জিরাট
'জিরাট'একটি গ্রাম Jirat | |
---|---|
একটি গ্রাম | |
![]() জিরাট রেলস্টেশন | |
Location in West Bengal, India | |
স্থানাঙ্ক: ২৩°৫′৫৪″ উত্তর ৮৮°২৭′৪২″ পূর্ব / ২৩.০৯৮৩৩° উত্তর ৮৮.৪৬১৬৭° পূর্ব | |
Country | ![]() |
State | West Bengal |
District | Hooghly |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৪৩০ |
ভাষা | |
• সরকারি | • বাংলা, English |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | ৭১২ ৫০১ |
Telephone code | + ৯১ ৩২১৩ |
যানবাহন নিবন্ধন | • WB 16, WB 18 and WB 15 (only for commercial use) |
Sex ratio | ৩,৬০৬ (৪৯%) ♀/৩,৮২৪ (৫১%) ♂ |
Literacy | ৭৯.০১% |
Lok Sabha Constituency | হুগলি |
Vidhan Sabha Constituency | বলাগড় |
জিরাট ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি গ্রাম । এটি হুগলি নদীর পশ্চিমে অবস্থিত। জিরাট থেকে কলকাতার দূরত্ব ৭১ কিলোমিটার (৪৪.১ মাইল)। এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। জিরাট বলাগড় ব্লকের সদর দপ্তর, বলাগড়ে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, বলাগড় বিডিও অফিস এবং জিরাট গ্রামীণ হাসপাতাল অবস্থিত।
ভৌগোলিক দিক[সম্পাদনা]
জিরাট বলাগড় ব্লকের প্রধান প্রসাশনিক কেন্দ্র।পূর্ব রেলের হাওড়া ডিভিশনে হাওড়া-কাটোয়া মেন লাইনে জিরাট স্টেশন অবস্থিত। জিরাটের পূর্বে রয়েছে হুগলী নদী। উত্তরে বলাগড়-শ্রীপুর গ্রাম। দক্ষিণে রুকেশপুর,বানেশ্বরপুর, সিজা,কামালপুর গ্রাম। পশ্চিমে একতারপুর গ্রাম পঞ্চায়েত।
জনসংখ্যা[সম্পাদনা]
ভারতের ২০১১সালের আদমশুমারি অনুুযায়ী জিরাটের মোট জনসংখ্যার ছিল ৭,৪৩০। এরমধ্যে ৩,৮২৪ (৫১%) ছিল পুরুষ এবং ৩,৬০৬ (৪৯%) ছিল নারী। [১]
পরিবহন[সম্পাদনা]
জিরাট রেলওয়ে স্টেশন ব্যান্ডেল-কাটোয়া শাখার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। হাইওয়ে ৬ (পশ্চিমবঙ্গ) জিরটের সাথে সংযুক্ত। জিরাটে কোনো বিমানবন্দর নেই, নিকটস্থ বিমানবন্দর হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর যা ৫৮ কিলোমিটার দূরে জিরট থেকে। কলকাতা থেকে জিরটে আসতে সড়কপথে ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। কলকাতা এবং জিরটের মধ্যে আনুমানিক ড্রাইভিং দূরত্ব হল ৭১ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল। জিরাট চুচুড়া থেকে বাস-এ (বাস রুট ৮) এর মাধ্যমেও সংযুক্ত।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় যশস্বী চিকিৎসক ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পিতা।
- স্যার আশুতোষ মুখোপাধ্যায় (শিক্ষাবিদ)
- পঞ্চানন কর্মকার (প্রথম বাংলা হরফ প্রবর্তক)
- চারুচন্দ্র ব্যানার্জি (কবি ও সাহিত্যিক)
- অনিল চ্যাটার্জী (শিল্পী)
- শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায় (ভারতীয় রাজনীতিবিদ)
- দেবেন্দ্রনাথ সেন (সনেট রচয়িতা)
মন্দির[সম্পাদনা]
- শ্রীশ্রী রাধাগোপীনাথ জিউ মন্দির
- শ্রীশ্রী মৃন্ময়ী কালীমাতা মন্দির
- শ্রীশ্রী পাষানময়ী কালীমাতা মন্দির
- জোড়াশিব মন্দির মন্দির
- বলয়োপ পীঠ সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির
- বলয়োপ পীঠ মহাকাল ভৈরব মন্দির
- বুড়ো শিবমন্দির
- শ্রীশ্রী সর্বমঙ্গল্লা কালীমাতা মন্দির
- ধর্মরাজ মন্দির
- হনুমান বালাজি মন্দির
স্বাস্থ্য[সম্পাদনা]
জিরাট গ্রামীণ হাসপাতাল, আহম্মদপুর/জিরাট সাব-হেল্থ কেয়ার সেন্টার জিরাটে অবস্থিত রয়েছে। এছাড়া লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল, আস্থা নার্সিং হোম,পাঁচপাড়া সাব-হেল্থ সেন্টার, এনভিশন আই ফাউন্ডেশন নামে একটি বেসরকারী চক্ষু হাসপাতাল জিরাটে অবস্থিত।
শিক্ষা[সম্পাদনা]
- বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়
- জিরাট কলোনী উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল)
- হলি চাইল্ড একাডেমি(বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল)
- শিশুশিক্ষা নিকেতন (প্রাইভেট স্কুল)
- পাটুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
- কবুড়া পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
- লিটল্ এঞ্জেলেস্ একাডেমী (বেসরকারী ইংরেজি মাধ্যম নার্সারি স্কুল)
- আশুতোষ স্মৃতিমন্দির বালিকা উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬।