নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০২
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যপ্রফেসর ড. আনোয়ার হোসেন
ঠিকানা
১১১/২ কাওলা জামে মসজিদ রোড, দক্ষিণখান, ঢাকা, বাংলাদেশ
, ,
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙনীল, সবুজ ও তামাটে             
সংক্ষিপ্ত নামএন.ইউ.বি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটnub.ac.bd
মানচিত্র

নর্দান ইউনিভার্সিটি বা নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়।[১] এটি ঢাকা শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল ,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ,বস্ত্র প্রকৌশল ,ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি,ইংরেজি,বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।

উপাচার্য[সম্পাদনা]

নিম্নোক্ত ব্যক্তিবর্গ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ​হিসেবে দায়িত্ব পালন করেন:

অনুষদ এবং বিভাগ সমূহ[সম্পাদনা]

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধীনে ১১ টি বিভাগ রয়েছে।

ব্যবসা অনুষদ[সম্পাদনা]

ব্যবসায় প্রশাসন বিভাগ

  • বিবিএ (ব্যবসা প্রশাসনে স্নাতক) ৪ বছর
  • এমবিএ (ব্যবসা প্রশাসনে মাস্টার) ১-২ বছর
  • এমবিএম (ব্যাংক ব্যবস্থাপনার মাস্টার) ১-২ বছর

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ[সম্পাদনা]

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ

  • বি.এসসি. সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে

ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ

  • বি.এসসি. ইসিই (ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ

  • বি.এসসি. ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
  • বি.এসসি. ডিপ্লোমা হোল্ডারদের জন্য ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৩-বছরের প্রোগ্রামে

টেক্সটাইল প্রকৌশল বিভাগ

  • বি.এসসি. টিই (টেক্সটাইল প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
  • বি.এসসি. ইবিটিএক্স (টেক্সটাইল প্রকৌশল) (সন্ধ্যা) ৩ বছরের প্রোগ্রামে

কলা ও মানবিক অনুষদ[সম্পাদনা]

ইংরেজি বিভাগ

  • ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) (৪-বছরের প্রোগ্রাম)
  • ইংরেজিতে মাস্টার অফ আর্টস (১-২ বছরের প্রোগ্রাম)
  • এমইএএল (ইংরেজি ভাষায় মাস্টার অফ আর্টস) ১-২ বছর

উন্নয়ন ও শাসন অধ্যয়ন বিভাগ

  • এমজিএস (শাসন অধ্যয়নে মাস্টার) ১ বছরের প্রোগ্রাম

আইন অনুষদ[সম্পাদনা]

আইন বিভাগ

  • এলএলবি (আইন বিষয়ে স্নাতক) ৪ বছরের প্রোগ্রাম
  • এলএলএম (আইনের মাস্টার) ১-২ বছরের প্রোগ্রাম

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

ফার্মেসি বিভাগ

  • বি.ফার্ম. (ফার্মেসিতে স্নাতক সম্মাননা) ৪ বছরের প্রোগ্রাম

জনস্বাস্থ্য বিভাগ

  • এমপিএইচ (মাস্টার অফ পাবলিক হেলথ) ১-২ বছরের প্রোগ্রাম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২ 
  2. "চবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই"জাগো নিউজ। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "নর্দান ইউনিভার্সিটি - উপাচার্য পদে যোগদান অধ্যাপক আনোয়ারের"সমকাল। ২৯ নভেম্বর ২০২১। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১ 

আরও দেখুন[সম্পাদনা]

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা

বহিঃসংযোগ[সম্পাদনা]