বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MediaWiki message delivery কর্তৃক ১ দিন আগে "হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ" অনুচ্ছেদে

সম্পাদনা যুদ্ধে জড়াব? একাধিক প্রশাসক মিলিতভাবে সিদ্ধান্ত দিন।

[সম্পাদনা]

ইংরেজি নিবন্ধে যখন en:2024 Bangladesh anti-Hindu violence এই নামে নিবন্ধ আছে, ইচ্ছাকৃত ভাবে নিবন্ধটিকে ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতা এই নামে করার যৌক্তিকতা কী? এখন জানুয়ারী থেকে জুলাইয়ে হিন্দু দের যে মন্দির মণ্ডপ ভাঙা হয়েছে তা উল্লেখও করা যাচ্ছে না। প্রশাসক প্যানেল পর্যন্ত তা মুছে দিচ্ছে। দেখুন এখানে ভবিষ্যতে নভেম্বর ডিসেম্বরে সহিংসতা ঘটলে তা উল্লেখ করতে গেলে মুছে দিয়ে বলবে এর সাথে অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যে নাম পরিবর্তন নিয়ে আলোচনা করতে চাইছে একজন ব্যবহারকারী দেখুন এখানে সেখানে কেও আলোচনা করছে না, কিন্তু মুল নিবন্ধে কাটছাট চলছে অযাচিত ভাবেই। একই ব্যবহারকারী নাম পরিবর্তন করেছে, যদিও মুল নিবন্ধে তার একটা অবদান নেই। সেই একই ব্যবহারকারী ২০২২ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নিবন্ধ অপসারণ প্রস্তাবনা দিয়েছে, একই ব্যবহারকারী ২০২৩ সালে সাম্প্রদায়িক সহিংসতা নিবন্ধটি মুছার প্রস্তাবনা দিয়েছিলেন। আপনারা আপনাদের অবস্থান অনুগ্রহপূর্বক পরিষ্কার করুন। মৌলবাদ অসুবিধায় পরে এরকম যে কোনো নিবন্ধ বা তথ্য উইকিতে থাকবে না, এরকম প্রত্যয় বাংলা উইকিপিডিয়া রাখঢাক না করে ব্যক্ত করে দিলে আমাদের পরবর্তী কাজের সুবিধা হয়। প্রলয় (আলাপ) ০৫:২১, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@প্রলয়স্রোত আমি আসলে বেশি তর্ক করতে পছন্দ করিনা, এর মানে এটা নয় আমি নীতিমালা না জেনেই কাজ করেছি। আপনি এখনো WP:EVENT নীতিমালার অর্থ বুঝতে পারেননি।
উক্ত নিবন্ধটা তালিকা নিবন্ধ, কিন্তু শিরোনামে তালিকা উল্লেখ নেই। আর নিবন্ধের কিছু লেখা আমি এমন পেয়েছি, যে ঘটনার পিছনে সাম্প্রদায়িক নয়, ব্যক্তিগত শত্রুতা ছিলো।
যাইহোক নিবন্ধটার প্রথম কাজ হবে, শিরোনাম পরিবর্তন করা। কারণ সেটা কোন ঘটনা নয়, বরং তারিখ অনুযায়ী তালিকা। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৪৩, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত: আপনার যে লেখাটা সরিয়েছি সেটা কি শিরোনামের সাথে প্রাসঙ্গিক ছিল? নিবন্ধের শিরোনাম নিয়ে আপত্তি থাকলে আলোচনা করবেন, সেখানে প্রশাসককে দোষারোপ কেন করছেন। এটা তো অগঠনমূলক সম্পাদনা ছিল না। রিয়াজ (আলাপ) ০৮:১৪, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নামকরণ সংশ্লিষ্ট সমস্যাটা সমাধান না করে আপনার অনুচ্ছেদ অপসারণ করতে যাওয়াটাই মুল সমস্যার সৃষ্টি করেছে। আলোচনা না করে ব্যবহারকারী নাম পরিবর্তন করায় একাধিক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছেন। উনাকে যখন আলোচনা করা উচিত কিনা, বলে নবাগত উইকিপিডিয়ান প্রশ্ন রেখেছেন, উনি প্রত্যুত্তরে ব্যবহারকারী: CosmLearner কে বলছেন, একই টেক্সট বারবার পুনরাবৃত্তি করার তো প্রয়োজন নেই। এছাড়াও উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/২০২২ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা] প্রস্তাবনায় উনি বলছেন, সুধী! খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। এখানের আফতাবুজ্জামান ভাইকে দেওয়া মেসেজের রিপ্লাইয়ে বলছেন, আমি আসলে বেশি তর্ক করতে পছন্দ করিনা। একদিকে আমরা উইকির নীতিমালার লাইন বাই লাইন ধরে উনার সাথে আলোচনা করার চেষ্টা করি৷ অন্যদিকে উনি কোথাও বলছেন, নিবন্ধটার প্রথম কাজ হবে, শিরোনাম পরিবর্তন করা। আমার বক্তব্য বোঝার জন্য নীতিমালা পড়ুন। নীতিমালায় সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তার নীতিমালা দেওয়ার উদাহরণ হল, নীতিমালার নাম উল্লেখ করা। আমি যদি তাকে বলি তিনি আগে উইকিপিডিয়া:বৃত্তান্ত পড়ে আসুক! এটা কী পরীক্ষা চলছে? এটা পড়ুন ওটা পড়ুন, সুষ্পষ্টভাবে একটা নীতিমালার কোন বাক্যটা সুষ্পষ্টভাবে লঙ্ঘন হয়েছে, সেটা বলতে না পারলে সে ব্যক্তি নিজেই যে উইকিপিডিয়ার সেন্স বুঝেন নাই, এ ব্যাপারটা দিনের আলোর মত সুষ্পষ্ট। সবচেয়ে বড় কথা উইকিপিডিয়া কারো পৈতৃক সম্পত্তি নয়। উইকির মুল এসেন্সটাই হল সম্পাদকরা আলোচনা করবেন, বারবার আলোচনা করবেন। এটাই উইকির অন্যতম ৫ স্তম্ভের একটি। এদিকে উনি সবার বাক স্বাধীনতাতেই হস্তক্ষেপ করেন। এধরনের ব্যবহারকারীর সাথে আমরা কেমন করে আলোচনা চালিয়ে যাব।
এবার আসা যাক, একতরফা নামকরণে কী কী সমস্যা সৃষ্টি হয়েছে সেই ইতিহাসে। প্রথমত গণ অভ্যুত্থানের কারণে মন্দির ভাঙচুর শুরু হয় নি৷ বরং মন্দির ভাঙচুরের মাঝখানে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের পূর্বের মন্দির ভাঙচুরের তথ্য সন্নিবেশ করতে গিয়ে আপনি বাধা দিচ্ছেন। অন্যদিকে গণ অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরের মন্দির ভাঙচুরের তথ্য কোথায় সন্নিবেশন করা হবে? ২০২৫/২০২৬ সালে মন্দির ভাঙচুর হলে সেটাও তো টেকনিক্যালী গণ অভ্যুত্থান পরবর্তী ঘটনা বলে বিবেচিত হবে, তাহলে কী সেটা এই নিবন্ধে সন্নিবেশিত হবে? নাকি নতুন নিবন্ধ গঠন করতে হবে?
যদিও ইংরেজি নিবন্ধের নিয়ম চোখ বন্ধ করে বাংলা উইকিতে ফলো করা হয় না, কিন্তু ইংরেজি নিবন্ধ থেকেই নাম, সেখানের আলোচনা, নীতিমালা আমরা ধার করি, এটা অলিখিতভাবে বাংলা উইকিপিডিয়ানরা মেনে চলে। এই নিবন্ধটির নাম ইংরেজি নিবন্ধে সুষ্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও এই টেকনিক্যাল সমস্যা উনি করেছেন তো বটেই। কিন্তু আলোচনা না করে আমি যা করি তাই ঠিক এবং সবার থেকে বেশি বুঝি এই মানসিকতা দেখা যাচ্ছে।
