চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২১
নিবন্ধিত ভোটার | ১৯,৩৮,৭০৬ | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ২২.৫২%(২৫.৩৮pp) | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
মেয়র নির্বাচন | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
২৭ জানুয়ারি ২০২১ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫৫টি আসন[ক] ২৮ ফেব্রুয়ারি ২০২১(১টি আসনে পুনঃনির্বাচন) | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
বাংলাদেশ প্রবেশদ্বার |
২০২১ সালের ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে প্রায় ৩ লক্ষ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[১]
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচন ২০২০ সালের ২৯ মার্চ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নির্বাচন কমিশন তা স্থগিত করে।[২] এরপর পরিস্থিতির উন্নতি বিবেচনায় ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন।
মেয়র নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। তারা ছিলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী (মার্কা নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহাদাত হোসেন (মার্কা ধানের শীষ), এনপিপি’র আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।[১]
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী হন।[৩]
মেয়র নির্বাচনের ফলাফল
[সম্পাদনা]প্রার্থী | দল | ভোট | % | |
---|---|---|---|---|
রেজাউল করিম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | ৩,৬৯,২৪৮ | ৮৪.৭৯ | |
ডা. শাহাদাত হোসেন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ৫২,৪৮৯ | ১২.০৫ | |
জান্নাতুল ইসলাম | ইসলামী আন্দোলন বাংলাদেশ | ৪,৯৮০ | ১.১৪ | |
আবুল মনজুর | ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) | ৪,৬৫৩ | ১.০৭ | |
এম.এ মতিন | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | ২,১২৬ | ০.৪৯ | |
মুহাম্মাদ ওয়াহিদ মুরাদ | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | ১,১০৯ | ০.২৫ | |
খোকন চৌধুরী | স্বতন্ত্র | ৮৮৫ | ০.২ | |
মোট | ৪,৩৫,৪৯০ | ১০০ | ||
বৈধ ভোট | ৪,৩৫,৪৯০ | ৯৯.৭৬ | ||
অবৈধ/ফাঁকা ভোট | ১,০৫৩ | ০.২৪ | ||
মোট ভোট | ৪,৩৬,৫৪৩ | ১০০ | ||
নিবন্ধিত ভোটার/ভোটদান | ১৯,৩৮,৭০৬ | ২২.৫২ | ||
উৎস: [১] |
কাউন্সিলর নির্বাচনের ফলাফল
[সম্পাদনা]দল | আসন | |||
---|---|---|---|---|
সাধারণ কাউন্সিলর | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | মোট কাউন্সিলর | ||
বাংলাদেশ আওয়ামী লীগ | ৩৪ | ১২ | ৪৬ | |
স্বতন্ত্র প্রার্থী | ৭ | ২ | ৯ | |
মোট আসন | ৪১ | ১৪ | ৫৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ চৌধুরী, মিন্টু। "ভোট দিচ্ছে চট্টগ্রাম"। bdnews24। ৩১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২।
- ↑ "চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত"। bdnews24। ৩১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২।
- ↑ "চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলেন রেজাউল করিম চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ১২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি