ব্যবহারকারী:Owais Al Qarni/আহমদুল্লাহ
আল্লামা হাফেজ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম | |
---|---|
প্রধান মুফতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৯২ | |
নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ নভেম্বর ২০২০ | |
সহ-সভাপতি, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৪ নভেম্বর ২০১৯ | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশি |
পিতামাতা |
|
জাতিসত্তা | বাঙালি |
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | হাদিস, ফিকহ, লেখালেখি, তাসাউফ, যুক্তিবিদ্যা |
উল্লেখযোগ্য কাজ | মাশায়েখে চাটগাম (২ খণ্ড) |
যেখানের শিক্ষার্থী | |
মুসলিম নেতা | |
যাদের প্রভাবিত করেন
| |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
আহমদুল্লাহ (জন্ম: ১২ মে ১৯৪১) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, মুফতি, শিক্ষাবিদ, ইসলামি বক্তা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও শায়খে সানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি, ইসলামি ফিকহ বোর্ড বাংলাদেশের পৃৃৃৃষ্ঠপোষক এবং সেচ্ছাসেবী সংগঠন সালসাবিলের প্রধান উপদেষ্টা। তিনি মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর শিষ্য। মুফতি বা ফতোয়া প্রদানকারী হিসেবে তার পরিচিতি রয়েছে। এছাড়াও তিনি কয়েকটি মাদ্রাসা ও সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন।
জন্ম ও বংশ
[সম্পাদনা]আহমদুল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ ইসা।[১][২][৩]
শিক্ষাজীবন
[সম্পাদনা]পিতার কাছে ৭ বছর বয়সে তিনি কুরআনের নাজেরা শেষ করেন। অতঃপর ১৯৪৮ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে ১০ বছর বয়সে কুরআনের হেফজ (মুখস্থ) সমাপ্ত করে কিতাব বিভাগে অধ্যায়ন শুরু করেন। ১৯৬৩ সালে ২১ বছর বয়সে তিনি জিরি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করে জামিয়া আশরাফিয়া, লাহোরে ভর্তি হন। সেখানে দাওরায়ে হাদিসের কিতাবাদি আবারও অধ্যায়ন করেন। এখানে তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মুহাম্মদ ইদ্রিস কান্ধলভি, রাসূল খান, ফয়েজ আলী শাহ, জামিল আহমদ থানভী, আবদুর রহমান আম্রছড়ি, উবায়দুল্লাহ আম্রছড়িসহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তি। তারপর তিনি পাকিস্তানের মুলতান শহরে চলে যান। এখানের প্রসিদ্ধ ইসলামি বিশ্ববিদ্যালয় জামিয়া খায়রুল মাদারিসে ভর্তি হয়ে মুহাম্মদ শরীফ কাশ্মীরির তত্ত্বাবধানে স্নাতকোত্তর পরবর্তী কিতাবাদি অধ্যায়ন শুরু করেন। সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য তার শিক্ষক তাকে “বাঙ্গাল কা খরকে আদত” (বাঙালি ছাত্রদের বিরল প্রতিভা) উপাধিতে ভূষিত করেন। এরপর দারুল উলুম করাচীতে মুফতি শফী উসমানীর তত্ত্বাবধানে ফতোয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে মুহাম্মদ তাকি উসমানী তার সহপাঠী ছিলেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৬৮ সালে দেশে প্রত্যাবর্তন করে তিনি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরিতে অধ্যাপনা শুরু করেন। ২৩ বছর অধ্যাপনা করার পর হাজী মুহাম্মদ ইউনুসের অনুরোধে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় যোগদান করেন। বর্তমানে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] ২০১৯ সালের শেষ দিকে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি নিযুক্ত হন।[৪] ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি সংগঠনটির নায়েবে আমীর বা সহ-সভাপতি নির্বাচিত হন।[৫][৬] এছাড়াও তিনি ইসলামি ফিকহ একাডেমি বাংলাদেশের পৃষ্ঠপোষক এবং সালসাবিল সংগঠনের প্রধান উপদেষ্টা।[১][৭][৮]
তাসাউফ
[সম্পাদনা]তিনি মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর কাছে বায়’আত গ্রহণ করেন এবং খেলাফত লাভ করেন।[৯]
প্রকাশনা
[সম্পাদনা]তিনি তার নানার অসমাপ্ত কাজ “মাশায়েখে চাটগাম” সমাপ্ত করেছেন, যা ২ খন্ডে প্রকাশিত হয়েছে। তার অন্যান্য রচনাসমূহের মধ্যে রয়েছে :
- যুগোপযোগী দশ মাসায়েল (আরবি)
- অনুবাদঃ হুমায়ুন খবির খালভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- মাযহাব ও মাযহাবের প্রয়োজনীয়তা
