বিষয়বস্তুতে চলুন

অলিম্পিকে ভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত থেকে পুনর্নির্দেশিত)
অলিম্পিকে
ভারত
আইওসি কোডIND
এনওসিভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটolympic.ind.in
পদক
স্বর্ণ
১০
রৌপ্য
১০
ব্রোঞ্জ
২১
মোট
৪১
গ্রীষ্মকালীন অংশগ্রহণ
শীতকালীন অংশগ্রহণ
অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ
 স্বাধীন অলিম্পিক অংশগ্রহণকারী

ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯০০ সালে। সেই গেমসে ভারতের একমাত্র অংশগ্রহণকারী খেলোয়াড় নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিকসে দুটি পদক জয় করেছিলেন। ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে ভারত প্রথম দল পাঠায়। তারপর থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত অংশ নিয়েছে। ১৯৬৪ সাল থেকে বিভিন্ন শীতকালীন অলিম্পিকেও ভারত অংশ নিয়েছে।

১৯২০ সালের ভারতীয় অলিম্পিক দলে ছিলেন দুজন কুস্তিগির, দুজন অ্যাথলেট ও একজন ম্যানেজার। চার খেলোয়াড়ের মধ্যে ফাদেপ্পা দারেপ্পা চাউগুলে ম্যারাথনে তার ইভেন্ট সম্পূর্ণ করেন। তিনি ২ ঘণ্টা ৫০ মিনিট ৪৫.৪ সেকেন্ডে ৪২.৭৫০ কিলোমিটার দৌড়ে ১৯তম স্থান অধিকার করেছিলেন। তিনিই ভারতের প্রথম অলিম্পিক ম্যারাথন রানার।

ভারতীয় অ্যাথলেটরা অলিম্পিকে মোট ৪১টি পদক জয় করেছেন। এগুলির অধিকাংশই এসেছে ফিল্ড হকি ইভেন্টে। ১৯২৮ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে বারোটি অলিম্পিকে ভারত এগোরোটি পদক জয় করেছিল। তারমধ্যে ১৯২৮ থেকে ১৯৫৬ অবধি পরপর ছবার স্বর্ণ পদক জিতেছিল। ১৯৫২ সালে প্রথমবার ভারতের হয়ে (কে.ডি যাদব ) ব্যক্তিগত বিভাগে পদক জয়লাভ করেন।

১৯২৭ সালে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়।


২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত তখন অব্দি অনুষ্ঠিত অলিম্পিকে সর্বাধিক সংখ্যক পদক জয় করে। এই অলিম্পিকে তিনটি আলাদা আলাদা খেলায় ভারত তিনটি মেডেল পায়। এর মধ্যে একটি ছিল ভারতের প্রথম একক ইভেন্টে স্বর্ণ পদক। এটি পান অভিনব বিন্দ্রা

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৮৫ জন ভারতীয় খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এই অলিম্পিকে ভারত ৫৫টি ইভেন্টে অংশ নেয়। এর আগে ভারত এতগুলি ইভেন্টে কখনও অংশ নেয়নি। লন্ডন অলিম্পিক্‌সে ভারতের হয়ে প্রথম পদকটি জয় করেন গগন নারং (১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং)। [] দ্বিতীয় পদকটি জয় করেন বিজয় কুমার (২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল)।[] তৃতীয় পদকটি পেয়েছেন সাইনা নেহওয়াল (মহিলাদের ব্যাডমিন্টন একক)। চতুর্থ পদকটি মেরি কম পেয়েছেন মহিলাদের ৫১ কেজি ফ্লাইওয়েট এবং পঞ্চম পদকটি যোগেশ্বর দত্ত পেয়েছেন ৬০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে।

২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে, সাঁইখোম মিরাবাই চানু উদ্বোধনের দিনেই ৪৯ কেজি ওজনের ভারোত্তোলনে মহিলা বিভাগে রৌপ্য অর্জন করেছিলেন, ভারোত্তোলনের জন্য সিডনিতে কর্ণম মলেশ্বরীর পডিয়াম ফিনিশকে উন্নত করেছিলেন। পিভি সিন্ধু সহজে চীনের হি বিংজিয়াওকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল ম্যাচে , এইভাবে দুটি ভারতীয় অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হয়ে ওঠে। [][] নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক জেতার প্রথম ভারতীয় এবং ব্যক্তিগত স্বর্ণ জয়ী দ্বিতীয় ভারতীয় হয়েছেন। পুরুষদের ফিল্ড হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছে। এই পদকটি মস্কোতে স্বর্ণের পরে এসেছে, ৪১ বছরের ব্যবধানে। অলিম্পিকের ইতিহাসে ৭ টি পদক পাওয়া ভারতের জন্য সেরা পারফরম্যান্স।

