ডোগরি ভাষাভাষী অনুয়ায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডোগরি ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষাপশ্চিমা পাহাড়ী ভাষাগোষ্ঠী থেকে ডোগরি ভাষার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।[১] এটি ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় এবং সহ-সরকারি ভাষা।[২] এছাড়া হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে এই ভাষা প্রচলিত। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২০তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা প্রায় ২৬ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.২১%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১০০ টি সর্বাধিক প্রচলিত ভাষার বাইরে।[৪]

নিচের তালিকাটি ডোগরি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৫][সম্পাদনা]

ক্রম রাজ্য ডোগরি ভাষাভাষী সংখ্যার শতকরা হার ডোগরিভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
জম্মু ও কাশ্মীর ২০.০৪% ২৫১৩৭১২ ১ম
হিমাচল প্রদেশ ০.৩৪% ২৩৬০৯ ২য়
চণ্ডীগড় ০.১৮% ১৯৪৭
পাঞ্জাব ০.০৭% ১৮১৫৫ ৩য়
অরুণাচল প্রদেশ ০.০৭% ৯৯৪
মণিপুর ০.০৬% ১৮৫৩
নাগাল্যান্ড ০.০৬% ১২৬৯
উত্তরাখণ্ড ০.০৫% ৪৯২৫ ৬ষ্ঠ
দিল্লি ০.০৪% ৬৩৫০ ৪র্থ
১০ সিকিম ০.০৪% ২৬১
১১ মেঘালয় ০.০২% ৪২৬
১২ মিজোরাম ০.০২% ১৯৩
১৩ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.০২% ৬৭
১৪ হরিয়ানা ০.০১% ৩১২৯
১৫ ত্রিপুরা ০.০১% ৫৩৪
১৬ রাজস্থান - ৫১২০ ৫ম
১৭ উত্তরপ্রদেশ - ২৬৯৫
১৮ গুজরাত - ২০২৬
১৯ মহারাষ্ট্র - ১৯৩৬
২০ আসাম - ১৫৬১
২১ পশ্চিমবঙ্গ - ১৫৫৭
২২ তামিলনাড়ু - ৯৩৪
২৩ মধ্যপ্রদেশ - ৮৩৫
২৪ কর্ণাটক - ৮৩৪
২৫ অন্ধ্রপ্রদেশ - ৭৬৯
২৬ ছত্তিশগড় - ৭৪৭
২৭ ওড়িশা - ৩৫৩
২৮ ঝাড়খণ্ড - ২৭৯
২৯ বিহার - ২৫৪
৩০ কেরল - ২২৫
৩১ গোয়া - ১০৫
৩২ পুদুচেরি -
৩৩ দাদরা ও নগর হাভেলি -
৩৪ দমন ও দিউ -
৩৫ লাক্ষাদ্বীপ -
ভারত ১.২৬% ১,৫৩,১১,৩৫১ বিংশতি প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৬][সম্পাদনা]

জম্মু ও কাশ্মীর
  1. সাম্বা জেলা - ২৬৯৫৫৯ (৮৪.৫৩%)
  2. কাঠুয়া জেলা - ৫০৫০১৩ (৮১.৯২%)
  3. উধমপুর জেলা - ৪৫১৫৩০ (৮১.৩৬%)
  4. জম্মু জেলা - ১০৮৪০৪০ (৭০.৮৫%)
  5. রিয়াসি জেলা - ১০৫৪৪১ (৩৩.৫১%)
  6. রামবন জেলা - ২৯০৭৮ (১০.২৫%)
  7. ডোডা জেলা - ১৬২১৭ (৩.৯৬%)
  8. রাজৌরি জেলা - ১০৮৭৫ (১.৬৯%)
  9. লেহ জেলা - ৮৯৬ (০.৬৭%)
  10. কিশ্তওয়ার জেলা - ১২১২ (০.৫৩%)
হিমাচল প্রদেশ
  1. উনা জেলা - ৫২৫১ (১.০১%)
  2. হামিরপুর জেলা - ৩৪০৩ (০.৭৫%)
  3. কাংড়া জেলা - ১০৬৮১ (০.৭১%)
অরুণাচল প্রদেশ
  1. অঞ্জো জেলা - ২৪৬ (১.১৬%)
মণিপুর
  1. তামেংলং জেলা - ৮৫৫ (০.৬১%)

২০০১[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ডোগরিভাষী তালিকা নিম্নরূপ:[৭][৮]

রাজ্য ক্রম রাজ্য ডোগরিভাষী সংখ্যা
ভারত ২২,৮২,৫৮৯
০.২২%
জম্মু ও কাশ্মীর ২২০৫৫৬০
হিমাচল প্রদেশ ১৮৭৭৭
পাঞ্জাব ১৮০৩৪
চণ্ডীগড় ৯২৩
উত্তরাখণ্ড ৪৭০৫
হরিয়ানা ২৬১৩
দিল্লি ৬৯৭৪
রাজস্থান ৩৯৮৬
উত্তর প্রদেশ ৪৪৬৪
১০ বিহার ১৭৩
১১ সিকিম ২১৫
১২ অরুণাচল প্রদেশ ৯০০
১৩ নাগাল্যান্ড ৬২৬
১৪ মণিপুর ৬৯৬
১৫ মিজোরাম ২৭৫
১৬ ত্রিপুরা ৫৯৫
১৭ মেঘালয় ৩৭০
১৮ আসাম ২২৩৪
১৯ পশ্চিমবঙ্গ ২০০৬
২০ ঝাড়খণ্ড ৭০২
২১ ওড়িশা ৬২
২২ ছত্তিশগড় ১৩২
২৩ মধ্যপ্রদেশ ৩৪১০
২৪ গুজরাত ৭৯৩
২৫ দমন ও দিউ ১৩
২৬ দাদরা ও নগর হাভেলি
২৭ মহারাষ্ট্র ১৯৭৮
২৮ অন্ধ্রপ্রদেশ ৪৭৩
২৯ কর্ণাটক ৪৮৭
৩০ গোয়া ৯৩
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ১২৬
৩৩ তামিলনাড়ু ১৪০
৩৪ পুদুচেরি ১২
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৪২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "...the MIA languages are not younger than ('classical') Sanskrit. And a number of their morphophonological and lexical features betray the fact that they are not direct descendants of Rigvedic Sanskrit, the main basis of 'Classical' Sanskrit; rather they descend from dialects which, despite many similarities, were different from Rigvedic and in some regards even more archaic." (Oberlies 2007:163)
  2. "Secretariat Administration Department"। assam.gov.in। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬ 
  3. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  7. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm