ব্যবহারকারী আলাপ:Ahmed Reza Khan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন পদক[সম্পাদনা]

জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন ২০২৪ পদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ তৈরি/সম্প্রসারণ করায় আপনাকে এই পদকটি দেওয়া হল। অভিনন্দন ও এভাবে বাংলা উইকিপিডিয়ার উন্নতিতে অবদান রেখে যান, এই কামনা রইল। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৩, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। Ahmed Reza Khan (আলাপ) ০৯:০৬, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Ahmed Reza Khan,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষক[সম্পাদনা]

সুপ্রিয় Ahmed Reza Khan, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষক পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! —শাকিল (আলাপ · অবদান) ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil অসংখ্য ধন্যবাদ। এই অধিকারটি আমাকে উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরিতে আরো উৎসাহ দেবে। Ahmed Reza Khan (আলাপ) ১১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Re: আপনার মেইল[সম্পাদনা]

আপনাকে এক সপ্তাহ মেয়াদে আইপি বাধামুক্ত অধিকার দেওয়া হয়েছে। আশা করি, এখন সম্পাদনা করতে পারবেন। Yahya (আলাপ) ০৪:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৪০, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Ahmed Reza Khan, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৪-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে, তানভীর (আলাপঅবদান) ১৭:০১, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় Ahmed Reza Khan,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা যুদ্ধ[সম্পাদনা]

ভ্যান্ডালদের সাথে সম্পাদনা যুদ্ধে জড়াবেন না, এইরূপ অপব্যবহার নজরে আসলে প্রশাসকদের হস্তক্ষেপের জন্য অনুরোধ করবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৭, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil আচ্ছা। ওই ব্যবহারকারী শেষের অ্যাকাউন্টটা দিয়ে অনেকক্ষণ ধরে ধ্বংসপ্রবণতা চালাচ্ছিলেন, তখন কোনো প্রশাসক সক্রিয় নেই ভেবে আমি প্রত্যেকটা সম্পাদনা বাতিল করছিলাম। Ahmed Reza Khan (আলাপ) ১৪:১০, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকদের পেতে হলে, আপনাকে প্রশাসকদের সাথে যোগাযোগ করতে হবে। প্রশাসকদের আলোচনাসভা, আইআরসি, ডিসকর্ড, টেলিগ্রাম সহ অনেক মাধ্যমে প্রশাসকগণ যুক্ত আছেন সেগুলোতে আপনি বার্তা দিতে পারেন। এইরূপ ধারাবাহিক সম্পাদনা যুদ্ধ কোনো ভালো ফল বয়ে আনে না —শাকিল (আলাপ · অবদান) ১৪:১৪, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আচ্ছা, পরবর্তীতে এ বিষয়ে খেয়াল রাখবো। Ahmed Reza Khan (আলাপ) ১৪:২১, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমাদের 3RR নামে একটি নীতিমালা আছে। অনুগ্রহ করে মেনে চলবেন। সম্পাদনা যুদ্ধ কখনোই গ্রহণযোগ্য নয়, তা আবার যদি হয় একজন ব্যবহারকারী/প্রশাসকের আলাপ পাতায়! এটা একধরনের স্প্যামিং। দুপুরেও আপনি প্রশাসকদের কাছে রিপোর্ট করেন নি, এবারও না। কোনো অপব্যবহারকারীকে সনাক্ত করতে পারলে সাথে সাথে প্রশাসকদের জানান, বার বার তার সম্পাদনা রিভার্ট করার প্রয়োজন নেই। এতে আরও সেই অপব্যবহারকারী মজা পেয়ে যায়। Yahya (আলাপ) ১৪:২৭, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya উইকিপিডিয়া:সম্পাদনা যুদ্ধ পাতাটা আমি পূর্বে পড়িনি কোনোদিন। এখন পড়বো। প্রশাসকরা বিশেষ:সাম্প্রতিক পরিবর্তন পাতায় সবসময় নজর রাখেন এবং ধ্বংসপ্রবণতা দেখার পর ওই অপব্যবহারকারীকে নিজে থেকেই বাধা দেবেন ভেবে আমি প্রশাসকদের আলোচনাসভায় বার্তা দেইনি। Ahmed Reza Khan (আলাপ) ১৪:২৮, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
সবকিছু নিজে থেকেই তাদের নজরে আসলে তো রিপোর্ট করার এতোগুলো মাধ্যম তৈরি করে রাখার প্রয়োজন ছিল না। দুপুরে মেইল ও আইআরসিতে নোটিফিকেশন পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছি। সব সময়/সব ক্ষেত্রে তো এরকম হবে না। Yahya (আলাপ) ১৫:০৪, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya বুঝেছি। পরবর্তীতে এরকম দেখলে প্রথমেই প্রশাসকদের জানাবো। Ahmed Reza Khan (আলাপ) ১৫:০৮, ২৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সংগ্রহশালা[সম্পাদনা]

এতো দ্রুত সংগ্রহশালায় নিলে তো আবেদনকারীই দেখতে পাবে না, তার আবেদনের ফলাফল কী হলো! তাড়াহুড়োর কিছু নেই, সংগ্রহশালায় নেওয়ার আগে কয়েকদিন অপেক্ষা করুন। Yahya (আলাপ) ১১:৪৮, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya আচ্ছা। Ahmed Reza Khan (আলাপ) ১১:৪৯, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya, এখন উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০২৪ পাতাটি তৈরি করে নতুন ব্যর্থ আবেদনটি যোগ করলাম। কিন্তু অধিকারের আবেদনের পাতা থেকে লেখাগুলো অপসারণ করিনি, যাতে আবেদনকারী তার আবেদনের ফলাফল জানতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ০৮:০৬, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
এখন যদি কেউ না জেনে দ্বিতীয়বার সংগ্রহশালায় নেয়! সাধারণ প্র‍্যাক্টিস হচ্ছে দুটো কাজ একই সাথে করা। Yahya (আলাপ) ০৭:৪২, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya, দ্বিতীয়বার কেউ সংগ্রহশালায় নিতে পারে এটা আমিও ভেবেছিলাম। আসলে আমার মূল উদ্দেশ্য ছিল উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০২৪ পাতাটি তৈরি করা। পাতাটি তৈরি করার পর খালি রেখে দেওয়া উচিত হবে কি না ভেবে ব্যর্থ আবেদনটি যোগ করে দিয়েছিলাম। আবেদনকারী তার আবেদনের ফলাফল জানার পরই আবেদনের পাতা থেকে লেখাগুলো মুছে দেবো ভেবে রেখেছি। এখন যেহেতু আবেদনকারী 'পর্যবেক্ষক' অধিকারের আবেদন করেছেন, তাই মনে হচ্ছে আগের আবেদনের ফলাফল তিনি জানতে পেরেছেন। তাই 'নিরীক্ষক' অধিকারের আবেদনের পাতা থেকে তার আবেদনের লেখাগুলো অপসারণ করে দিচ্ছি। Ahmed Reza Khan (আলাপ) ০৭:৪৮, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya, ৪ এপ্রিল বার্তা পাওয়ার পরই ফরম পূরণ করেছি। ডিজিটাল সনদপত্র কি এখনো দেওয়া শুরু হয়নি? Ahmed Reza Khan (আলাপ) ০৯:২৮, ১৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
না। Yahya (আলাপ) ০৯:৩২, ১৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Re: আপনার মেইল[সম্পাদনা]

মেইল করার জন্য ধন্যবাদ। করা হয়েছে। Yahya (আলাপ) ১৪:৪৪, ৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]