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে, ভারত ৬ পদক জয় করে।

প্রতিযোগীদের তালিকা

[সম্পাদনা]

এই তালিকা গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের সব অংশগ্রহণকারীদের/প্রতিযোগীদের একটি তুলনামূলক সংক্ষিপ্তসার প্রদান করে।

গেম ক্রীড়া পুরুষ মহিলা মোট পূর্বের বছরের তুলনা
১৯০০ প্রযোজ্য নয়
১৯২০ +৬
১৯২৪ ১২ ১৪ +৮
১৯২৮ ২১ ২১ +৭
১৯৩২ ২০ ২০ −১
১৯৩৬ ২৭ ২৭ +৭
১৯৪৮ ১০ ৭৯ ৭৯ −৫২
১৯৫২ ১১ ৬০ ৬৪ −১৫
১৯৫৬ ৫৮ ৫৯ −৫
১৯৬০ ৪৫ ৪৫ −১৪
১৯৬৪ ৫২ ৫৩ +৮
১৯৬৮ ২৫ ২৫ −২৮
১৯৭২ ৪0 ৪১ +১৬
১৯৭৬ 2 20 0 20 −২১
১৯৮০ ৫৮ ১৮ ৭৬ +৫৬
১৯৮৪ ৩৮ ১০ ৪৮ −২৮
১৯৮৮ ১০ ৩৯ ৪৯ ৪৬ −২
১৯৯২ ১২ ৪৪ ৫৩ +৭
১৯৯৬ ১৩ ৪৫ ৪৯ −৪
২০০০ ১৩ ৪৬ ১৯ ৬৫ +১৬
২০০৪ ১৪ ৪৮ ২৫ ৭৩ +৮
২০০৮ ১২ ৩১ ২৫ ৫৬ -১৭
২০১২ ১৩ ৬০ ২৩ ৮৩ +২৭
২০১৬ ১৫ ৬৩ ৫৪ ১১৭ +৩৪
২০২০ ১৮ ৭০ ৫৪ ১২৪ +৭

পদকের তালিকা

[সম্পাদনা]

গ্রীষ্মকালীন অলিম্পিক অনুযায়ী পদক

[সম্পাদনা]
গেম স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
গ্রিস ১৮৯৬ এথেন্স অংশগ্রহণ করেনি
ফ্রান্স ১৯০০ প্যারিস ১৭
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯০৪ সেন্ট লুইস অংশগ্রহণ করেনি
যুক্তরাজ্য ১৯০৮ লন্ডন
সুইডেন ১৯১২ স্টোকহোম
বেলজিয়াম ১৯২০ এন্টওয়ার্প -
ফ্রান্স ১৯২৪ প্যারিস -
নেদারল্যান্ডস ১৯২৮ আমস্টারডাম ২৩
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩২ লস অ্যাঞ্জেলেস ১৯
জার্মানি ১৯৩৬ বার্লিন ২০
যুক্তরাজ্য ১৯৪৮ লন্ডন ২২
ফিনল্যান্ড ১৯৫২ হেলসিংকি ২৬
অস্ট্রেলিয়া ১৯৫৬ মেলবোর্ন ২৪
ইতালি ১৯৬০ রোম ৩২
জাপান ১৯৬৪ টোকিও ২৪
মেক্সিকো ১৯৬৮ মেক্সিকো সিটি ৪২
পশ্চিম জার্মানি ১৯৭২ মিউনিখ ৪৩
কানাডা ১৯৭৬ মন্ট্রিল -
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০ মস্কো ২৩
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস -
দক্ষিণ কোরিয়া ১৯৮৮ সিউল -
স্পেন ১৯৯২ বার্সেলোনা -
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ আটলান্টা ৭১
অস্ট্রেলিয়া ২০০০ সিডনি ৭১
গ্রিস ২০০৪ এথেন্স ৬৫
চীন ২০০৮ বেইজিং ৫০
যুক্তরাজ্য ২০১২ লন্ডন ৫৫
ব্রাজিল ২০১৬ রিও ৬৭
জাপান ২০২০ টোকিও ৪৮
মোট ১০ ১৬ ৩৫

ক্রীড়া অনুযায়ী পদক

[সম্পাদনা]
   সেই ক্রীড়ায় অগ্রণী
গেম স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
ফিল্ড হকি ১২
শ্যুটিং ৩৪
অ্যাথলেটিক্স ৭১
কুস্তি ৪৩
মুষ্টিযুদ্ধ ৬৪
ব্যাডমিন্টন
টেনিস ৩০
ভারোত্তোলন ৫৬
মোট ১০ ১৬ ৩৫ ১২