এখানের সবার স্মরণে থাকা উচিত en::But I'm an administrator! নীতিমালা। একইসাথে প্রশাসককে অনুরোধ করব, জোশে পরে খারাপ অনুচ্ছেদ মুছতে গিয়ে ডোন্ট থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার বাগধারার যেন পুনরাবৃত্তি না ঘটান। প্রলয় (আলাপ) ১০:৫০, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত: আপনিতো দেখছি অনেক নীতিমালা জানা লোক। আপনি যেসব ভাষা আর শব্দাবলি উল্লেখ করে ব্যক্তিগত আক্রমণ করছেন সেগুলো কোন নীতিমালা অনুসারে করতেছেন? ঝামেলাটা মূলত আপনিই শুরু করেছেন, আপনি যখন দেখলেন শিরোনামের সাথে আপনার বিষয়বস্তু প্রাসঙ্গিক না তাহলে সেটা যোগ করতে গেলেন কেন? ইচ্ছেকৃতভাবে এসব করে আবার অন্যের ওপর দোষ দিয়ে নীতিমালা শিখাচ্ছেন। আমি কি এখানে প্রশাসনিক কোনো টুলস ব্যবহার করেছি, তাহলে এই ধরনের আক্রমণ কেন? এর আগেও অভ্যুত্থান সংক্রান্ত নিবন্ধগুলো পরিস্থিতি ও সময় অনুসারে আলোচনা অথবা আলোচনাবিহীন স্থানান্তর হয়েছে। আপনি বললেন অবস্থান পরিষ্কার করুন। মৌলবাদ অসুবিধায় পরে এরকম যে কোনো নিবন্ধ বা তথ্য উইকিতে থাকবে না, এরকম প্রত্যয় বাংলা উইকিপিডিয়া রাখঢাক না করে ব্যক্ত করে দিলে আমাদের পরবর্তী কাজের সুবিধা হয়। এখানে মৌলবাদ আর অবস্থান আসবে কেন? আপনার উচিত ছিল আগে নিবন্ধের শিরোনাম সংক্রান্ত সমস্যা সমাধান করা। সেটা না করে উল্টো লম্বা বিতর্ক করে অন্যদের আক্রমণ করতেছেন। রিয়াজ (আলাপ) ১১:৫৬, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনাদের বক্তব্য দেখেছি। আমি এখন বাইরে, বাসায় গিয়ে আমার মন্তব্য জানাবো। আফতাবুজ্জামান (আলাপ) ১২:৫৩, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত, আপনি এই আলোচনায় বেশ কিছু বাক্য ব্যবহার করেছেন যা মোটেও কাম্য নয়। এমনকি আপনাকে ব্যক্তিগত আক্রমণ না করতে বলার পরেও আপনি নিচে দেলোয়ার আকরামকে উত্তর দিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। আপনাকে আমি আবারো যেকোন আলোচনায় ব্যক্তিগত আক্রমণ না করতে অনুরোধ করছি।
এবার আপনি যে কারণে আমার আলাপ পাতায় এসেছেন, সেই বিষয় সমাধানের চেষ্টা আসি: আমি দেখতে পাচ্ছি যখন নিবন্ধটি তৈরি হয়, তখন এর বিষয়বস্তু ছিল ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতা সম্পর্কিত। এমনকি যখন নিবন্ধটি নামান্তর করা হয় তখনও বিষয় ছিল এটি। সেই হিসেবে বর্তমান শিরোনাম ঠিক আছে। নিবন্ধটি নামান্তরের পরে, আপনি ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতার পরিবর্তে নিবন্ধটিতে পুরো ২০২৪ সালে হওয়া ঘটনা যোগ করতে যান। আমি দেখতে পাচ্ছি সেটি থেকেই বর্তমান নামান্তর বিতর্কের উৎপত্তি।
এখন প্রশ্ন হলো, নিবন্ধটির বিষয় কী হবে? ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতা সম্পর্কিত নাকি পুরো ২০২৪ সালের ঘটনা সম্পর্কিত? সবার প্রথমে এই বিষয়ে ঐকমত্যে আসা দরকার। আমি নিবন্ধের আলাপ পাতায় এই নিয়ে আলোচনা শুরু করছি। দয়া করে সেখানে মন্তব্য করুন।
আর সকলের প্রতি আমার আহ্বান, দয়া করে কী সম্পাদনা যুদ্ধে যাবেন না। কোনও তথ্য ভুল দেওয়া হলে, নিরপেক্ষ না হলে নিবন্ধের আলাপ পাতায় সেটি লিখে জানান, কারণ জানতে চান। তারপর তৃতীয় কেউ সেটি মীমাংসা করবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৮, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দেলোয়ার আকরামের বক্তব্য

