খারুপেটীয়া

স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৯২°০৮′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯২.১৩° পূর্ব / 26.52; 92.13
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খারুপেটীয়া
নগর
খারুপেটীয়া আসাম-এ অবস্থিত
খারুপেটীয়া
খারুপেটীয়া
ভারতের অসমে খারুপেটীয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৯২°০৮′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯২.১৩° পূর্ব / 26.52; 92.13
দেশ India
রাজ্যঅসম
জেলাদরং জেলা
উচ্চতা৩৭ মিটার (১২১ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৭,৭৮৩
ভাষা
 • সরকারীঅসমীয়া
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+5:30)
PIN784115

খারুপেটীয়া (ইংরেজি: Kharupetia; অসমীয়া: খাৰুপেটীয়া) অসমের দরং জেলায় অবস্থিত একটি নগর। অঞ্চলটি মঙলদৈ থেকে ১৭কি:মি: ও গুয়াহাটি থেকে ৮৭ কি:মি: দূরত্বে অবস্থিত। ৫২নং রাষ্ট্রীয় জাতীয় সড়ক দ্বারা খারুপেটীয়া অসমের বিভিন্ন স্থানের সহিত সংযুক্ত।

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

খারুপেটীয়ার ভৌগোলিক অবস্থান হচ্ছে ২৬°৩১′ উত্তর ৯২°০৮′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯২.১৩° পূর্ব / 26.52; 92.13.[১]।সাগরপৃষ্ঠ থেকে এই অঞ্চলের উচ্চতা ৩৭মিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সনের জনগননা অনুযায়ী খারুপেটীয়ার জনসংখ্যা ১৭,৭৮৪ জন [২]। এখানকার জনসংখ্যার ৫৪% পুরুষ ও ৪৬% মহিলা। অঞ্চলটির সাক্ষরতার হার ৭৩%।

পুরুষ ও মহিলার সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৭৮% ও ৬৮%।

খারুপেটীয়ার জনসংখ্যার মোট ১২% ছয় বৎসরের নিম্নে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

বিদ্যালয়

  • খারুপেটীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • শৈলবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • খারুপেটীয়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

মহাবিদ্যালয়

  • খারুপেটীয়া মহাবিদ্যালয়
  • আজমল মহাবিদ্যালয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Falling Rain Genomics, Inc - Kharupetia[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১