উত্তর বাদেপাশা ইউনিয়ন
উত্তর বাদেপাশা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: বাদেবাশা | |
বাংলাদেশে উত্তর বাদেপাশা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৫′২৩.০০০″ উত্তর ৯২°৩′৫১.০০১″ পূর্ব / ২৪.৭৫৬৩৮৮৮৯° উত্তর ৯২.০৬৪১৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১০ ডিসেম্বর ১৯৭১ |
আয়তন | |
• মোট | ২,১৯৭ হেক্টর (৫,৪২৮ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৫৩৯ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৪.৫০%[১] (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী)। |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ৭৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
উত্তর বাদেপাশা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[২]
অবস্থান[সম্পাদনা]
সিলেট হতে জকিগঞ্জ রোডে গোলাপগঞ্জ হয়ে ঢাকাদক্ষিণ রোডে এসে আছিরগঞ্জ নেমে খেয়া পাড়ী দিয়ে বাগলা হয়ে রাকুয়ার বাজারে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।[২]
ইতিহাস[সম্পাদনা]
স্বাধীনতা পূর্বে উত্তর বাদেপাশা এবং দক্ষিণ বাদেপাশা বর্তমান শরীফগঞ্জ ইউনিয়ন একত্রে বাদেপাশা নামে একটি ইউনিয়ন ছিল যা ১৯৭১ সালে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন নামে স্থাপিত হয়। প্রথম নির্বাচিত চেয়ারম্যান- মোঃ গজনফর আলী।[২][৩]
প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]
এই ইউনিয়নটি নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- খাগাইল
- আমকোনা
- খাস
- নোয়াই
- মোল্লার চক
- ছয়ঘরী
- বাগলা উত্তরাংশ
- বাগলা দক্ষিণাংশ
- কেওটকোনা
- আলমপুর
- উত্তর আলমপুর
- সতুনমর্দন
- বাদেপাশা
- জামিরা
- আনন্দপুর
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
মোট আয়তন- ৫৩৮০.৩৬ একর (২১.৭৮ বর্গ কিঃমিঃ) = ২১৭৮.২৮ হেক্টর। মোট জনসংখ্যা ২৮০৬১ জন (২০১৬ সালের নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী) পুরুষ- ১৪৮৩২ জন, মহিলা- ১৩২২৯ জন।[২]
শিক্ষা[সম্পাদনা]
সাক্ষরতার হারঃ- ৪৪.৫০ % (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী) [১]
শিক্ষা প্রতিষ্ঠানঃ[২]
- মাধ্যমিক বিদ্যালয় ২ টি।
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি।
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ টি।
- সরকারি মাদ্রাসা ৩ টি।
- কওমি মাদ্রাসা ১ টি।
- ডিগ্রী কলেজ ১ টি।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ-
- কুশিয়ারা ডিগ্রী কলেজ
- আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা
- বনগ্রাম ইসলামী একাডেমী এন্ড বালিকা মাদ্রাসার
- বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসা
দর্শনীয় স্থান[সম্পাদনা]

হাট-বাজার, খাল ও নদী[সম্পাদনা]
উল্লেখযোগ্য বাজারঃ- রাকুয়ার বাজার, আছিরগঞ্জ বাজার, আমকোনা বাজার, আছিরগঞ্জ বাজার, শান্তির বাজার, সুপাটেক, শান্তির বাজার, ডেপুটি বাজার। নদীঃ- কুশিয়ারা ও বরুদল। অনেক খাল রয়েছে তার মধ্যে আছিরগঞ্জ খাল ও মুক্তির খাল অন্যতম। [২]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মরহুম শফিকুল হক আমকুনী। সিলেটের জামেয়া মাহমুদিয়া সোবহানিঘাট মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম [৪][৫][৬]
- মরহুম আব্দুল মালিক মানিক। বীর মুক্তিযোদ্ধা[২]
- মরহুম মোঃ গিয়াস উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "গোলাপগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "উত্তর বাদেপাশা ইউনিয়ন"। uttarbadepashaup.sylhet.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ ক খ আনোয়ার, শাহজাহান (নভেম্বর ১৯৯৬)। গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য। প্রথম প্রকাশ।
- ↑ "সিলেটের বরেণ্য আলেম শফিকুল হক আমকুনী আর নেই"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "প্রবীণ আলেম শফিকুল হক আমকুনী আর নেই, সিলেটে শোকের ছায়া"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "মাওলানা শফিকুল হক আমকুনীর ইন্তেকাল"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]