[সম্পাদনা]

উপরে ব্যবহারকারী প্রলয়স্রোত যেভাবে বক্তব্য প্রদান করেছেন, তা স্পষ্টভাবে ব্যক্তিগত আক্রমণ। আমার নানাস্থানের কথাগুলোকে মিসকোট করে ভুল ও অপ্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করেছেন। উনার বাক স্বাধীনতায় কখনোই আমি তো হস্তক্ষেপ করিইনি, আমি কাউকে করতেও দেখিনি। বরং আমি অপসারণ আলোচনায় অল্প কথায় নীতিমালা ব্যাখ্যা করেছি এবং বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা উল্টা আমার প্রতিটা লাইনের উত্তর দিতে লাইনের উত্তর দিতে ভিন্ন ও অপ্রাসঙ্গিক কথা বলেছেন। তবে এখানে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, সেটা স্পষ্ট শিষ্টাচার নীতিমালা উপেক্ষা করে আমার উপর ক্ষোভের বহিঃপ্রকাশ ও ব্যক্তিগত আক্রমণ। এছাড়াও প্রশাসকদেরও কটাক্ষ করে মন্তব্য করেছেন। এটা কখনোই কাম্য নয়। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৪:০৫, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

শিষ্টাচারের সংজ্ঞা, তার প্রয়োগ তার ব্যাপ্তি একা নির্ধারণ করার এখতিয়ার কারো নেই।
ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতা নিবন্ধে আপনার অবদান ০% এর কাছাকাছি, বিষয়শ্রেণি এড করা ছাড়া একটা মাত্র অবদান দেখতে পারছি, সেটা হচ্ছে সক্রিয় ব্যবহারকারী:BadhonCR এর একটি সম্পাদনা বাতিল। সেটা করতে গিয়ে [আপনি এইখানে বলেছেন], আপনাকে বারবার বলা সত্ত্বেও নিরেপক্ষতা রক্ষা করতে পারছেন না। আপনার সম্পাদনা স্পষ্টভাবে প্রোপাগাণ্ডা, বিশেষত রাজনৈতিক প্রোপাগাণ্ডার অংশ। একজন ব্যক্তি যখন তার রাজনৈতিক মতাদর্শ উন্মুক্তভাবে প্রকাশ করে নাই, সে যাই সম্পাদনা করে থাকুক না কেন, আপনি কেমন করে তার সম্পর্কে না জেনে নিজ মন গড়া এরকম মন্তব্য করতে পারেন?
একইনিবন্ধের নাম পরিবর্তনের আলোচনায় CosmLearner এর বিশদ আলোচনার একটি বাক্যে আপনি মর্মাহত হয়েছেন, বলে প্রতীয়মান হয়েছে। আপনি তার ব্যাখ্যা চাইলে সে আরো বিশদভাবে এপোলজেটিক ওয়েতে তার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু তথাপি আপনি সন্তুষ্ট হন নি। আপনি তার কাছে পুন:ব্যাখ্যা চাইতে পারেন। কিন্তু আপনি তার টেক্সটকে <s>ট্যাগের আন্ডারে</s> ফেলার নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন মুছে দেওয়ার। জানিয়ে দিচ্ছেন, আপনি কোনোভাবে মানবেন না। একজন পুরাতন উইকিপিডিয়ান হওয়া সত্ত্বেও ৩/৪ মাসের নবাগত উইকিপিডিয়ানের সাথে কথা বলার এই হচ্ছে আপনার নমুনা।
আপনার কন্ঠে কণ্ঠে বাক্যে বাক্যে কর্তৃত্ববাদের সুর। মতের মিল না হলে সবার সাথে তাচ্ছিল্য মনোভাব। আর আপনার মনে হচ্ছে কেও আপনাকে কিছু বলবে না। শিষ্টাচারের গণ্ডির মধ্যে শুধু কি আপনিই আছেন? আর যে কাওকে যে কোনো কিছু বলা যায়?
উইকিপিডিয়ার নীতিমালা অন্যত্র প্রয়োগ করার আগে নিজের উপরই সর্বাগ্রে প্রয়োগ করুন। আর আলোচনার যে পরিবেশ সেটাকে এভাবে কলুষিত করবেন না। প্রলয় (আলাপ) ১৬:২৭, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত আপনাকে এর আগে নীতিমালা বিরুদ্ধ সম্পাদনার জন্য বাধা দেওয়া হয়েছিলো। এটা বাদে BadhonCR যেসকল ভুল তথ্য দিয়ে অনিরেপক্ষ সম্পাদনা করেছে, এইজন্য তাকে WP:VAND এর সতর্কতা দেওয়া হয়েছে, ইংরেজি উইকি হলে তাকে এতোবার সুযোগ দেওয়া হতোনা, বাধা প্রদান করা হতো।
আর ComsLearner উনি, নতুন, কিন্তু পুরোদস্তুর অভিজ্ঞ সম্পাদকের মতো সম্পাদনা করছেন, (পুরাতন সক কিনা সন্দেহ হয়)। উনি ভ্যান্ডালিজমের জন্য ইংরেজি উইকিতে গত দুইমাসে দুইবার বাধাপ্রাপ্ত হয়েছে। বাংলা উইকি খানিকটা নমনীয় আচরণের কারণে বাধাপ্রাপ্ত হননি।
আর আপনি যে অন্যদের পক্ষ নিয়ে উকালতি করছেন, এটাও সঠিক নয়, এটা WP:ক্যানভাস হয়ে যাচ্ছে। আপনি নিজের কথা বলেন, অন্যদের ভ্যান্ডালিজমের পক্ষে কথা বললে আপনাকেও ভ্যান্ডালিজম সহায়ক হিসাবে ভাবা হবে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:৪৭, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, ''BadhonCR যেসকল ভুল তথ্য দিয়ে...'' - আপনার বক্তব্যের ''দৃঢ়ভাবে বিরোধীতা করছি''। যে নিবন্ধে আপনার মনমতো তথ্য উঠে আসে না, আপনি আলোচনায় না এসে সেটাকে বিভিন্ন রাজনৈতিক বা প্রোপাগান্ডা ট্যাগ দিয়ে অপসারণের চেষ্টা করেন (তথ্যসূত্র যুক্ত তথ্যের ক্ষেত্রেও)। মানুষ মাত্রই ভুল হতে পারে, নিবন্ধ লিখতে আপনার দর্শনের সাথে অন্যের দর্শন না ও মিলতে পারে... তবুও আমরা সম্মিলিতভাবে প্রয়োজন অনুযায়ী আলোচনার মাধ্যমে একটি চমৎকার নিবন্ধ সমৃদ্ধ করতে পারি। কিন্তু আপনি থাকেন আলোচনাহীন বিভিন্ন ট্যাগ লাগাতে... যা সত্যি দুঃখজনক। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:২৬, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আবু মাসউদ কাসেমী-এর প্রশ্ন (০৯:২১, ২ নভেম্বর ২০২৪)

