মুহাম্মদ এনামুল বারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত)

এনামুল বারী
এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী (১).jpg
আনুগত্য বাংলাদেশ
সার্ভিস/শাখাবাংলাদেশ বিমান বাহিনী
কার্যকাল১৯৮১ - ২০১৫
পদমর্যাদাBritish RAF OF-8.svg এয়ার মার্শাল
Air Marshal star plate.svg

এয়ার মার্শাল এনামুল বারী ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ১৩তম প্রধান। ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] এনামুল '৮১ সালে কমিশন পেয়েছিলেন। ৩০ বছরেরও বেশি সময় চাকরি করার পর তিনি ১২ জুন, ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি প্রায় চার বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ বিমানের চেয়ারপারসন হিসেবে সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান তার স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

সামরিক দপ্তর
পূর্বসূরী
এয়ার মার্শাল শাহ মোঃ জিয়াউর রহমান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
১২ জুন, ২০১২ ~ ১২ জুন ২০১৫
উত্তরসূরী
এয়ার চীফ মার্শাল আবু এসরার