বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:KanikBot থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: মুহাম্মদ হানিফ কর্তৃক ১ দিন আগে "মুহাম্মদ হানিফ-এর প্রশ্ন (০৭:৪০, ২১ জুলাই ২০২৪)" অনুচ্ছেদে

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

Samir Devotional-এর প্রশ্ন (১৭:৩৩, ৩১ মে ২০২৪)

[সম্পাদনা]

তারিখ লিখতে ভুল হয়ে গেছে। কি করে ঠিক করবো ? --Samir Devotional (আলাপ) ১৭:৩৩, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Samir Devotional: পুনরায় সম্পাদনা করে ঠিক করে ফেলবেন। — AKanik 💬 ১১:০৮, ৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Sheikh Alhaz Uddin-এর প্রশ্ন (০৬:১৭, ৩ জুন ২০২৪)

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম ভাই ! কেমন আছেন? --Sheikh Alhaz Uddin (আলাপ) ০৬:১৭, ৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া সম্পর্কে প্রশ্ন থাকলে করতে পারেন। — AKanik 💬 ১১:০৮, ৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

R1F4T

[সম্পাদনা]

@Ahmad Kanik ভাই আমি যে টেমপ্লেটটি যোগ করেছিলাম সেটি reverse day counter। অনেক সময় নিবন্ধ সংগ্রহশালায় নেওয়ার 2 দিন বাকি থাকে কিন্তু তাও 5 দিন শো করে সেই কারণে আমি টেমপ্লেটটি যোগ করেছিলাম R1F4Tআলাপ ০২:১৯, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@R1F4T: আমি জানি আপনি টেমপ্লেটটি উন্নতির কোনো চেষ্টা করেছিলেন। তবে আপনার সম্পাদনার পর টেমপ্লেট পাতাতে ঠিক দেখালেও, {{subst:সহঅ}} দ্বারা যোগ করা মন্তব্যগুলোতে ত্রুটি হচ্ছিল, যেটি লক্ষ্য করেননি। তাই পূর্বাবস্থায় ফেরত নিতেই হত। আর সবসময় ৫ দিন দেখানো কোনো ভুল নয়। কারণ স্বাক্ষরসহ মন্তব্য করলে আমরা আশা করি না, মন্তব্যে সময়ের সাথে পরিবর্তন আসবে। স্বাক্ষরের সময় দেখে ৫ দিন পর হিসেব করি। আর সার্ভার সবসময় টেমপ্লেট:ঘড়ি জাতীয় টেমপ্লেটগুলোর আউটপুট হালনাগাদ করে না, ফলে "শোধন" জাতীয় বাটন যোগ করতে হয়। এগুলো অপ্রয়োজনীয় আমার মতে। — AKanik 💬 ০৪:১০, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আমি তাহলে আরো পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে জানাবো। R1F4Tআলাপ ০৫:১১, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমার জানামতে তো টেমপ্লেট:ঘড়ি নিবন্ধ গুলো দিনে একবার হলেও হালনাগাদ হয় R1F4Tআলাপ ০৫:১৩, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T: একবার হলেও হালনাগাদ হয় কথাটার তথ্যসূত্র প্রয়োজন। আমি তো বুঝিয়ে বললাম, তবু এই পরিবর্তন করতেই হবে? — AKanik 💬 ০৫:৪০, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
না করতেই হবে এমন নয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে দোষ কোথায়। অবশ্য টেমপ্লেট:সঅহ ছাড়াও তো কোথাও কাজে লাগতে পারে ভবিষ্যতে। তবে বুজতে পারছি এটা মডিউল দিয়ে করা গেলে ভালো হতো টেমপ্লেটের চেয়ে যেমন টেমপ্লেট:দিন আগে। R1F4Tআলাপ ০৬:০০, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmad Kanik আমার খেলাঘর কোনরূপ হালনাগাদ ছাড়াই ৪ দিন দেখাচ্ছে R1F4Tআলাপ ০৬:৪৪, ১৪ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T: তাতে কি প্রমাণ হয়? সার্ভারের লোড কি সবসময় একরকম থাকবে? লোড কম থাকলে সার্ভার নিজেই ঘনঘন হালনাগাদ করবে। তাছাড়া কম প্রদর্শিত পাতা সার্ভার ক্যাশেতে রাখতে চাইবে না। — AKanik 💬 ০৭:৩৬, ১৪ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Dil Afroz Chowdhury-এর প্রশ্ন (০৪:২৩, ১৫ জুন ২০২৪)

[সম্পাদনা]

আমি উইকিপিডিয়ায় নতুন।আমি কিভাবে অবদান রাখতে পারি? --Dil Afroz Chowdhury (আলাপ) ০৪:২৩, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Dil Afroz Chowdhury: উইকিপিডিয়া একটি বিশ্বকোষ এবং আপনি অনেকভাবে অবদান রাখতে পারেন। আপনি উইকিপিডিয়ায় আপনার আগ্রহের নিবন্ধগুলো খুঁজে পড়তে পারেন। পড়ার সময় আপনি ভাষাগত ও তথ্যগত ভুল বের করে ভুলগুলো সংশোধন করতে পারবেন। সম্পাদনা শিখতে WP:T (উৎস সম্পাদনা) ও WP:VE/UG (দৃশ্যমান সম্পাদনা) দেখুন। আপনি নিবন্ধগুলোতে তথ্য যোগ করে সম্প্রসারণ করতে পারবেন। তথ্য যোগের ক্ষেত্রে অন্য ওয়েবসাইট থেকে সরাসরি কপি করবেন না, বরং নিজের মত করে তথ্য উপস্থাপন করবেন। অন্য ভাষা থেকে অনুবাদ করে তথ্য যুক্ত করার সময় দেখবেন অনুবাদ যেন বোধগম্য হয়। দেখা যায় গুগল অনুবাদক জাতীয় যান্ত্রিক পদ্ধতি ততোটা বোধগম্য হয় না। কোনো বিষয়ে নিবন্ধ না পাওয়া গেলে আপনি নতুন নিবন্ধ শুরু করতে পারেন। প্রথম নিবন্ধ শুরুর পূর্বে WP:YFA পড়ে নিতে পারেন। এছাড়া WP:N থেকে নিশ্চিত হয়ে নিন, আপনি যে বিষয়ে নিবন্ধ তৈরি করতে চাচ্ছেন, সেটি উইকিপিডিয়ায় নিবন্ধ হবার উপযোগী কিনা। নিশ্চিত না হলে, নিবন্ধ তৈরি করবেন না। এক্ষেত্রে একটি সহজ উপায় হল, ইংরেজি উইকিপিডিয়ায় যেসব বিষয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত তথ্যযুক্ত নিবন্ধ আছে, সেগুলো অনুবাদ করা। এভাবে আপনি ধীরে ধীরে অভিজ্ঞ হলে নিবন্ধের নাম পরিবর্তন, অপসারণ আলোচনা, ছবি আপলোড, সম্পাদনা টহল ও রক্ষণাবেক্ষণসহ অনেকভাবে অবদান রাখতে পারবেন। — AKanik 💬 ০৬:৩০, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মন্ময় কবি মোজাম্মেল খান পাঠান-এর প্রশ্ন (১৮:৪০, ১ জুলাই ২০২৪)

[সম্পাদনা]

শুভ রাত্রি ! জনাব, আমি আমার সৃজনশীল সাহি কর্ম এখানে স্থাপিত করতে চাই, আমাকে সাহায্য করুন --মন্ময় কবি মোজাম্মেল খান পাঠান (আলাপ) ১৮:৪০, ১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মন্ময় কবি মোজাম্মেল খান পাঠান: উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। এখানে নিজের সাহিত্য কর্ম প্রকাশ করা হয় না। আরো জানতে পড়ুন উইকিপিডিয়া কি নয়?। — AKanik 💬 ১৩:৩১, ২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Mab Sujan নিয়ে Mab Sujan-এর প্রশ্ন (১৩:৫৯, ২ জুলাই ২০২৪)

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম, নি‌জের পাতা কিভা‌বে তৈ‌রি কর‌বো? অনুগ্রহপূর্বক জানা‌বেন। --Mab Sujan (আলাপ) ১৩:৫৯, ২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Mab Sujan: ওয়ালাইকুম আসসালাম। নিজের পাতা বলতে কি বুঝিয়েছেন? যদি ব্যবহারকারী পাতা বুঝিয়ে থাকেন, তবে এখানে গেলে তা পাওয়া যাবে। — AKanik 💬 ১৪:২৪, ২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মদ হানিফ-এর প্রশ্ন (০৭:৩৬, ২১ জুলাই ২০২৪)

[সম্পাদনা]

জনগণ দিয়ে সরকার জনগণের ঊর্ধ্বে সরকার নয়, পুলিশ হচ্ছে জনগণের জান মালের পাহারাদার ওরা কিভাবে জনগণের বুকে গুলি চালাতে পারে, আমি নিন্দা ও ধিক্কার জানাই, এ সরকার ও পুলিশকে --মুহাম্মদ হানিফ (আলাপ) ০৭:৩৬, ২১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মদ হানিফ-এর প্রশ্ন (০৭:৪০, ২১ জুলাই ২০২৪)

[সম্পাদনা]

প্রিয় দ্বীনি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু --মুহাম্মদ হানিফ (আলাপ) ০৭:৪০, ২১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন