বিষয়বস্তুতে চলুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২১

২০২৬ →
নিবন্ধিত ভোটার১৯,৩৮,৭০৬
ভোটের হার২২.৫২%(হ্রাস২৫.৩৮pp)
মেয়র নির্বাচন
২৭ জানুয়ারি ২০২১
 
মনোনীত রেজাউল করিম চৌধুরী ডা. শাহাদাত হোসেন
দল আওয়ামী লীগ বিএনপি
জনপ্রিয় ভোট ৩,৬৯,২৪৮ ৫২,৪৮৯
শতকরা ৮৪.৭৯% ১২.০৫%

নির্বাচনের পূর্বে মেয়র

আ জ ম নাছির উদ্দিন
আওয়ামী লীগ

নির্বাচিত মেয়র

রেজাউল করিম চৌধুরী
আওয়ামী লীগ

কাউন্সিলর নির্বাচন
২৭ জানুয়ারি ২০২১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫৫টি আসন[]
২৮ ফেব্রুয়ারি ২০২১(১টি আসনে পুনঃনির্বাচন)
দল নেতা আসন +/–
আওয়ামী লীগ রেজাউল করিম চৌধুরী ৪৬
বিএনপি ডা. শাহাদাত হোসেন -৭
জামায়াতে ইসলামী -২
স্বতন্ত্র +৯

২০২১ সালের ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে প্রায় ৩ লক্ষ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[]

এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচন ২০২০ সালের ২৯ মার্চ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নির্বাচন কমিশন তা স্থগিত করে।[] এরপর পরিস্থিতির উন্নতি বিবেচনায় ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন।

মেয়র নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। তারা ছিলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী (মার্কা নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহাদাত হোসেন (মার্কা ধানের শীষ), এনপিপি’র আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।[]

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী হন।[]

মেয়র নির্বাচনের ফলাফল

[সম্পাদনা]
প্রার্থীদলভোট%
রেজাউল করিম চৌধুরীবাংলাদেশ আওয়ামী লীগ৩,৬৯,২৪৮৮৪.৭৯
ডা. শাহাদাত হোসেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল৫২,৪৮৯১২.০৫
জান্নাতুল ইসলামইসলামী আন্দোলন বাংলাদেশ৪,৯৮০১.১৪
আবুল মনজুরন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ)৪,৬৫৩১.০৭
এম.এ মতিনবাংলাদেশ ইসলামী ফ্রন্ট২,১২৬০.৪৯
মুহাম্মাদ ওয়াহিদ মুরাদইসলামিক ফ্রন্ট বাংলাদেশ১,১০৯০.২৫
খোকন চৌধুরীস্বতন্ত্র৮৮৫০.২
মোট৪,৩৫,৪৯০১০০
বৈধ ভোট৪,৩৫,৪৯০৯৯.৭৬
অবৈধ/ফাঁকা ভোট১,০৫৩০.২৪
মোট ভোট৪,৩৬,৫৪৩১০০
নিবন্ধিত ভোটার/ভোটদান১৯,৩৮,৭০৬২২.৫২
উৎস: [১]

কাউন্সিলর নির্বাচনের ফলাফল

[সম্পাদনা]
২০২১ চসিকের কাউন্সিলর নির্বাচনের ফলাফল (দলগতভাবে)
দল আসন
সাধারণ কাউন্সিলর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোট কাউন্সিলর
বাংলাদেশ আওয়ামী লীগ ৩৪ ১২ ৪৬
স্বতন্ত্র প্রার্থী
মোট আসন ৪১ ১৪ ৫৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চৌধুরী, মিন্টু। "ভোট দিচ্ছে চট্টগ্রাম"bdnews24। ৩১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২ 
  2. "চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত"bdnews24। ৩১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২ 
  3. "চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলেন রেজাউল করিম চৌধুরী"বাংলা ট্রিবিউন। ১২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২ 


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি