দেবেন্দ্রনাথ সেন
দেবেন্দ্রনাথ সেন | |
---|---|
![]() | |
জন্ম | ১৮৫৫ |
মৃত্যু | ১৯২০ | (বয়স ৬৪–৬৫)
পরিচিতির কারণ | কবি |
দেবেন্দ্রনাথ সেন (জন্ম: ১৮৫৫ - মৃত্যু: ১৯২০) একজন বাঙালি কবি । তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজীপুরে জন্মগ্রহণ করেন৷ তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার বলাগড় গ্রাম৷[২] রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে ইনি অগ্রগণ্য । দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতার ভক্ত ছিলেন । এর কবিতায় ঘরোয়া ভাব এবং স্নেহ, প্রেম এবং ভক্তির সরল প্রকাশ লক্ষ্য করা যায় । [৩]
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
ভারতী পত্রিকার প্রথম যুগে দেবেন্দ্রনাথের কবিতা নিয়মিত ভাবে বের হত । ১২২৭ বঙ্গাব্দে এঁর ঊর্মিলা কাব্য, ফুলবালা এবং নির্ঝরিণী প্রকাশিত হয় । [৩]
কর্মজীবন[সম্পাদনা]
সাহিত্যকর্ম[সম্পাদনা]
দেবেন্দ্রনাথের কাব্য গ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অশোকগুচ্ছ (১৯০০), গোলাপগুচ্ছ (১৯১২), শেফালিগুচ্ছ (১৯১২) এবং পারিজাতগুচ্ছ (১৯১২) ।[৩]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সংসদ বাঙালী চরিতাভিধান, শ্রীসুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলিকাতা, প্রথম প্রকাশ ১৯৬০, পৃ. ২১৭
- ↑ সংসদ বাঙালী চরিতাভিধান, শ্রীসুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলিকাতা, প্রথম প্রকাশ ১৯৬০, পৃ. ২১৭
- ↑ ক খ গ বাঙ্গালা সাহিত্যের কথা - শ্রী সুকুমার সেন - সপ্তম সংস্করণ পৃষ্ঠা: ২৫০