অলিম্পিকে ভারত
অলিম্পিকে ভারত | |
---|---|
![]() | |
আইওসি কোড | IND |
এনওসি | ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন |
ওয়েবসাইট | olympic |
পদক |
|
গ্রীষ্মকালীন অংশগ্রহণ | |
শীতকালীন অংশগ্রহণ | |
অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ | |
![]() |
ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯০০ সালে। সেই গেমসে ভারতের একমাত্র অংশগ্রহণকারী খেলোয়াড় নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিকসে দুটি পদক জয় করেছিলেন। ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ভারত প্রথম দল পাঠায়। তারপর থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত অংশ নিয়েছে। ১৯৬৪ সাল থেকে বিভিন্ন শীতকালীন অলিম্পিকেও ভারত অংশ নিয়েছে।
১৯২০ সালের ভারতীয় অলিম্পিক দলে ছিলেন দুজন কুস্তিগির, দুজন অ্যাথলেট ও একজন ম্যানেজার। চার খেলোয়াড়ের মধ্যে ফাদেপ্পা দারেপ্পা চাউগুলে ম্যারাথনে তার ইভেন্ট সম্পূর্ণ করেন। তিনি ২ ঘণ্টা ৫০ মিনিট ৪৫.৪ সেকেন্ডে ৪২.৭৫০ কিলোমিটার দৌড়ে ১৯তম স্থান অধিকার করেছিলেন। তিনিই ভারতের প্রথম অলিম্পিক ম্যারাথন রানার।
ভারতীয় অ্যাথলেটরা অলিম্পিকে মোট ৪১টি পদক জয় করেছেন। এগুলির অধিকাংশই এসেছে ফিল্ড হকি ইভেন্টে। ১৯২৮ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে বারোটি অলিম্পিকে ভারত এগোরোটি পদক জয় করেছিল। তারমধ্যে ১৯২৮ থেকে ১৯৫৬ অবধি পরপর ছবার স্বর্ণ পদক জিতেছিল। ১৯৫২ সালে প্রথমবার ভারতের হয়ে (কে.ডি যাদব ) ব্যক্তিগত বিভাগে পদক জয়লাভ করেন।
১৯২৭ সালে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়।
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত তখন অব্দি অনুষ্ঠিত অলিম্পিকে সর্বাধিক সংখ্যক পদক জয় করে। এই অলিম্পিকে তিনটি আলাদা আলাদা খেলায় ভারত তিনটি মেডেল পায়। এর মধ্যে একটি ছিল ভারতের প্রথম একক ইভেন্টে স্বর্ণ পদক। এটি পান অভিনব বিন্দ্রা।
২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৮৫ জন ভারতীয় খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এই অলিম্পিকে ভারত ৫৫টি ইভেন্টে অংশ নেয়। এর আগে ভারত এতগুলি ইভেন্টে কখনও অংশ নেয়নি। লন্ডন অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদকটি জয় করেন গগন নারং (১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং)। [১] দ্বিতীয় পদকটি জয় করেন বিজয় কুমার (২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল)।[২] তৃতীয় পদকটি পেয়েছেন সাইনা নেহওয়াল (মহিলাদের ব্যাডমিন্টন একক)। চতুর্থ পদকটি মেরি কম পেয়েছেন মহিলাদের ৫১ কেজি ফ্লাইওয়েট এবং পঞ্চম পদকটি যোগেশ্বর দত্ত পেয়েছেন ৬০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে।
২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে, সাঁইখোম মিরাবাই চানু উদ্বোধনের দিনেই ৪৯ কেজি ওজনের ভারোত্তোলনে মহিলা বিভাগে রৌপ্য অর্জন করেছিলেন, ভারোত্তোলনের জন্য সিডনিতে কর্ণম মলেশ্বরীর পডিয়াম ফিনিশকে উন্নত করেছিলেন। পিভি সিন্ধু সহজে চীনের হি বিংজিয়াওকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল ম্যাচে , এইভাবে দুটি ভারতীয় অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হয়ে ওঠে। [৩][৪] নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক জেতার প্রথম ভারতীয় এবং ব্যক্তিগত স্বর্ণ জয়ী দ্বিতীয় ভারতীয় হয়েছেন। পুরুষদের ফিল্ড হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছে। এই পদকটি মস্কোতে স্বর্ণের পরে এসেছে, ৪১ বছরের ব্যবধানে। অলিম্পিকের ইতিহাসে ৭ টি পদক পাওয়া ভারতের জন্য সেরা পারফরম্যান্স।
