বৈঁচি, হুগলি জেলা
অবয়ব
বৈঁচি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর। এটি হুগলি জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত একটি মাঝারি আয়তনের শহর। শহরটি হাওড়া থেকে ৭১ কিলোমিটার দূরে অবস্থিত।
নামকরণ
[সম্পাদনা]মনে করা হয়, বৈঁচিফল থেকে শহরটির নামকরণ করা হয়েছে।
পরিচিতি
[সম্পাদনা]শহরটি বাঁটিকা, বিবেকানন্দ পল্লী, বেরালা, চারাবাগান, নুনিয়াডাঙা, তেলকোপা, হালডার দিঘি, এবং আলিপুর নিয়ে গঠিত।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ আদমশুনানি অনুসারে এই শহরটির জনসংখ্যা ২১৭৮০। এখানে গড় স্বাক্ষরতার হার ৭০·৮%।
তথ্যসূত্র
[সম্পাদনা]- http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=342650
- http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=342515
- https://web.archive.org/web/20161004105309/http://boinchi.in/
- https://web.archive.org/web/20180418101434/http://www.citm.in/