পদকজয়ী

[সম্পাদনা]
পদক নাম / দল গেমস খেলা ইভেন্ট
 রৌপ্য নরম্যান প্রিচার্ড ১৯০০ প্যারিস অ্যাথলেটিকস অ্যাথলেটিকস পুরুষদের ২০০ মিটার
 রৌপ্য নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিকস অ্যাথলেটিকস পুরুষদের ২০০ মিটার হার্ডল
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯২৮ আমস্টারডাম ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৩২ লস এঞ্জেলস ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৩৬ বার্লিন ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৪৮ লন্ডন ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৫২ হেলসিঙ্কি ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 ব্রোঞ্জ খাসাবা দাদাসাহেব যাদব কুস্তি কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ব্যান্টামওয়েট
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৫৬ মেলবোর্ন ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 রৌপ্য ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৬০ রোম ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৬৪ টোকিও ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 ব্রোঞ্জ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৬৮ মেক্সিকো ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 ব্রোঞ্জ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৭২ মিউনিখ ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 স্বর্ণ ভারত জাতীয় ফিল্ড হকি দল ১৯৮০ মস্কো ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 ব্রোঞ্জ লিয়েন্ডার পেজ ১৯৯৬ আটলান্টা টেনিস টেনিস পুরুষদের সিঙ্গলস
 ব্রোঞ্জ কর্ণম মালেশ্বরী ২০০০ সিডনি ভারোত্তোলন ভারোত্তোলন মহিলাদের ৬৯ কেজি
 রৌপ্য রাজ্যবর্ধন সিং রাঠোর ২০০৪ এথেন্স শ্যুটিং শ্যুটিং পুরুষদের ডাবল ট্র্যাপ
 স্বর্ণ অভিনব বিন্দ্রা ২০০৮ বেইজিং শ্যুটিং শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল
 ব্রোঞ্জ বিজেন্দর সিং বক্সিং বক্সিং পুরুষদের ৭৫ কেজি
 ব্রোঞ্জ সুশীল কুমার কুস্তি কুস্তি পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল
 ব্রোঞ্জ গগন নারং ২০১২ লন্ডন শ্যুটিং শ্যুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল
 রৌপ্য বিজয় কুমার শ্যুটিং শ্যুটিং পুরুষদের ২৫ রাপিড ফায়ার পিস্তল
 ব্রোঞ্জ সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলস
 ব্রোঞ্জ মেরি কম বক্সিং বক্সিং মহিলাদের ফ্লাইওয়েট
 ব্রোঞ্জ যোগেশ্বর দত্ত কুস্তি কুস্তি পুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল
 রৌপ্য সুশীল কুমার কুস্তি কুস্তি পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল
 ব্রোঞ্জ সাক্ষী মালিক ২০১৬ রিও দি জেনেরিও কুস্তি কুস্তি মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল
 রৌপ্য পি ভি সিন্ধু ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলস
 স্বর্ণ নিরজ চোপড়া ২০২০ টোকিও অ্যাথলেটিকস অ্যাথলেটিকস পুরুষদের বর্শা নিক্ষেপ
 রৌপ্য সাঁইখোম মীরাবাই চানু ভারোত্তোলন ভারোত্তোলন মহিলাদের ৬৯ কেজি
 রৌপ্য রবি কুমার ডাহিয়া কুস্তি কুস্তি পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল
 ব্রোঞ্জ পি ভি সিন্ধু ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলস
 ব্রোঞ্জ লাভলিনা বরগোঁহাই বক্সিং বক্সিং মহিলাদের ওয়েলটার ওয়েট
 ব্রোঞ্জ ভারত জাতীয় ফিল্ড হকি দল ফিল্ড হকি ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা
 ব্রোঞ্জ বজরং পুনিয়া কুস্তি কুস্তি পুরুষদের ৬৫ কেজি
গেমস স্থান
নেদারল্যান্ডস ১৯২৮ আমস্টারডাম স্বর্ণ
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩২ লস অ্যাঞ্জেলেস
জার্মানি ১৯৩৬ বার্লিন
যুক্তরাজ্য ১৯৪৮ লন্ডন
ফিনল্যান্ড ১৯৫২ হেলসিংকি
অস্ট্রেলিয়া ১৯৫৬ মেলবোর্ন
ইতালি ১৯৬০ রোম রৌপ্য
জাপান ১৯৬৪ টোকিও স্বর্ণ
মেক্সিকো ১৯৬৮ মেক্সিকো সিটি ব্রোঞ্জ
পশ্চিম জার্মানি ১৯৭২ মিউনিখ
কানাডা ১৯৭৬ মন্ট্রিল
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০ মস্কো স্বর্ণ
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস
দক্ষিণ কোরিয়া ১৯৮৮ সিউল
স্পেন ১৯৯২ বার্সেলোনা
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ আটলান্টা
অস্ট্রেলিয়া ২০০০ সিডনি
গ্রিস ২০০৪ এথেন্স
চীন ২০০৮ বেইজিং যোগ্যতা অর্জন করেনি
যুক্তরাজ্য ২০১২ লন্ডন ১২
ব্রাজিল ২০১৬ রিও
জাপান ২০২০ টোকিও ব্রোঞ্জ

