলাখেল ৭ম খন্ড
- শান্তিনগর
- মুজিরনগর
- নলজুরী
- আমস্বপ্ন
- খাশিয়া হাওর
- মমিনপুর
- পশ্চিম লাখেরপাড়
- বাবুলের জুম
- বল্লাঘাট
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তনঃ ৪৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যাঃ- ৫৮৩২০ জন। পুরুষ- ২৯৮৩০ জন। মহিলা- ২৮৪৯০ জন। ভোটার সংখ্যাঃ- ২৫৩২০ জন, পুরুষ-১২৩৭৩ জন, মহিলা-১২৯৪৭জন।
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার : ২৮.৮১%
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়-১২টি।
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি।
- মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা- বেসরকারি ৩টি
- মাদ্রাসার সংখ্যাঃ- আলীয়া ২টি, কওমি ৬টি
- মসজিদ ৬৬টি
- মন্দির ১৯টি
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- জাফলং চা বাগান
- জিরো পয়েন্ট
- বিজিবি ক্যাম্প
- মায়াবী ঝর্ণা
- তামাবিল স্থল বন্দর
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- মো: রফিকুল ইসলাম
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবুল হাসিম জমিদার | ১৯৭৪-১৯৭৭ |
০২ | মো: লুৎফুর রহমান (লেবু) | ১৯৭৭-১৯৯৯ |
০৩ | মো: হামিদুল হক ভূইয়া বাবুল | ১৯৯৯-২০১৬ |
০৪
০৫ |
মো: লুৎফুর রহমান (লেবু)
মো: রফিকুল ইসলাম |
২০১৬-২০২২
২০২২-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
- ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন
- ৮নং তোয়াকুল ইউনিয়ন
- ৯নং ডৌবাড়ী ইউনিয়ন
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯।
- ↑ "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।