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে, ভারত ৬ পদক জয় করে। এর মধ্যে একটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ রয়েছে, যার তিনটি শুটিং থেকে আসে। এটি ছিল ভারতের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ মোট পদক জয়। মনু ভাকর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি ভারতের হয়ে অলিম্পিক পদক জয়ী প্রথম মহিলা শুটার হয়েছিলেন। তিনি সরবজ্যোত সিংয়ের সাথে 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে আরেকটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এইভাবে তিনি স্বাধীনতার পর প্রথম ভারতীয় হয়ে যান যিনি একটি অলিম্পিকে দুটি পদক জিতেছেন৷ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন নীরজ চোপড়া, যেটি তার অলিম্পিকে দ্বিতীয় পদক। এছাড়াও স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেলে একটি ব্রোঞ্জ পদক জিতেছে এবং ভারতীয় পুরুষ হকি দলও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। অমন সেহরাওয়াত পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।[৫]
প্রতিযোগীদের তালিকা
[সম্পাদনা]এই তালিকা গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের সব অংশগ্রহণকারীদের/প্রতিযোগীদের একটি তুলনামূলক সংক্ষিপ্তসার প্রদান করে।
গেম | ক্রীড়া | পুরুষ | মহিলা | মোট | পূর্বের বছরের তুলনা |
---|---|---|---|---|---|
১৯০০ | ১ | ১ | ০ | ১ | প্রযোজ্য নয় |
১৯২০ | ২ | ৬ | ০ | ৬ | +৬ |
১৯২৪ | ২ | ১২ | ২ | ১৪ | +৮ |
১৯২৮ | ২ | ২১ | ০ | ২১ | +৭ |
১৯৩২ | ৩ | ২০ | ০ | ২০ | −১ |
১৯৩৬ | ৪ | ২৭ | ০ | ২৭ | +৭ |
১৯৪৮ | ১০ | ৭৯ | ০ | ৭৯ | −৫২ |
১৯৫২ | ১১ | ৬০ | ৪ | ৬৪ | −১৫ |
১৯৫৬ | ৮ | ৫৮ | ১ | ৫৯ | −৫ |
১৯৬০ | ৬ | ৪৫ | ০ | ৪৫ | −১৪ |
১৯৬৪ | ৮ | ৫২ | ১ | ৫৩ | +৮ |
১৯৬৮ | ৫ | ২৫ | ০ | ২৫ | −২৮ |
১৯৭২ | ৭ | ৪0 | ১ | ৪১ | +১৬ |
১৯৭৬ | 2 | 20 | 0 | 20 | −২১ |
১৯৮০ | ৪ | ৫৮ | ১৮ | ৭৬ | +৫৬ |
১৯৮৪ | ৫ | ৩৮ | ১০ | ৪৮ | −২৮ |
১৯৮৮ | ১০ | ৩৯ | ৪৯ | ৪৬ | −২ |
১৯৯২ | ১২ | ৪৪ | ৯ | ৫৩ | +৭ |
১৯৯৬ | ১৩ | ৪৫ | ৪ | ৪৯ | −৪ |
২০০০ | ১৩ | ৪৬ | ১৯ | ৬৫ | +১৬ |
২০০৪ | ১৪ | ৪৮ | ২৫ | ৭৩ | +৮ |
২০০৮ | ১২ | ৩১ | ২৫ | ৫৬ | -১৭ |
২০১২ | ১৩ | ৬০ | ২৩ | ৮৩ | +২৭ |
২০১৬ | ১৫ | ৬৩ | ৫৪ | ১১৭ | +৩৪ |
২০২০ | ১৮ | ৭০ | ৫৪ | ১২৪ | +৭ |
২০২৪ | ১৬ | ৬৫ | ৪৫ | ১১০ | -১৪ |
পদকের তালিকা
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক অনুযায়ী পদক
[সম্পাদনা]গেম | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|
![]() |
অংশগ্রহণ করেনি | ||||
![]() |
০ | ২ | ০ | ২ | ১৭ |
![]() |
অংশগ্রহণ করেনি | ||||
![]() | |||||
![]() | |||||
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
১ | ০ | ০ | ১ | ২৩ |
![]() |
১ | ০ | ০ | ১ | ১৯ |
![]() |
১ | ০ | ০ | ১ | ২০ |
![]() |
১ | ০ | ০ | ১ | ২২ |
![]() |
১ | ০ | ১ | ২ | ২৬ |
![]() |
১ | ০ | ০ | ১ | ২৪ |
![]() |
০ | ১ | ০ | ১ | ৩২ |
![]() |
১ | ০ | ০ | ১ | ২৪ |
![]() |
০ | ০ | ১ | ১ | ৪২ |
![]() |
০ | ০ | ১ | ১ | ৪৩ |
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
১ | ০ | ০ | ১ | ২৩ |
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
০ | ০ | ০ | ০ | - |
![]() |
০ | ০ | ১ | ১ | ৭১ |
![]() |
০ | ০ | ১ | ১ | ৭১ |
![]() |
০ | ১ | ০ | ১ | ৬৫ |
![]() |
১ | ০ | ২ | ৩ | ৫০ |
![]() |
০ | ২ | ৪ | ৬ | ৫৫ |
![]() |
০ | ১ | ১ | ২ | ৬৭ |
![]() |
১ | ২ | ৪ | ৭ | ৪৮ |
🇫🇷 ২০২৪ প্যারিস | ০ | ১ | ৫ | ৬ | ৭১ |
মোট | ১০ | ১০ | ২১ | ৪১ |
ক্রীড়া অনুযায়ী পদক
[সম্পাদনা]গেম | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|
![]() |
৮ | ১ | ৩ | ১২ | ১ |
![]() |
১ | ২ | ১ | ৪ | ৩৪ |
![]() |
১ | ২ | ০ | ৩ | ৭১ |
![]() |
০ | ২ | ৫ | ৭ | ৪৩ |
![]() |
০ | ০ | ৩ | ৩ | ৬৪ |
![]() |
০ | ১ | ২ | ৩ | ৯ |
![]() |
০ | ০ | ১ | ১ | ৩০ |
![]() |
০ | ১ | ১ | ২ | ৫৬ |
মোট | ১০ | ৯ | ১৬ | ৩৫ | ১২ |
পদকজয়ী
[সম্পাদনা]পদক | নাম / দল | গেমস | খেলা | ইভেন্ট |
---|---|---|---|---|
![]() |
নরম্যান প্রিচার্ড | ১৯০০ প্যারিস | ![]() |
পুরুষদের ২০০ মিটার |
![]() |
নরম্যান প্রিচার্ড | ![]() |
পুরুষদের ২০০ মিটার হার্ডল | |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯২৮ আমস্টারডাম | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৩২ লস এঞ্জেলস | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৩৬ বার্লিন | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৪৮ লন্ডন | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৫২ হেলসিঙ্কি | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
খাসাবা দাদাসাহেব যাদব | ![]() |
পুরুষদের ফ্রিস্টাইল ব্যান্টামওয়েট | |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৫৬ মেলবোর্ন | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৬০ রোম | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৬৪ টোকিও | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৬৮ মেক্সিকো | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৭২ মিউনিখ | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ১৯৮০ মস্কো | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা |
![]() |
লিয়েন্ডার পেজ | ১৯৯৬ আটলান্টা | ![]() |
পুরুষদের সিঙ্গলস |
![]() |
কর্ণম মালেশ্বরী | ২০০০ সিডনি | ![]() |
মহিলাদের ৬৯ কেজি |
![]() |
রাজ্যবর্ধন সিং রাঠোর | ২০০৪ এথেন্স | ![]() |
পুরুষদের ডাবল ট্র্যাপ |
![]() |
অভিনব বিন্দ্রা | ২০০৮ বেইজিং | ![]() |
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল |
![]() |
বিজেন্দর সিং | ![]() |
পুরুষদের ৭৫ কেজি | |
![]() |
সুশীল কুমার | ![]() |
পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল | |
![]() |
গগন নারং | ২০১২ লন্ডন | ![]() |
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল |
![]() |
বিজয় কুমার | ![]() |
পুরুষদের ২৫ রাপিড ফায়ার পিস্তল | |
![]() |
সাইনা নেহওয়াল | ![]() |
মহিলাদের সিঙ্গলস | |
![]() |
মেরি কম | ![]() |
মহিলাদের ফ্লাইওয়েট | |
![]() |
যোগেশ্বর দত্ত | ![]() |
পুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল | |
![]() |
সুশীল কুমার | ![]() |
পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল | |
![]() |
সাক্ষী মালিক | ২০১৬ রিও দি জেনেরিও | ![]() |
মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল |
![]() |
পি ভি সিন্ধু | ![]() |
মহিলাদের সিঙ্গলস | |
![]() |
নিরজ চোপড়া | ২০২০ টোকিও | ![]() |
পুরুষদের বর্শা নিক্ষেপ |
![]() |
সাঁইখোম মীরাবাই চানু | ![]() |
মহিলাদের ৬৯ কেজি | |
![]() |
রবি কুমার ডাহিয়া | ![]() |
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল | |
![]() |
পি ভি সিন্ধু | ![]() |
মহিলাদের সিঙ্গলস | |
![]() |
লাভলিনা বরগোঁহাই | ![]() |
মহিলাদের ওয়েলটার ওয়েট | |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা | |
![]() |
বজরং পুনিয়া | ![]() |
পুরুষদের ৬৫ কেজি | |
![]() |
নিরজ চোপড়া | ২০২৪ প্যারিস | ![]() |
পুরুষদের বর্শা নিক্ষেপ |
![]() |
মনু ভাকর | ![]() |
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল | |
![]() |
মনু ভাকর ও সরবজ্যোত সিং | ![]() |
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে | |
![]() |
স্বপ্নিল কুসলে | ![]() |
পুরুষদের ৫০ মিটার রাইফেল | |
![]() |
ভারত জাতীয় ফিল্ড হকি দল | ![]() |
পুরুষদের প্রতিযোগিতা | |
![]() |
অমন সেরাওয়াত | ![]() |
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তি |
অলিম্পিকে ভারত জাতীয় ফিল্ড হকি দল
[সম্পাদনা]গেমস | স্থান |
---|---|
![]() |
স্বর্ণ |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() |
রৌপ্য |
![]() |
স্বর্ণ |
![]() |
ব্রোঞ্জ |
![]() | |
![]() |
৭ |
![]() |
স্বর্ণ |
![]() |
৫ |
![]() |
৬ |
![]() |
৭ |
![]() |
৮ |
![]() |
৭ |
![]() |
৭ |
![]() |
যোগ্যতা অর্জন করেনি |
![]() |
১২ |
![]() |
৮ |
![]() |
ব্রোঞ্জ |
🇫🇷 ২০২৮ প্যারিস | ব্রোঞ্জ |
একাধিক পদক জয়ী
[সম্পাদনা]দলগত খেলা
[সম্পাদনা]ব্যক্তিগত খেলা
[সম্পাদনা]ক্রীড়াবিদ | খেলা | গেমস | ![]() |
![]() |
![]() |
মোট |
---|---|---|---|---|---|---|
নরম্যান প্রিচার্ড | ![]() |
১৯০০ | ০ | ২ | ০ | ২ |
সুশীল কুমার | ![]() |
২০০৮-২০১২ | ০ | ১ | ১ | ২ |
পি ভি সিন্ধু | ![]() |
২০১৬-২০২০ | ০ | ১ | ১ | ২ |
নীরজ চোপড়া | ![]() |
২০২০ | ১ | ১ | ০ | ২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://zeenews.india.com/sports/london-olympics-2012/india-at-olympics/london-olympics-2012-indian-contingent-greeted-with-huge-cheers_746313.html
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২।
- ↑ "PV sindhu becomes two time Olympic medalist: Olympics.com"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
- ↑ "PV sindhu wins bronze at Tokyo 2020 Summer Olympics: Olympics.com"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
- ↑ "India at the 2024 Summer Olympics"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২৪-১১-২৭।