জাতীয় অলিম্পিক কমিটি
জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: National Olympic Committee) বা এনওসি হচ্ছে বৈশ্বিকভাবে অলিম্পিক আন্দোলনের সাথে সম্পৃক্ত জাতীয় পর্যায়ের সংস্থা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ন্ত্রণাধীনে থেকে এ কমিটি অলিম্পিক ক্রীড়ায় খেলোয়াড়দের অংশগ্রহণ ও পরিচালনায় দায়বদ্ধ। ইচ্ছে করলে এ কমিটি ভবিষ্যতে নিজ দেশে অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে স্বাগতিক শহরের নাম প্রেরণ করতে পারে। এছাড়াও, অ্যাথলেটদের মানোন্নয়ন, কোচ ও কর্মকর্তাদেরকে জাতীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের জন্যে উদ্যোগী ভূমিকা পালন করে থাকে।
দক্ষিণ সুদান ৯ জুলাই, ২০১১ সালে স্বাধীনতা অর্জন করলেও অদ্যাবধি জাতীয় অলিম্পিক কমিটি গঠন করতে পারেনি।[১]
কমিটির তালিকা
[সম্পাদনা]২০১১ সালের তথ্য মোতাবেক বিশ্বে ২০৪টি জাতীয় অলিম্পিক কমিটি রয়েছে। স্বাধীন দেশসহ অন্যান্য ভৌগোলিক এলাকায় অবস্থান করে কমিটিগুলো প্রতিনিধিত্ব করছে। তন্মধ্যে - জাতিসংঘের সদস্যভূক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৯২টি স্বাধীন দেশ এবং ১২টি রাজ্য রয়েছে।
রাজ্যগুলোর অলিম্পিক কমিটির বিবরণ নিম্নরূপঃ-
- তাইওয়ান চাইনিজ তাইপে'র প্রতিনিধিত্ব করছে।
- ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি উপনিবেশ - আমেরিকান সামোয়া, গুয়াম, পুয়ের্তো রিকো এবং ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ডস একত্রে ভার্জিন আইল্যান্ডস নামে আইওসি-তে প্রতিনিধিত্ব করছে।
- তিনটি ব্রিটিশ উপনিবেশ - বারমুদা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং কেম্যান আইল্যান্ড।
- নেদারল্যান্ডের ক্যারিবিয়ান অঞ্চলের উপনিবেশ আরুবা। নেদারল্যান্ডস এন্টিলেজ অলিম্পিক কমিটি জুলাই, ২০১১ সালে তাদের কমিটির মর্যাদা হারায়। ২০১০ সালে কমিটির অবলোপনের প্রেক্ষাপটেই এটি হয়েছে।[২][৩]
- গণচীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং।
- নিউজিল্যান্ডের সহযোগী রাষ্ট্র কুক দ্বীপপুঞ্জ।
মহাদেশীয় বিভাজন
[সম্পাদনা]জাতীয় অলিম্পিক কমিটির সকল সদস্যই জাতীয় অলিম্পিক কমিটি সংগঠনের সদস্য। এ সংঘকে আবার পাঁচটি মহাদেশীয় সংগঠন পর্যায়ে বিভাজন ঘটানো হয়েছেঃ-
মহাদেশ | সংগঠন | এনওসি | পুরনো সদস্য | নতুন সদস্য | |
---|---|---|---|---|---|
আফ্রিকা
|
আফ্রিকা জাতীয় অলিম্পিক কমিটি সংগঠন | ৫৩ | মিশর (১৯১০) | ইরিত্রিয়া (১৯৯৯) | |
আমেরিকা
|
প্যান আমেরিকান স্পোর্টস অর্গ্যানাইজেশন | ৪১ | মার্কিন যুক্তরাষ্ট্র (১৮৯৪) | ডোমিনিকা (১৯৯৩) সেন্ট কিট্স ও নেভিস (১৯৯৩) সেন্ট লুসিয়া (১৯৯৩) | |
এশিয়া
|
এশিয়া অলিম্পিক কাউন্সিল | ৪৪[৪] | জাপান (১৯১২) | তিমুর-লেসতে (২০০৩) | |
ইউরোপ
|
ইউরোপীয় অলিম্পিক কমিটি | ৪৯ | ফ্রান্স (১৮৯৪) | মন্টেনিগ্রো (২০০৭) | |
ওশেনিয়া
|
ওশেনিয়া জাতীয় অলিম্পিক কমিটি | ২৭ | অস্ট্রেলিয়া (১৮৯৫) | টুভালো (২০০৭) |
বাংলাদেশ অলিম্পিক সংস্থা
[সম্পাদনা]বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি হিসেবে বাংলাদেশ অলিম্পিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিনিধিত্ব করছে। সংস্থার সদর দফতর ঢাকায় অবস্থিত। বাংলাদেশ অলিম্পিক সংস্থা বা বিওএ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়া অলিম্পিক সংস্থা-সহ ১৯৮০ সালে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পায়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.telegraph.co.uk/sport/othersports/olympics/8632832/London-2012-Olympics-South-Sudan-can-compete-at-Games.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১১ তারিখে London 2012 Olympics: South Sudan 'can compete at Games'] The Telegraph, 12 July 2011</
- ↑ "Executive Board concludes first meeting of the new year"। olympic.org ("Official website of the Olympic movement")। ১৩ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১১।
- ↑ "Curtain comes down on 123rd IOC Session"। অজানা প্যারামিটার
|uitgever=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি রয়েছে; তন্মধ্যে - ম্যাকাও স্পোর্টস এন্ড অলিম্পিক কমিটি আইওসি কর্তৃক স্বীকৃত নয় বিধায় ম্যাকাও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারবে না।
- ↑ "Bangladesh Olympic Association (BAN), collection: 3 March, 2012"। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১২।