কালমৃগয়া
কালমৃগয়া হল ১৮৮২ খ্রীস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা নাটক।[১][২][৩] এটি তাঁর লেখা দ্বিতীয় গীতিনাট্য।[১] রবীন্দ্রনাথ বাল্মিকীকৃত রামায়ণের উপাখ্যান (রাজা দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ) অবলম্বনে নাটকটি রচনা করেন।[৩][৪] তিনি বিলাতি সুুরকেও নিজস্ব ঢংয়ে মিশিয়ে নাটকটিকে মাধুর্যমন্ডিত করে তোলেন।[১] তিনি বিলাত থেকে কলকাতায় ফিরে এসে এই গীতিনাট্যটি রচনা করেন।[১]
চরিত্র
[সম্পাদনা]- অন্ধ ঋষি
- ঋষিকুমার
- দশরথ
- লীলা
- বনদেবীগণ (৪ জন)
- বনদেবতা
- শিকারীগণ (৩ জন)
- বিদূষক
কাহিনী সারাংশ
[সম্পাদনা]অন্ধ ঋষি তাঁর পুত্রকে পিপাসা নিবারণের জন্য জল আনতে বলেন। রাতের ভয়ানক পরিস্থিতিতেও ঋষি কুুুমার সরযূ নদীতে যান জল সংগ্রহ করতে। রাজা দশরথ শিকারে বেরিয়ে হরিণশাবক ভেবে বাণ ছুঁড়েন আর তাতে ভুলবশত ঋষি কুমার বিদ্ধ হন।
তারপর দশরথ মৃতদেহ নিয়ে আসেন অন্ধ ঋষির কাছে। অসীম বেদনায় জর্জরিত হয়ে তিনি দশরথকে পুত্রশোকের অভিশাপ দেন। কিন্তু শেষে দশরথের আকুতির দরুন অন্ধ ঋষি তাঁকে ক্ষমা করে দেন।[১][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "কালমৃগয়া – একটি প্রাসঙ্গিক রবীন্দ্র মঞ্চপ্রয়াস"। জুন ২২, ২০১৮। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৬, ২০২০।
- ↑ রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন, সাহিত্য ও দর্শন – বঙ্গভারতী
- ↑ ক খ গ "Dance-drama 'KaalMrigaya' at Nat'l Museum today"। Dance-drama ‘KaalMrigaya’ at Nat’l Museum today | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৬।
- ↑ "নৃত্যশৈলীর বৈচিত্রে উজ্জ্বল 'কালমৃগয়া'"। www.desh.co.in। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭।