চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চার্ল ল্যাঙ্গেভেল্ট থেকে পুনর্নির্দেশিত)
চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামচার্ল কেনেথ ল্যাঙ্গেভ্যাল্ট
জন্ম (1974-12-17) ১৭ ডিসেম্বর ১৯৭৪ (বয়স ৪৯)
স্ট্যালেনবস, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯৮)
২ জানুয়ারি ২০০৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২ জানুয়ারি ২০০৬ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৬৭)
১৪ অক্টোবর ২০০১ বনাম কেনিয়া
শেষ ওডিআই৩১ অক্টোবর ২০১০ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০০৮ডার্বিশায়ার
২০১১ (কেবলমাত্র টি২০)কেন্ট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭২ ১০৪ ২৩৩
রানের সংখ্যা ১৬ ৭৩ ১,২১৯ ৪৪৪
ব্যাটিং গড় ৮.০০ ৬.৬৩ ১৪.৪৩ ৮.০৮
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ১০ ১২ ৫৬ ৩৩*
বল করেছে ৯৯৯ ৩,৪৮৯ ১৯,৫৩৩ ১১,০৪৩
উইকেট ১৬ ১০০ ৩৩৪ ৩৫৯
বোলিং গড় ৩৭.০৬ ২৯.৬২ ২৮.৫৯ ২৩.৮৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৪৬ ৫/৩৯ ৬/৪৮ ৫/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ১১/– ৩১/– ৩৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৫ ডিসেম্বর ২০১৩

চার্ল কেনেথ ল্যাঙ্গেভ্যাল্ট (ইংরেজি: Charl Langeveldt; জন্ম: ১৭ ডিসেম্বর, ১৯৭৪) স্ট্যালেনবস এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। অবসর গ্রহণের পর বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে খেলেছেন তিনি। দলে চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম সুইং বোলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রতিনিধিত্ব করেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

ক্রিকেট খেলায় মনোনিবেশের পূর্বে ড্রাকেনস্টেইন কারেকশনাল সেন্টারে ওয়ার্ডার হিসেবে কাজ করেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত বোল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ২০০৭ সালে জাতীয় পর্যায়ে বর্ষসেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন তিনি।

অক্টোবর, ২০০১ সালে কিম্বার্লীতে কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। খেলায় তিনি দুই উইকেট পান। পরের খেলায় নিউল্যান্ডসে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট পান। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য মনোনীত হন। গ্রুপ-পর্বের একটিমাত্র খেলায় দূর্বল কেনিয়ার বিপক্ষে অংশগ্রহণ করেন।

জানুয়ারি, ২০০৫ সালে কেপটাউনের নিজ মাঠে ইংল্যান্ড দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। প্রথম ইনিংসেই তিনি ৪৬ রানে ৫ উইকেট লাভ করে সবিশেষ কৃতিত্ব দেখান।[১]

কৃতিত্ব[সম্পাদনা]

১১ মে, ২০০৫ তারিখে বার্বাডোসের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। তিনি একে-একে ইয়ান ব্রাডশ, ড্যারেন পাওয়েল এবং কোরি কলিমোরকে আউট করেন।[২] তার এ হ্যাট্রিকটি শেষ ওভারে সম্পন্ন হয় ও দল মাত্র ১ রানের ব্যবধানে নাটকীয়ভাবে জয় পায়। এ হ্যাট্রিকের ফলে তিনি প্রথম দক্ষিণ আফ্রিকানের মর্যাদা পান।

কোচিং[সম্পাদনা]

চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট কিছু সময় দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। ৩০ অক্টোবর, ২০১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার অটিস গিবসন তার স্থলাভিষিক্ত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২৭ জুলাই, ২০১৯ তারিখে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে মনোনয়ন দেয়া হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "3rd Test: South Africa v England at Cape Town, Jan 2-6, 2005"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 
  2. "3rd ODI: West Indies v South Africa at Bridgetown, May 11, 2005"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]