অলংকারী ইউনিয়ন
অলংকারী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে অলংকারী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫০′৩৪.০০১″ উত্তর ৯১°৪৬′৫৪.০০১″ পূর্ব / ২৪.৮৪২৭৭৮০৬° উত্তর ৯১.৭৮১৬৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিশ্বনাথ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নাজমুল ইসলাম রুহেল |
আয়তন | |
• মোট | ২,২৮৪ হেক্টর (৫,৬৪৩ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৬,৫৭৯ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ২০ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অলংকারী ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলার একটি ইউনিয়ন।[১][২][৩]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সিলেট শহর থেকে বিশ্বনাথ উপজেলা সদর হয়ে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সীমানা- দক্ষিণে বিশ্বনাথ ইউনিয়ন, উত্তরে খাজাঞ্চী ইউনিয়ন, পশ্চিমে রামপাশা ইউনিয়ন, পূর্বে তেতলী ইউনিয়ন।[২]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
মোট গ্রাম ৪৩টি[২][সম্পাদনা]
- অলংকারী
- নভাগ মনুকোপা
- হায়াতেরগাঁও
- মাদবপুর
- বড়তলা
- বেতসান্দি
- সালামপুর
- ছনখাড়িগাঁও
- আলমনগর
- ঘুরণ
- বাঘমতপুর
- কৃপাখালী
- ফরহাদপুর
- মুন্সিরগাঁও
- শেখেরগাঁও
- কামালপুর
- টেককামালপুর
- রামধানা
- শেখেরগাঁও
- মীরগাঁও খুরমা
- পেছি খুরমা
- উত্তর রড়খুরমা
- বড়খুরমা
- পৌদনাপুর
- পিঠাকরা
- পেশকারগাঁও
- শিমুলতলা
- রামপুর
- রহিমপুর
- রাজিবাড়ী পেশকারগাঁও
- রাজিবাড়ী শেখেরগাঁও
- ধরগাঁও
- হইদরপুর
- সুতারপারা
- নভাগ কাড়ারপার
- লালটেক
- তালিবপুর
- সাবসেন
- টেংরা
- সাবান টেংরা
- চাঁনপুর
- টুকেরকান্দি
- তেঘরী
মৌজা : ১৪ টি[২][সম্পাদনা]
- রহিমপুর
- খুরমা
- বড়তলা
- তালিবপুর (পার্ট)
- পিঠাকরা
- বেতসান্দি
- ফরহাদপুর
- বালিয়াপুঞ্জী
- অলংকারী
- পৌদনাপুর
- কামালপুর
- বাঘমতপুর
- পূর্ব জানাইয়া (পার্ট)
- টেংরা।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন- ২৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা: ২৬,৫৭৯। পুরুষ: ১৩০৩৫ জন, নারী: ১৩৫৪৪ জন।[২]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার:[২][৩][সম্পাদনা]
৫২.৬%। পুরুষ: ৫৩.৫%, নারী: ৫১.৮%।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয় ৩টি
- প্রাথমিক বিদ্যালয় ১১টি
- একাডেমী ৫টি
- মাদ্রাসা ১৫টি (আলীয়া ৮, ক্বওমী ৭)
- ব্রাক স্কুল ৪টি
- মসজিদ ৫৩টি (জামে মসজিদ : ৪৯,পাঞ্জেগানা :
- ঈদগাহ ১২টি
- মাজার ২৩টি
- মন্দির ২টি
শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
ক্রম নং | বিদ্যালয়ের নাম | ঠিকানা |
---|---|---|
০১ | আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় | লালটেক |
০২ | হাজী ইয়াছিন উল্লা বেতসান্দি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় | বেতসান্দি |
০৩ | সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় | অলংকারী |
ক্রম নং | বিদ্যালয়ের নাম | ঠিকানা |
---|---|---|
০১ | আহসান উল্লাহ একাডেমী | পনাউল্লাহ বাজার |
০২ | আল মুছিম কিন্ডার গার্টেন | টেংরা আলীপাড়া |
০৩ | সানশাইন মডেল একাডেমী | শিমুলতলা |
ক্রম নং | বিদ্যালয়ের নাম | ঠিকানা |
---|---|---|
০১ | রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | রামপুর |
০২ | ছোটখুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় | ছোটখুরমা |
০৩ | বড়খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় | পনাউল্লাহ বাজার |
০৪ | হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | লালটেক |
০৫ | ঘুরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় | ঘুরণ |
০৬ | বেতসান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় | বেতসান্দি |
০৭ | অলংকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় | অলংকারী |
০৮ | টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় | টেংরা |
০৯ | রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় | রামধানা |
১০ | নতুনকুড়িঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় | শিমুলতলা |
১১ | টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় | টুকেরকান্দি |
হাট-বাজার[সম্পাদনা]
- পনাউল্লাহ বাজার
- রামপুর বাজার
- মুন্সীর বাজার
- টেংরা নতুন বাজার
- টেংরা রতবাড়ী বাজার
খাল, নদী ও হাওর[সম্পাদনা]
১২টি খাল ও ৪টি বিল রয়েছে।
- খাদুয়ার হাওর
- রামপুর বড় খাল হতে বড়খান্দি খাল
- গাজিউর হতে চান্দির খাল
- বড়কান্দি হতে খাদুয়ার হাওর পর্যন্ত খাল
- রামধানা পাচলার খাল
- আলমনগর হতে গাজিউর পর্যন্ত খাল
- ছোট খুরমা হতে বড়কান্দি হাওরের খাল
- টুকেরকান্দি বিল হতে শিমুলতলা পশ্চিম
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- রামধানা শাহী ঈদগাহ
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- এম ইলিয়াস আলী
- ডা:মো.শামছুল ইসলাম - বিভাগীয় প্রধান ফরেনসিক মেডিসিন ,জেনারেল এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
- মো.সাইদুল ইসলাম,আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
- মোঃ খালেদ হোসেন, আইনজীবী, জজ কোর্ট সিলেট।
- মোঃ তারেক হোসেন, আইনজীবী, জজ কোর্ট,ঢাকা।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- মোঃ নাজমুল ইসলাম রুহেল
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সরফরাজ আলী (ছফা মিয়া) | ১৯৭৩-১৯৭৭ |
০২ | মো ইউনুছ আলী (ভাইস চেয়ারম্যান) | ১৯৭৩-১৯৭৭ |
০৩ | আব্দুল ওয়াহাব | ১৯৭৭-১৯৮২ |
০৪ | আব্দুর রব | ১৯৮২-১৯৮৬ |
০৫ | আব্দুর রব | ১৯৮৬-১৯৯১ |
০৬ | মো: লিলু মিয়া | ১৯৯৭-২০০৩ |
০৭ | সামছুজ্জামান ছমছু | ২০০৩-২০১১ |
০৮ | মো: লিলু মিয়া | ২০১১-২০১৬ |
০৯ | মোঃ নাজমুল ইসলাম রুহেল | -বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Union Parishad List"। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "এক নজরে অলংকারী ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
- ↑ ক খ "বিশ্বনাথ উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।