ডিব্রুগড় জেলা
ডিব্ৰুগড় জেলা ডিব্ৰুগড় জিলা | |
---|---|
আসামের জেলা | |
আসামে ডিব্ৰুগড়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
প্রশাসনিক বিভাগ | উজনি আসাম |
সদরদপ্তর | ডিব্রুগড় |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ডিব্রুগড় |
• বিধানসভা আসন | মরাণ ডিব্ৰুগড় লাহোয়াল দুলিয়াজান টিংখং চাবুৱা নাহরকাটিয়া |
আয়তন | |
• মোট | ৩,৩৮১ বর্গকিমি (১,৩০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৩,২৭,৭৪৮ |
• জনঘনত্ব | ৩৯০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 76.22 % |
• লিঙ্গানুপাত | 952 |
প্রধান মহাসড়ক | ৩৭ নং |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ডিব্ৰুগড় জেলা (অসমীয়া: ডিব্ৰুগড় জিলা) ভারতের উত্তর-পূর্বে অবস্থিত আসাম রাজ্যের একটি জেলা যা উজানি আসাম বিভাগের অধীন। এর চারদিকের সীমানা হলো উত্তরে ধেমাজি জেলা, দক্ষিণে শিবসাগর জেলা এবং অরুণাচল প্রদেশ, পূর্বে তিনসুকিয়া জেলা, এবং পশ্চিমে শিবসাগর জেলা। এর জেলা সদর ডিব্ৰুগড়। জেলাটির মোট আয়তন প্ৰায় ৩৩৮১ বৰ্গ কি:মি:।
ডিব্ৰুগড় নামের উৎপত্তি
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]জলবায়ু
[সম্পাদনা]প্ৰশাসনিক বিভাজন
[সম্পাদনা]ডিব্ৰুগড় জেলার মহকুমা হলো ডিব্ৰুগড় এবং জেলা সদর হলো ডিব্রুগড়। ডিব্ৰুগড় জেলাটি লোকসভায় ডিব্ৰুগড় এবং মরাণ, ডিব্ৰুগড়, লাহোরাল, দুলিয়াজান, টিংখং, চাবুরা, নাহরকটীয়া - এই সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত।
জনবৈশিষ্ঠ্য
[সম্পাদনা]২০০১ সনের লোকগণনা অনুসারে ডিব্ৰুগড়ের জনসংখ্যা ১০২৫২৩ জন। এর ৫৪ শতাংশ পুরুষ এবং ৪৬ শতাংশ মহিলা।
ভাষা
[সম্পাদনা]অসমীয়া হলো এই জেলার প্ৰধান ভাষা। এছাড়াও এখানে হিন্দি, বাংলা এবং কিছু উপজাতীয় ভাষা প্রচলিত আছে।
শিক্ষা
[সম্পাদনা]ডিব্ৰুগড় জেলার সাক্ষরতার হার পুরুষ ৮২% এবং মহিলা ৮০% (২০০১ সনের লোকগণনা মতে)।
ডিব্ৰুগড়ের উল্লেখযোগ্য স্থাপনা
[সম্পাদনা]আসামের প্ৰথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়। ১৯৬৫ সালে স্থাপিত বিশ্ববিদ্যালয়টি রাজাভেটাত অঞ্চলে অবস্থিত এবং ডিব্ৰুগড় সদর থেকে প্ৰায় পাঁচ কিলোমিটার দূরে স্থাপিত।