অলিম্পিকে কিরগিজস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে কিরগিজস্তান

কিরগিজস্তানের জাতীয় পতাকা
আইওসি কোড  KGZ
এনওসি National Olympic Committee of the Republic of Kyrgyzstan
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 রুশ সাম্রাজ্য (১৯০০–১৯১২)
 সোভিয়েত ইউনিয়ন (১৯৫২–১৯৮৮)
 সমন্বিত দল (১৯৯২)

কিরগিজস্তান প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৯৪ সালে। তারপর থেকে সকল গ্রীষ্মকালীন গেমসশীতকালীন গেমসে তাদের ক্রীড়াবিদ পাঠিয়েছে।

১৯৯৪ সালের পূর্বে ১৯৫২ - ১৯৮৮ সাল পর্যন্ত কিরগিজস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯২ গেমসে সমন্বিত দলের অংশ হিসাব অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছিল।

কিরগিজস্তানের ক্রীড়াবিদগণ গ্রীষ্মকালীন গেমসে সর্বমোট ৩ টি পদক জিতেছে। তবে শীতকালীন গেমসে কোন পদক জিততে পারেনি।

পদক তালিকা[সম্পাদনা]

গেমস অনুযায়ী পদক[সম্পাদনা]

গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
১৯০০–১৯১২  রাশিয়া (RUS)-এর অংশ হিসাবে
১৯৫২–১৯৮৮  সোভিয়েত ইউনিয়ন (URS)-এর অংশ হিসাবে
স্পেন ১৯৯২ বার্সেলোনা  সমন্বিত দল (EUN)-এর অংশ হিসাবে
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ আটলান্টা
অস্ট্রেলিয়া ২০০০ সিডনি
গ্রিস ২০০৪ এথেন্স
চীন ২০০৮ বেইজিং
যুক্তরাজ্য ২০১২ লন্ডন
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক[সম্পাদনা]

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
কুস্তি
জুডো
সর্বমোট

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • "Kyrgyzstan" [কিরগিজস্তান] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners" [অলিম্পিকের পদক বিজয়ীগণ] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Kyrgyzstan" [কিরগিজস্তান] (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com। ২০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৬