পুদুচেরির জেলাসমূহের তালিকা
অবয়ব
পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এতে চারটি প্রশাসনিক বিভাগ রয়েছে: চারটি জেলা, যেমন। পন্ডিচেরী, মাহে, ইয়ানাম ও কারাইকাল। ১৯৫৪ সালে ফরাসি ভারতের অঞ্চলগুলি ভারতের কাছে স্থানান্তরিত হবার পর পুদুচেরি একটি কেন্দ্রীয় অঞ্চল হিসাবে সংগঠিত হয়। সবকটি জেলা ফরাসি ভারতে সীমানা বজায় রেখেছে।
জেলার তালিকা
[সম্পাদনা]আইএসও ৩১৬৬-২ কোড[১] | জেলা | সদরদপ্তর | জনসংখ্যা (২০১১)[২] | আয়তন (কিমি²) | ঘনত্ব (/কিমি²)[২] | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
IN-PY-KA | কারাইকাল জেলা | কারাইকাল | ২,০০,৩১৪ | ১৬০ | ১,২৫২ | http://karaikal.gov.in/ |
IN-PY-MA | মাহে জেলা | মাহে | ৪১,৯৩৪ | ৯ | ৪,৬৫৯ | http://mahe.gov.in/ |
IN-PY-PO | পুদুচেরি জেলা | পুদুচেরি | ৯,৪৬,৬০০ | ২৯৩ | ৩,২৩১ | http://py.gov.in/ |
IN-PY-YA | ইয়ানাম জেলা | ইয়ানাম | ৫৫,৬১৬ | ৩০ | ৩,২৭২ | http://yanam.gov.in/ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ভারত সরকার। ২০০৪-০৮-১৮। পৃষ্ঠা ৫–১০। ২০০৮-০৯-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৪।
- ↑ ক খ "List of all districts of Paducherry with census data on population, literacy and sex ratio" (ইংরেজি ভাষায়)। ভারতের জনগণনা ২০১১। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭।