বগাচতর ইউনিয়ন
বগাচতর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বগাচতর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৯২°১৬′৪৭″ পূর্ব / ২২.৯৪৩০৬° উত্তর ৯২.২৭৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | লংগদু উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আব্দুর রশিদ |
আয়তন | |
• মোট | ৬২.১৬ বর্গকিমি (২৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,০৪৩ |
• জনঘনত্ব | ২৭০/বর্গকিমি (৭১০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বগাচতর বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বগাচতর ইউনিয়নের আয়তন ১৫,৩৬০ একর (৬২.১৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বগাচতর ইউনিয়নের লোকসংখ্যা ১৭,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ৮,৯২২ জন এবং মহিলা ৮,১২১ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
লংগদু উপজেলার পূর্বাংশে বগাচতর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব নৌপথে প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গুলশাখালী ইউনিয়ন; পূর্বে ও দক্ষিণে ভাসান্যাদম ইউনিয়ন এবং পশ্চিমে কাপ্তাই হ্রদ, লংগদু ইউনিয়ন ও মাইনীমুখ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বগাচতর ইউনিয়ন লংগদু উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লংগদু থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মুসলিম ব্লক
- জালিয়া পাড়া
- বৈরাগী বাজার
- উত্তর ঠেকাপাড়া
- দক্ষিণ ঠেকাপাড়া
- হেডম্যান পাড়া
- জারুল বাগান
- লোহাকাঠ বাগান
- ডুলুছড়ি
- গুইছড়ি
- হেদালত ছড়া
- রাঙ্গীপাড়া বাজার
- শাল বাগান
- রহমতপুর
- গাউছপুর
- আশরাফ নগর
- ৯নং নতুন পাড়া
- ১০নং নতুন পাড়া
- জব্বার মেম্বার পাড়া
- হারিছ খন্দকার পাড়া
- সিরাজ সর্দার পাড়া
- শামছু সর্দার পাড়া
- শিবেরেগা
- আজিজুল হক পাড়া
- সিদ্দিক পাড়া
- ধনু সর্দার পাড়া
- মহাজন পাড়া
- ফোরের মুখ
- সাদেক সর্দার পাড়া
- চৌধুরী পাড়া
- মকবুল হোসেন পাড়া
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
বগাচতর ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.৬৬%।[১] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উগলছড়ি মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাঁথাছড়া গাউছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জারুল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঠেকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মারিশ্যাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেটাইন্যামাছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফোরের মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মারিশ্যাচর মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
রাঙ্গামাটি জেলা সদর বা লংগদু উপজেলা সদর থেকে বগাচতর ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।[৬]
খাল ও নদী[সম্পাদনা]
বগাচতর ইউনিয়নের পশ্চিম সীমান্তে রয়েছে কাপ্তাই হ্রদ।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
বগাচতর ইউনিয়নের প্রধান ৬টি হাট-বাজার হল বৈরাগী বাজার, নতুন বাজার, রাঙ্গীপাড়া বাজার, গাউছপুর বাজার, ফোরের মুখ বাজার এবং ব্রীজ ঘাট বাজার।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- গুইছড়ি ঝর্ণা
- লোহাকাঠ বাগান
- কাপ্তাই হ্রদ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
মোঃ আব্দুর রশিদ
১৯ ৭৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করে আসছেন ওনার নেতৃত্বে বগাচতর ইউনিয়নে অসংখ্য আওয়ামী লীগ পরিবারের লোক বৃদ্ধি পায়,,, যে কারণে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে সরকার উনাকে বেছে নেয়
- ।[১০]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- 1/সাবেক প্রজেক্ট মেম্বার
- 2/তিনবারের আওয়ামী লীগ সভাপতি ইউনিয়ন
- 3/সাবেক ইউনিয়ন চেয়ারম্যান
- জনাব মোঃ আব্দুর রশিদ
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "লংগদু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে ইউপি - বগাচতর ইউনিয়ন-"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। bogachattarup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41406&union=03[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - বগাচতর ইউনিয়ন-"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রাকৃতি ও নদনদী - বগাচতর ইউনিয়ন-"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - বগাচতর ইউনিয়ন-"। bogachattarup.rangamati.gov.bd।
- ↑ "দর্শনীয় স্থান - বগাচতর ইউনিয়ন-"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব"। bogachattarup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]