দ্বাদশ শিব মন্দির, সাতক্ষীরা
দ্বাদশ শিব মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে অবস্থিত একটি শিব মন্দির। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে স্বীকৃত।
অবস্থান[সম্পাদনা]
সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুধহাটা ইউনিয়নে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
জমিদার বাবু রাজবংশী প্রায় ২৫০ বছর পূর্বে মন্দিরটি নির্মাণ করেন। নির্মাণকাল এখানে ১২ টি শিব মন্দির এবং একটি কালী মন্দির নির্মিত হয়। তবে কালের করাল গ্রাসে বর্তমানে ৬ টি শিব মন্দির এবং একটি কালী মন্দির টিকে আছে।[১]
পূজা অর্চনা[সম্পাদনা]
মন্দিরে প্রাত্যহিক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। রাসপূর্ণিমা তিথিতে এবং বাৎসরিক জগদ্ধাত্রী পূজো[২] সাড়ম্বরে আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তিতে মন্দিরে শিবের মাথায় জলদান করা হয়।
যাতায়াত[সম্পাদনা]
সাতক্ষীরা জেলা সদরের বাস টার্মিনাল থেকে বাসে করে সরাসরি বুধহাটা বাজারে এসে পায়ে হেটেই শিব মন্দিরে চলে যাওয়া যায়। বাজার থেকে মন্দিরের দূরত্ব তিন মিনিটের হাঁটা পথ।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বুধহাটা-দ্বাদশ-শিব-ও-কালী-মন্দির[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দৈনিক দৃষ্টিপাত"। ৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।