বড়গাছিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বড়গাছিয়া
জনগণনা নগর
বড়গাছিয়া সন্ধ্যা বাজার
বড়গাছিয়া সন্ধ্যা বাজার
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৮৭২
ভাষা
 • প্রাতিষ্ঠানিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনডব্লিউবি
ওয়েবসাইটhowrah.gov.in

বড়গাছিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লকের একটি জনগণনা নগর[১] এটি রাজধানী কলকাতা থেকে ১৫ কিমি দূরে অবস্থিত। নিকটতম শহরগুলো হলো জগৎবল্লভপুর, ডোমজুড়, পন্তিহাল, গড়বালিয়া এবং মুন্সিরহাট

কালী মন্দির (পাঁতিহাল মহেশতলা বারোয়ারী), বড়গাছিয়া, হাওড়া।

পরিবহন[সম্পাদনা]

আমতা সড়ক (রাজ্য সড়ক ১৫ এর অংশ), বড়গাছিয়া।
মন্ডলা রোড, পাঁতিহাল, বড়গাছিয়া।

আমতা সড়ক (রাজ্য সড়ক ১৫ এর অংশ) হলো শহরের প্রাণকেন্দ্র। বড়গাছিয়া–জগৎবল্লভপুর সড়কও এখান থেকে শুরু হয়।

বাস[সম্পাদনা]

সরকারি বাস[সম্পাদনা]

সর্বজনীন বাস[সম্পাদনা]

ছোট বাস[সম্পাদনা]

সংখ্যা ছাড়া বাস চলাচলের রাস্তা[সম্পাদনা]

ট্রেন[সম্পাদনা]

বড়গাছিয়া রেলওয়ে স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে এলাকার খড়গপুর রেলওয়ে বিভাগের অধীনে সাঁতরাগাছি–আমতা শাখা রেলপথের বড়গাছিয়াতে অবস্থিত।[২]

ব্যাঙ্ক[সম্পাদনা]

বড়গাছিয়া শহরে আইডিবিআই ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের মতো বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্কইউকো ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্কও রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "District-wise list of stautory towns"। Census Commission of India। ২০০৯-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৮ 
  2. Pradhan, Avradip। "Bargachia Railway Station Map/Atlas SER/South Eastern Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