ঘরে-বাইরে (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ঘরে বাইরে (উপন্যাস) থেকে পুনর্নির্দেশিত)
ঘরে-বাইরে গ্রন্থের প্রচ্ছদ

ঘরে-বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।[১][২] এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯১৬ সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।

ঘরে-বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসের প্রকাশকাল ১৯১৬। ১৯৮৪ সালে প্রখ্যাত ভারতীয় চিত্রপরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেন।

বিষয়বস্তু[সম্পাদনা]

স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও এই কাহিনীর নায়িকা বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকর্ষিত। একদিকে বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা অন্যদিকে তিনটি মানুষের জীবনে টানাপোড়ন - রাজনীতি ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এই দুই মিলে উপন্যাস।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rabindranath Tagore"poetrabindranathtagore.tripod.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১০ 
  2. "Bengali"www.visvabharati.ac.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১০ 
  3. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)