প্রভাত সংগীত (রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভাত সংগীত
Prabhat Sangeet 1st edition (1883) title page, in Bengali, black and white
প্রভাত সংগীত প্রথম সংস্করণের (১৮৮৩) প্রচ্ছদ
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশব্রিটিশ ভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশিত১৮৮৩
পরবর্তী বইসন্ধ্যা সঙ্গীত (১৮৮২) 

প্রভাত সংগীত হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ।[১] বইটি ১৮৮৩ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়।[২] রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ববর্তী কাব্যগ্রন্থের নাম ছিল সন্ধ্যা সঙ্গীত (১৮৮২)।[৩][৪] কাব্যগ্রন্থটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি জীবনের দ্বিতীয় ধাপের সমাপ্তি হিসেবে গণ্য করা হয়।[৫]

বিষয়বস্তু[সম্পাদনা]

প্রভাত সংগীত গ্রন্থে রবীন্দ্রনাথ প্রকৃতি ও বিশ্বের আনন্দময়তার জয়গান গেয়েছেন।[৪] এছাড়াও তিনি তার "জীবন-স্মৃতি" গ্রন্থে শৈশবের স্মৃতিমন্থন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাখ্যায়:

“অবশেষে একদিন সেই রুদ্ধ দ্বার জানি না কোন্ ধাক্কায় হঠাৎ ভাঙিয়া গেল, তখন, যাহাকে হারাইয়াছিলাম, তাহাকে পাইলাম। শুধু পাইলাম তাহা নহে, বিচ্ছেদের ব্যবধানের ভিতর দিয়া তাহার পূর্ণতর পরিচয় পাইলাম। সহজকে দুরূহ করিয়া তুলিয়া যখন পাওয়া যায় তখনই পাওয়া সার্থক হয়। এইজন্য আমার শিশুকালের বিশ্বকে প্রভাত-সংগীতে যখন আবার পাইলাম তখন তাহাকে অনেক বেশি পাওয়া গেল। এমনি করিয়া প্রকৃতির সঙ্গে সহজ মিলন, বিচ্ছেদ ও পুনর্মিলনে জীবনের প্রথম অধ্যায়ের একটা পালা শেষ হইয়া গেল।”[৬]

এই কাব্যগ্রন্থে ১৮টি কবিতা রয়েছে। যথা:

  1. আহ্বান সংগীত
  2. নির্ঝরের স্বপ্নভঙ্গ
  3. প্রভাত-উৎসব
  4. অনন্ত জীবন
  5. অনন্ত মরণ
  6. পুনর্মিলন
  7. প্রতিধ্বনি
  8. মহাস্বপ্ন
  9. সৃষ্টি স্থিতি প্রলয়
  10. কবি
  11. বিসর্জন
  12. তারা ও আঁখি
  13. সূর্য ও ফুল
  14. সম্মিলন
  15. স্রোত
  16. চেয়ে থাকা
  17. সাধ
  18. সমাপন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রবীন্দ্রনাথ ঠাকুর (১৫ এপ্রিল ২০১১)। The Essential Tagore। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ২৫৬–। আইএসবিএন 978-0-674-05790-6 
  2. অমর নাথ প্রসাদ; এস জন পিটার জোসেফ (২০০৬)। Indian Writing In English:Critical Rum.(part-2)। সরুপ অ্যান্ড সন্স। পৃষ্ঠা ১৮–। আইএসবিএন 978-81-7625-725-1 
  3. "কবিগুরুর সাহিত্যকর্ম"risingbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮ 
  4. বাশাবি ফ্রেজার (১৫ সেপ্টেম্বর ২০১৯)। Rabindranath Tagore। রিকশন বুকস। পৃষ্ঠা ৯১–। আইএসবিএন 978-1-78914-178-8 
  5. হিরণ্ময় ব্যানার্জি (১৯৮১)। Rabindranath Tagore। প্রকাশনা বিভাগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পৃষ্ঠা ৫৬–। আইএসবিএন 978-81-230-2270-3 
  6. রবীন্দ্রনাথ ঠাকুর। "প্রভাত-সংগীত"। জীবন-স্মৃতি। পৃষ্ঠা ২৩৯।