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। উইকিপিডিয়াতে একজন ব্যক্তির জীবনে লিখেছিলাম। তিনি একজন ধর্মীয় আলেম এবং পন্ডিত ব্যক্তি। আঞ্চলিক পরিসরে ময়মনসিংহ এলাকায় তিনি খুবই প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু পরবর্তীতে সেটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। আমি আবার তার জীবনী লিখতে চাই এবং উইকিপিডিয়াতে প্রচার করতে চাই। এবং আরো বড় বড় কিছু ব্যক্তিত্ব সম্পর্কে আমি উইকিপিডিয়াতে লেখতে চাই। আশা করি এ ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। --আবু মাসউদ কাসেমী (আলাপ) ০৯:২১, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য

[সম্পাদনা]

প্রিয় আফতাবুজ্জামান, প্রশাসকদের আলোচনাসভায় একজন সম্পাদক নানা ধরণের বাক্তিগত আক্রমণ করছে।

তিনি বলেছেন আমি ঘৃণ্য অপরাধ করেছি, তাই আমাকে শাস্তি পেতে হবে। উনি বাস্তব জীবনকে উইকিপিডিয়ার সাথে মিলাচ্ছেন।

তিনি বলেছেন গণমাধ্যমের উপর এমন আস্থাহীনতার মাধ্যমে আমি দেশ ও গণমাধ্যমের উপর মিথ্যাচার করেছি। তিনি আমাকে বলতে পারেন যে, "আপনি এই কথাটি বলেছেন তার উৎস কি?" আমি মিথ্যাচার করেছি, গণমাধ্যমের উপর আস্থাহীন - এসব বলছেন।

তিনি বলেছেন, "২০২৪ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা (পরে নাম পরিবর্তন হয়েছে) নিবন্ধে অনিরেপক্ষতা ও নামকরণ নিয়ে কিছু ব্যবহারকারী আলোচনা শুরু করলে, তখন নতুন একাউন্ট ComsLearner নামে এইসব নিবন্ধে অপব্যবহার করতে থাকে।" উনি Biting new users এর নীতিমালা লঙ্ঘন করেছেন না?

