বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ahmed Reza Khan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ahmed Reza Khan কর্তৃক ৩ দিন আগে "আপনার জন্য একটি পদক!" অনুচ্ছেদে

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন

[সম্পাদনা]

আমির আলী হাজিজাদেহ এই নিবন্ধটি বাংলায় তৈরি হয়েছে। এই নিবন্ধে একটু সংশোধন প্রয়োজন।নিবন্ধে নিচে সামরিক দপ্তরে পাকা জায়গায় নাম গুলো লিখে দিবেন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:৩১, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন

[সম্পাদনা]

অন্নপূর্ণা দেবী এই নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় তৈরি করা হয়েছে। কিন্তু ইংরেজি নিবন্ধের সাথে নেই এই নিবন্ধটি অন্য নিবন্ধ রয়েছে এর সাথে আপনি ইংরেজি নিবন্ধের সাথে বাংলা নিবন্ধটি এক করবেন।নিবন্ধে একটু কাজ আছে দেখবেন কাজটি করে দিবেন।তথ্যছকে রয়েছে। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৯:২৬, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ মালেক ইসলাম, আপনি এই নিবন্ধকে ভিন্ন একজন ব্যক্তির (সঙ্গীতশিল্পী) উইকিউপাত্ত আইটেমের সাথে যুক্ত করেছিলেন! আমি ঠিক করে দিয়েছি। Ahmed Reza Khan (আলাপ) ০৯:৪৭, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমির আলী আজিজাদেহ

[সম্পাদনা]

আমিরন আলী আজিজাদেহ এই নিবন্ধটি সংশোধন করে দিন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৯:৪৯, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

জরুরী সংশোধন

[সম্পাদনা]

ওয়াং ই (রাজনীতিবিদ) এি নিবন্ধটি বাংলায় তৈরি করা হয়েছে নিবন্ধে জুররী সংশোধন করুন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৪:২২, ৩১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ মালেক ইসলাম, অনেক বড় নিবন্ধ তো। আমি সময় পেলে সংশোধন করে দেবো। Ahmed Reza Khan (আলাপ) ০৪:২৮, ৩১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধনে সংশোধন

[সম্পাদনা]

ওয়ং ই নিবন্ধে তথ্য ছক যোগ করবেন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:২০, ৩১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান শিরোনামে সংশোধন

[সম্পাদনা]

আহমদ আল- খতীব এই নিবন্ধে একটু ভুল হয়েছে।প্রধান শিরোনামে লিখবেন আহমেদ আল খতীব মোঃ মালেক ইসলাম (আলাপ) ১২:০৯, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

'আহমদ' ও 'খতিব' বানান শুদ্ধ বলে মনে হলো আমার, তাই নিবন্ধটিকে আহমদ আল খতিব শিরোনামে স্থানান্তর করলাম। Ahmed Reza Khan (আলাপ) ১২:৩৬, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন

[সম্পাদনা]

আহমদ না এটা হবে না এটা হবে আহমেদ। ইংরেজি নিবন্ধে তাই আছে।আপনি আহমেদ করে দিন মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৩:৪৪, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উনার নামের আরবি বানান 'أحمد' অনুযায়ী বাংলা সঠিক বানান হবে 'আহমদ'। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৪৮, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সংশোধন

[সম্পাদনা]

যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।এই নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় তৈরি করা হয়েছে। কিন্তু ইংরেজি নিবন্ধ এর সাথে এক নেই আপনি এই নিবন্ধর সাথে ইংরেজি নিবন্ধটা এক করবেন।+ পারলে নিবন্ধ infobox airport যোগ করে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৫:৪৭, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকি সংযোগ দিয়েছি। তবে ব্যস্ততার কারণে এই মুহূর্তে নিবন্ধটিতে তথ্যছক যোগ করতে পারছি না। আর আমি আসলে এসব বিষয়ের নিবন্ধগুলোতে কাজ করতে খুব একটা আগ্রহী নই। এসব বিষয়ের নিবন্ধে যারা কাজ করেন, আপনি তাদের অনুরোধ করতে পারেন। আমাকে অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র সম্পর্কিত নিবন্ধ সংশোধনের জন্য বললে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো বলে মনেকরি। Ahmed Reza Khan (আলাপ) ১৬:২৩, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ

[সম্পাদনা]

আপনাকে ধন্যবাদ মোঃ মালেক ইসলাম (আলাপ) ০০:০৫, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সৃষ্টিকরণে আপনার জমা গিয়াস উদ্দিন তাহেরী

[সম্পাদনা]
গিয়াস উদ্দিন তাহেরী, যেটি আপনি নিবন্ধ সৃষ্টিকরণে জমা দিয়েছিলেন, তা তৈরি করা হয়েছে।

অভিনন্দন, এবং উইকিপিডিয়ার পরিধি প্রসারিত করতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ! আমরা আশা করি আপনি মানসম্পন্ন অবদান অব্যাহত রাখবেন।

যেহেতু আপনি চার দিনের বেশি সময়ে অন্তত ১০টি সম্পাদনা করেছেন, আপনি এখন থেকে অনুরোধ জমা না দিয়ে নিজেই নিবন্ধ তৈরি করতে পারেন৷ তবুও, আপনি যদি পছন্দ করেন তবে আপনি নিবন্ধ সৃষ্টিকরণের জন্য কাজ জমা দেওয়া চালিয়ে যেতে পারেন।

যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে আপনাকে সাহায্যকেন্দ্রে জিজ্ঞাসা করতে স্বাগত জানাই।

পর্যালোচকের প্রতি যদি আপনার কোনো প্রশ্ন/বার্তা থাকে, তাহলে তার আলাপ পাতায় জানাতে পারেন।

আবারও ধন্যবাদ, এবং শুভ সম্পাদনা!

TANBIRUZZAMAN (💬) ১৩:৩২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মূল নিবন্ধে শিরোনাম সংশোধন

[সম্পাদনা]

নিবন্ধে প্রধান শিরোনামে নাম পরিবর্তন করতে হবে সেটা হলো। আপনি রক্ষা খাদেস নিবন্ধে  যে নাম টি আছে সেটা পরিবর্তন করে রক্ষা নিখিল খাডসে নাম দেবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:৪৪, ১০ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন করে দিয়েছি। হিন্দি বানান 'रक्षा खडसे' অনুযায়ী বাংলা সঠিক বানান হবে 'রক্ষা খডসে'। Ahmed Reza Khan (আলাপ) ০৬:২৪, ১০ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন সংশোধন

[সম্পাদনা]

গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী এই নিবন্ধে একটু সংশোধন প্রয়োজন তা হলো তথ্যছকে। আপনি তথ্যছকে ইংরেজিতে আছে কি শব্দ আপনি বাংলা করে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০২:২৩, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
অসাধারণ ধারণা পদক
উইকি ভালোবাসা আপনার জন্য Musunny.95 (আলাপ) ০৯:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। Ahmed Reza Khan (আলাপ) ০৯:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন