ডাক সূচক সংখ্যা
অবয়ব
(Postal Index Number থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মার্চ ২০১৬) |
ডাক সূচক সংখ্যা হচ্ছে ভারতীয় ডাক ব্যাবস্থার সূচকীকরণ সংখ্যা যার মাধ্যমে ভারতের কোন একটি নির্দিষ্ট ডাকঘরের ঠিকানা বোঝায়। ভারতীয় ডাকব্যবস্থায় সূচক সংখ্যাগুলি ছয় সংখ্যা বিশিষ্ট হয়ে থাকে।
ইতিহাস
[সম্পাদনা]ভারতে ১৫ অগস্ট ১৯৭২ সালে ডাক সূচক সংখ্যার উৎপত্তি হয়।[১][২] এই ব্যবস্থা প্রবর্তনের মূল উদ্দেশ্য এক স্থান থেকে আরেক স্থানে সহজ ও নির্ভুল ঠিকানায় বার্তাদি পৌছানো।[১].
গঠন
[সম্পাদনা]ভারতে ৮টা অসামরিক ও ১টা সামরিক পিনকোড অঞ্চল আছে। পিনকোডের প্রথম সংখ্যাটি এই ৯টা অঞ্চলের কোন অঞ্চলে ঠিকনাটি অবস্থিত তা বোঝায়। দ্বিতীয় সংখ্যাটি মুখ্য অঞ্চলের উপ-অঞ্চলের অবস্থিতি দেখায়। তৃতীয় সংখ্যাটি ডাক-জেলার অবস্থান ও শেষের তিনটা সংখ্যা বিশেষ একটা ডাকঘর সূচী।
পিনকোডের প্রথম অঙ্ক | অঞ্চল |
---|---|
১ | দিল্লী, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর |
২ | উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড |
৩ | রাজস্থান, গুজরাত, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি |
৪ | গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় |
৫ | তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক |
৬ | তামিলনাড়ু, কেরালা, পুদুচেরী, লাক্ষাদ্বীপ |
৭ | পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম |
৮ | বিহার, ঝাড়খণ্ড |
৯ | Army Post Office (APO), Field Post Office (FPO) |
পিনকোড ও ডাক চক্রের তালিকা
[সম্পাদনা]
পিনকোডের প্রথম ২/৩ টা সংখ্যা | ডাক চক্র |
---|---|
১১ | দিল্লী |
১২ আর ১৩ | হরিয়ানা |
১৪ আর ১৫ | পাঞ্জাব |
১৬ | চণ্ডীগড় |
১৭ | হিমাচল প্রদেশ |
১৮ আর ১৯ | জম্মু ও কাশ্মীর |
২০ থেকে ২৮ | উত্তরপ্রদেশ/উত্তরাখণ্ড |
৩০ থেকে ৩৪ | রাজস্থান |
৩৬ থেকে ৩৯ | গুজরাত |
৪০ | গোয়া |
৪০ থেকে ৪৪ | মহারাষ্ট্র |
৪৫ থেকে ৪৮ | মধ্যপ্রদেশ |
৪৯ | ছত্তিসগড় |
৫০ থেকে ৫৩ | অন্ধ্রপ্রদেশ |
৫৬ থেকে ৫৯ | কর্ণাটক |
৬০ থেকে ৬৪ | তামিলনাড়ু |
৬৭ থেকে ৬৯ | কেরালা |
৬৮২ | লাক্ষাদ্বীপ |
৭০ থেকে ৭৪ | পশ্চিমবঙ্গ |
৭৪৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
৭৫ থেকে ৭৭ | ওড়িশা |
৭৮ | আসাম |
৭৯ | অরুণাচল প্রদেশ |
৭৯৩, ৭৯৪, ৭৮৩১২৩ | মেঘালয় |
৭৯৫ | মণিপুর |
৭৯৬ | মিজোরাম |
৭৯৯ | ত্রিপুরা |
৮০ থেকে ৮৫ | বিহার আর ঝাড়খণ্ড |
দ্রষ্টব্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ India। প্রকাশনা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার। ১৯৭৪। পৃষ্ঠা ৩০৫। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬।
- ↑ "Mails section"। Indian government postal department। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।[অকার্যকর সংযোগ]