তিনি বলেছেন,আমি ১৬ জুলাই ২০২৪ উইকিতে যাত্রা শুরু করি। এরপরেই বেশ অভিজ্ঞ সম্পাদকের মত সম্পাদনা করছি। তিনি বাক্তিগত আক্রমণ না করে আমাকে সাহায্য করতে পারতেন।

তিনি বলেছেন যে অনিরেপক্ষতার জন্য তিনি এই [[১]] সম্পাদনাটি বাতিল করেছেন। এছাড়াও এই সম্পাদনায় আমি তথ্য বিকৃতি ঘটিয়েছি। আপনি তাকে বলুন আমাকে জানাতে আমি কোথায় তথ্য বিকৃতি করেছি। উনি কি সম্পাদনা বাতিল করার পর আমাকে জানাতে পারেন না, যে আপনি এখানে ভুল তথ্য যোগ করেছেন, আমি বাতিল করেছি।

তিনি উল্লেখ করেছেন, আমাকে ইংলিশ উইকিপিডিয়ায় ব্লক করা হয়েছিল। হ্যাঁ, আমাকে ইংলিশ উইকিপিডিয়ায় ব্লক করা হয়েছিল। তারপর দায়িত্বশীল এডমিন আলাপ পাতায় তার সাথে আলোচনা করার পর উনব্লক করেছেন।

আমি বলেছিলাম, ওই ব্যবহারকারির COI থাকতে পারে। এটা বলা কি বাক্তিগত আক্রমণের পর্যায়ে পরে।

আপনি জানেন যে, আপনাকেই আমি একটি মন্তব্যে বলেছিলাম, আল জাজিরা ইসলামপন্থীদের প্রতীক, বাংলাদেশী গণমাধ্যমকে মৌলবাদী মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত - এই কথা দুটি কি আমার বাক্তিগত মতামত ছিল। আমি কি কোনও তথ্যসুত্র দেই নি? আমাকে ওই সম্পাদক বলতে পারে যে আপনার তথ্যসুত্র পর্যাপ্ত নয় বা আরও তথ্যসুত্র প্রয়োজন। তাহলে আমি ভুল বলে থাকলে আমি বুঝতে পারি।

আমি আপনার সম্পাদনা গুলো থেকে জানতে পারি যে আপনি এখানে অন্যদের চেয়ে অধিক সক্রিয় এবং বাক্তিগতভাবে মনে করি, আপনি অভিজ্ঞ। আপনি দয়া করে বিষয়টি দেখুন। আমি মনে করি, আপনিই সঠিকভাবে সমস্যাটি সমাধান করতে পারবেন। CosmLearner (আলাপ করুন) অবদানসমূহ ১২:৫৩, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান আপনি উইকিপিডিয়ায় আসলে আমাকে পিং করুন। CosmLearner (আলাপ করুন) অবদানসমূহ ১২:৫৯, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@CosmLearner, উনি প্রশাসকদের আলোচনাসভায় আপনাকে বাধা দেওয়ার জন্য যে আলোচনা শুরু করেছেন, সেখানে আপনি আপনার বক্তব্য জানাতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ১৩:০৩, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
না। আফতাবুজ্জামান কোনও মন্তব্য করেননি। CosmLearner (আলাপ করুন) অবদানসমূহ ১৩:০৫, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@CosmLearner, আপনার এই উত্তরের মানে বুঝলাম না। উনি বলতে আমি DeloarAkram-এর কথা বুঝিয়েছি। উনি এখানে যে আলোচনা শুরু করেছেন, সেখানে আপনার বক্তব্য জানাতে বললাম। Ahmed Reza Khan (আলাপ) ১৩:০৮, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমার আলাপ পাতায় নয়, আপনার উচিত আলোচনাসভার উক্ত আলাপে বক্তব্য রাখা। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২২, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বিবরণ যোগের অনুরোধ (৩ নভেম্বর ২০২৪)

[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৩ নভেম্বর ২০২৪ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

১৯৯০-এর বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ১৯৯০-এর বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪২, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:বাংলা উইকিসম্মেলন ২০২৪

[সম্পাদনা]

এটা অপসারণ করে দিয়েন। এটা থাকায় লোকজন এখানে তথ্য যোগ করতেসে। সম্মেলনের সবকিছুতো উইকিমিডিয়ার উইকিতে রয়েছেই। ~মহীন (আলাপ) ০৮:২৭, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Moheen, পুনর্নির্দেশ করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৮, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ধন্যবাদ! ~মহীন (আলাপ) ০৬:১১, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাতিল

[সম্পাদনা]

বৌদ্ধধর্মে সৃষ্টিকর্তা নিবন্ধটি বাতিল করে দিয়েন। Gc Ray (আলাপ) ০১:৫৪, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray, পুনর্নির্দেশ করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১০, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ Gc Ray (আলাপ) ০২:১৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় আফতাবুজ্জামান!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন