বাংলাদেশ–লুক্সেমবুর্গ সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশ-লুক্সেমবুর্গ সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ-লুক্সেমবুর্গ সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Luxembourg অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

লুক্সেমবুর্গ

বাংলাদেশ-লুক্সেমবুর্গের সম্পর্ক বলতে বাংলাদেশ এবং লুক্সেমবুর্গের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বোঝায়। লুক্সেমবুর্গ ১৯৭২ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়।[১]

রাষ্ট্রীয় সফর[সম্পাদনা]

২০০৩ সালে লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস মারিয়া তেরেসা বাংলাদেশ সফর করেন, সেখানে তিনি একটি ইউনেস্কো প্রকল্প উদ্বোধন করেন।[২] সফরকালে তিনি লুক্সেমবার্গ আদালতের মার্শাল জঁ জাক কাসেল এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। [৩] তিনি পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন এবং লিঙ্গ সমতা, শিক্ষা, ক্ষুদ্রঋণ এবং টিকা দান নিয়ে আলোচনা করেন।[৪]

কূটনীতি[সম্পাদনা]

বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত লাক্সেমবার্গের স্বীকৃতিপ্রাপ্ত। [৫]

অর্থনৈতিক সহযোগিতা[সম্পাদনা]

বাংলাদেশ ও লুক্সেমবুর্গ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের জন্য তাদের আগ্রহ দেখিয়েছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্য প্রচারের জন্য বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কমার্স (বিবিসিসিএল) লুক্সেমবুর্গ নামে একটি সংস্থা রয়েছে।[৬]

দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসারের পিছনে অন্যতম প্রধান বাধা হ'ল জার্মানি এবং বেলজিয়ামের মাধ্যমে লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্য পরিবহনের জটিলতা যা পরিবহন ব্যয় বৃদ্ধি করে। [৭] বিশেষজ্ঞরা লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্যের একটি হাব পয়েন্ট স্থাপনের উপর জোর দিয়েছেন। [৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. International Relations of Bangladesh and Bangabandhu Sheikh Mujibur Rahman: 1971-1973। Parama in association with UBS Publishers' Distributors, New Delhi। ১৯৯৯। পৃষ্ঠা xl। 
  2. UNESCO. Son Altesse Royale la Grande-Duchesse Maria Teresa de Luxembourg inaugure un projet de l’UNESCO au Bangladesh
  3. "Duchess of Luxembourg calls on President"। Organisation of Asia-Pacific News Agencies। ২৩ নভেম্বর ২০০৩। 
  4. "Bangladesh FM makes courtesy call on Grand Duchess of Luxembourg"। Organisation of Asia-Pacific News Agencies। ২৪ নভেম্বর ২০০৩। 
  5. "Duke Visit"। United News of Bangladesh Limited। ২৩ জুলাই ২০০৩। 
  6. "Luxembourg Chamber head visits CCCI"The Financial Express। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪ 
  7. "Bangladesh-Luxembourg Business Ties Stress on initiatives to dig out untapped trade potentials"Daily Sun। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪ 
  8. "Luxembourg can be hub for Bangladeshi products"The Independent। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