জামিয়া খায়রুল মাদারিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামিয়া খায়রুল মাদারিস
ধরনইসলামি বিশ্ববিদ্যালয়
স্থাপিত৯ মার্চ ১৯৩১ (৯৩ বছর আগে) (1931-03-09)
রেক্টরমুহাম্মদ হানিফ জলন্ধরী
অবস্থান, ,
ওয়েবসাইটkhairulmadaris.com.pk

জামিয়া খায়রুল মাদারিস পাকিস্তানের মুলতান শহরে অবস্থিত একটি ইসলামি বিশ্ববিদ্যালয়। মূলত এটি ১৯৩১ সালের ৯ মার্চ ভারতের জলন্ধরে প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে ১৯৪৭ সালের ৮ অক্টোবর পাকিস্তানের মুলতানে তার বর্তমান অবস্থানে চলে আসে।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৩১ সালের ৯ মার্চ আশরাফ আলী থানভীর পরামর্শে খায়ের মুহাম্মদ জলন্ধরী ভারতের জলন্ধরে এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং থানভি এর প্রথম পৃষ্ঠপোষক ছিলেন। [২] পরবর্তীতে শাব্বির আহমেদ উসমানি, শামসুল হক আফগানি সহ প্রমুখ এর পৃষ্ঠপোষকতা করেন। ১৯৪৭ সালের ৮ অক্টোবর এটি পাকিস্তানের মুলতানে পুনরায় প্রতিষ্ঠিত হয়। এর প্রথম নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে রয়েছে: মুহাম্মাদ শফী উসমানী, মুহাম্মদ ইদ্রিস কান্ধলভি, জাফর আহমদ উসমানী, শামসুল হক আফগানি সহ প্রমুখ।

খায়রুল মাদারিস ১৯৭০ সালে মহিলা শাখা চালু করে। [৩]

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • ওবাইদ উল্লাহ আজাদ, পাঞ্জাবের দেওবন্দি ইসলামের বিবর্তন ও প্রভাব, পিপি। ৩৮-৩৯

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bilal, Fakhar (২০১৮)। BUILDING ISLAM: JAMIA KHAIR UL MADARIS, MULTAN, PAKISTAN, 1947-2001 (পিডিএফ) (গবেষণাপত্র)। UK: Royal Holloway College, University of London 
  2. বিলাল, ফকির। "জলন্ধর (ভারত) থেকে মুলতান (পাকিস্তান): জামিয়া খায়ের উল মাদারিসের প্রতিষ্ঠা, ১৯৩১—১৯৫১" (পিডিএফ)। রিসার্চ সোসাইটি অফ পাকিস্তান। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০ 
  3. বেনো, মাসুদা। মহিলা ইসলামী শিক্ষার আন্দোলন: ইসলামি জ্ঞানের পুনঃ গণতান্ত্রিকীকরণ (২০১৭ সংস্করণ)। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৯১। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০