বিষয়বস্তুতে চলুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০

২০২৫ 
তালিকাবদ্ধ ভোটার২৪,৫৩,১৯৪
ভোটের হার২৯.০০%(হ্রাস১৯.৪pp)
মেয়র নির্বাচন
১ ফেব্রুয়ারি ২০২০
 
মনোনীত শেখ ফজলে নূর তাপস ইশরাক হোসেন
দল আ.লীগ বিএনপি
জনপ্রিয় ভোট ৪,২৪,৫৯৫ ২,৩৬,৫১২
শতকরা ৬০.৭৬% ৩৩.৮৫%

পূর্ববর্তী মেয়র

সাঈদ খোকন
আ.লীগ

নির্বাচিত মেয়র

শেখ ফজলে নূর তাপস
আ.লীগ

কাউন্সিলর নির্বাচন
১ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০টি আসন
দলনেতা আসন +/–
আ.লীগ শেখ ফজলে নূর তাপস ৮১ +৪৪
বিএনপি ইশরাক হোসেন +২
বিজেপি +১
স্বতন্ত্র -৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচন ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে মোট ৬ জন প্রধান প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়লাভ করেন।[] দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশরাক হোসেন[]

এটি ২০২০ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে পরিচালিত বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচনগুলির মধ্যে একটি। এর আগে দেশটিতে ইভিএমের সীমিত ব্যবহার ছিল। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইভিএম গ্রহণে সমর্থন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারাসহ অন্যান্য দলের নেতারা বলেছেন, তারা আশঙ্কা করছেন যে মেশিনগুলো ভোট কারচুপির জন্য ব্যবহার করা হবে। একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে মেশিনগুলিতে ভোটার-যাচাইকৃত কাগজের অডিট ট্রেল নেই।[][][] বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। ৩ মার্চ ২০২০-এ, ইশরাক হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।

আদালতের রায়

[সম্পাদনা]

২৭ মার্চ ২০২৫-এ, ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় প্রদান করেন। রায়ে শেখ ফজলে নূর তাপসএর মেয়র পদে বিজয় বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ও বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এই রায়ের ফলে প্রায় পাঁচ বছর পর নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়। এরপর ২৮ এপ্রিল ২০২৫, তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

মেয়র নির্বাচনের ফলাফল

[সম্পাদনা]
মেয়র নির্বাচনের ফলাফল[]
প্রার্থীদলভোটশতাংশ+/-
শেখ ফজলে নূর তাপসআওয়ামী লীগ৪২৪,৫৯৫৬০.৭৬নতুন
ইশরাক হোসেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল২৩৬,৫১২৩৩.৮৫নতুন
আব্দুর রহমানইসলামী আন্দোলন২৬,৫২৫৩.৮নতুন
সাইফুদ্দিন আহমেদ মিলনজাতীয় পার্টি (এরশাদ)৫,৫৯৩০.৮০নতুন
বাহরানে সুলতান বাহারন্যাশনাল পিপলস পার্টি৩,১৫৫০.৪৫নতুন
আখতারুজ্জামান আলিয়াস আয়াতুল্লাহবাংলাদেশ কংগ্রেস২,৪২১০.৩৪নতুন
বাতিল ব্যালট ১২,৬৮৭১.৭৮-
সংখ্যাগরিষ্ঠতা ১,৮৮,০৮৩২৬.৯১+১.৬৪
ভোটদান ৭,১১,৪৮৮২৯.০০-১৯.৪
মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২৪,৫৩,১৯৪-
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে সুয়িঙ

কাউন্সিলর নির্বাচনের ফলাফল

[সম্পাদনা]
২০২০ ডিএসসিসির কাউন্সিলর নির্বাচনের ফলাফল (দলগতভাবে)
দল আসন
সাধারণ কাউন্সিলর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোট কাউন্সিলর
বাংলাদেশ আওয়ামী লীগ ৬১ ২০ ৮১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় পার্টি  
স্বতন্ত্র প্রার্থী
মোট আসন ৭৫ ২৫ ১০০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দ্য ডেইলি স্টার's coverage of the 2020 Dhaka City Polls"দ্য ডেইলি স্টার
  2. "Atiqul and Taposh elected Dhaka's new guardians"ঢাকা ট্রিবিউন। ২ ফেব্রুয়ারি ২০২০।
  3. "First major EVM-only polls: Big test for Election Commission"দ্য ডেইলি স্টার। ২৯ জানুয়ারি ২০২০।
  4. "Analysis: Debates continue over EVM use in Dhaka city election"Daily Sun
  5. "Voters keep off"দ্য ডেইলি স্টার। ২ ফেব্রুয়ারি ২০২০।
  6. "Dhaka South City election result"দৈনিক প্রথম আলো। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)