একাধিক পদক জয়ী

[সম্পাদনা]

দলগত খেলা

[সম্পাদনা]
ক্রীড়াবিদ খেলা গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
লেসলি ক্লডিয়াস ফিল্ড হকি ১৯৪৮–১৯৬০
উধাম সিং ফিল্ড হকি ১৯৪৮–১৯৬০
রিচার্দ জেমস আলেন ফিল্ড হকি ১৯২৮-১৯৩৬
ধ্যান চাঁদ ফিল্ড হকি ১৯২৮-১৯৩৬
রঙ্গনাথান ফ্রাঞ্চিস ফিল্ড হকি ১৯৪৮-১৯৫৬
রান্ধির সিং জেন্টেল ফিল্ড হকি ১৯৪৮-১৯৫৬
বাল্বির সিং (সিনিয়ার) ফিল্ড হকি ১৯৪৮-১৯৫৬
শংকর লাক্সমান ফিল্ড হকি ১৯৫৬-১৯৬৪
হারিপাল কৌশিক ফিল্ড হকি ১৯৫৬-১৯৬৪
জন পিটার ফিল্ড হকি ১৯৬০-১৯৬৮
প্রিথিপাল সিং ফিল্ড হকি ১৯৬০-১৯৬৮
হারবিন্দর সিং ফিল্ড হকি ১৯৬৪-১৯৭২
কারলাইল ট্যাপ্সেল ফিল্ড হকি ১৯৩২-১৯৩৬
রূপ সিং ফিল্ড হকি ১৯৩২-১৯৩৬
জাসবান্ত রাই ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
গভিন্দ পেরুমাল ফিল্ড হকি ১৯৫২-১৯৫৬
আমির কুমার ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
জাসবান্ত সিং রাজপুত ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
লেস্লি হাম্মন্দ ফিল্ড হকি ১৯২৮-১৯৩২
ব্রুমে পিন্নিগের ফিল্ড হকি ১৯২৮-১৯৩২
সায়েদ জাফার ফিল্ড হকি ১৯৩২-১৯৩৬
কেশব দত্ত ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
গ্রাহানন্দান সিং ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
কে. ডি . সিং ফিল্ড হকি ১৯৪৮-১৯৫২
রাঘবির লাল ফিল্ড হকি ১৯৫২-১৯৫৬
জোগিন্দর সিং ফিল্ড হকি ১৯৬০-১৯৬৪
রাঘবির সিং ভোলা ফিল্ড হকি ১৯৫৬-১৯৬০
মোহিন্দের লাল ফিল্ড হকি ১৯৬০-১৯৬৪
বালকৃষ্ণান সিং ফিল্ড হকি ১৯৫৬-১৯৬০
রাজেন্দ্রান ক্রিস্টি ফিল্ড হকি ১৯৬৪-১৯৬৮
বাল্বির সিং কুল্লার ফিল্ড হকি ১৯৬৪-১৯৬৮
জাগজিত সিং ফিল্ড হকি ১৯৬৪-১৯৬৮
গুরবক্স সিং ফিল্ড হকি ১৯৬৪-১৯৬৮
কৃষনামূর্তি পেরুমাল ফিল্ড হকি ১৯৬৮-১৯৭২
অজিত পাল সিং ফিল্ড হকি ১৯৬৮-১৯৭২
হারমিক সিং ফিল্ড হকি ১৯৬৮-১৯৭২

ব্যক্তিগত খেলা

[সম্পাদনা]
ক্রীড়াবিদ খেলা গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিকস অ্যাথলেটিকস ১৯০০
সুশীল কুমার কুস্তি কুস্তি ২০০৮-২০১২
পি ভি সিন্ধু ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ২০১৬-২০২০
নীরজ চোপড়া অ্যাথলেটিকস অ্যাথলেটিকস ২০২০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://zeenews.india.com/sports/london-olympics-2012/india-at-olympics/london-olympics-2012-indian-contingent-greeted-with-huge-cheers_746313.html
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২ 
  3. "PV sindhu becomes two time Olympic medalist: Olympics.com"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১ 
  4. "PV sindhu wins bronze at Tokyo 2020 Summer Olympics: Olympics.com"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১