- তাসকীনুল খাওয়াতীর (ব্যাখ্যাগ্রন্থ)
- মহিমান্বিত রমজান
- মাসায়েলে রমজান
- নাফহাতুল আহমদিয়া ফি খুতুবাতিল মিম্বারিয়া (আরবি) ইত্যাদি
- অনুবাদঃ মুহাম্মদ হাবিবুল্লাহ [১০]
তার সম্পাদিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে:
- গায়রে মুকাল্লিদের ইন্টারভিউ-১ ইত্যাদি
আরও দেখুন
[সম্পাদনা]- আজিজুল হক
- ছিদ্দিক আহমদ
- শাহ আহমদ শফী
- হারুন ইসলামাবাদী
- হাজী মুহাম্মদ ইউনুস
- আব্দুল হালিম বুখারী
- জমির উদ্দিন নানুপুরী
- আ ফ ম খালিদ হোসেন
- সুলতান আহমদ নানুপুরী
- দেওবন্দি ব্যক্তিত্বের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ নিজামী, মাহবুবুর রহমান (২০২০-০৮-২৬)। "মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী"। কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ ক খ খসরু, আতাউর রহমান (২০ মার্চ ২০২০)। "করোনা ভাইরাসের প্রশ্ন নিয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে আলোচনা"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৮।
- ↑ শরীফ, কাসেম (২৪ অক্টোবর ২০১৪)। "মানব অঙ্গ-প্রত্যঙ্গের ক্রয়-বিক্রয় ও দানের বিধান"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৪।
- ↑ "'আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ' এর সাধারণ সভার সিদ্ধান্তসমূহ"। আল-জামেয়া আল- ইসলামীয়া পটিয়া। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩।
- ↑ "হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।
- ↑ "হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ"। সময় নিউজ টিভি। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।
- ↑ ডেস্ক, ইসলামের আলো (৭ অক্টোবর ২০১৯)। "চট্টগ্রামের পটিয়ায় সওতুল কুরআন সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত"। দৈনিক সময়ের আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৪।
- ↑ "'ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশে'র তৃতীয় ফিকহি সেমিনার"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।
- ↑ "বয়ান করেন হাফেজ্জীর হুজুরের খলীফা হাফেজ আহমদুল্লাহ"। ইসলামী আন্দোলন.ওআরজি। ২০১৭-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৯।
- ↑ খালিদ হোসেন, আ ফ ম (২০১৭)। "গ্রন্থ পর্যালোচনা, আল্লামা মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.)-বিরচিত - আন-নাফহাতুল আহমাদিয়া"। মাসিক আত তাওহীদ।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- জ্ঞান ও আদর্শে অসাধারণ এক ব্যক্তিত্ব - ইজাজুল হক
- শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃষ্ঠা ১৪৩–১৪৪।
- নিজামী, মাহবুবুর রহমান (২০২০-০৮-২৬)। "মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী"। কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]* {{ইউটিউব|6n8WZcNqVoM|আহমদুল্লাহর সাক্ষাৎকার}} * {{ইউটিউব|ukJASZ9Zrbw|আহমদুল্লাহর ওয়াজ}} {{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}} {{বাংলাদেশি দেওবন্দি}} {{প্রবেশদ্বার দন্ড|জীবনী}} {{পূর্বনির্ধারিতবাছাই:উল্লাহ, আহমদ}} [[বিষয়শ্রেণী:১৯৪১-এ জন্ম]] [[বিষয়শ্রেণী:দেওবন্দি ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশী মুফতি]] [[বিষয়শ্রেণী:চট্টগ্রাম জেলার ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:সুন্নি ইসলামের পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:হানাফি ফিকহ পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:ইসলামি ব্যক্তিত্ব]] [[বিষয়শ্রেণী:ইসলামি চিন্তাবিদ]] [[বিষয়শ্রেণী:ইসলামের মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:ইসলামের সুন্নি মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশী ইসলামপন্থী]] [[বিষয়শ্রেণী:হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর]] [[বিষয়শ্রেণী:চট্টগ্রাম জেলার ইসলামি ব্যক্তিত্ব]] [[বিষয়শ্রেণী:হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা]] [[বিষয়শ্রেণী:জামিয়া আশরাফিয়া, লাহোরের প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুফতি]]