ও আমার দেশের মাটি
"ও আমার দেশের মাটি" | |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত | |
রেকর্ডকৃত | ১৯০৫ |
ধারা | রবীন্দ্রসঙ্গীত |
গান লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
সুরকার | রবীন্দ্রনাথ ঠাকুর |
ও আমার দেশের মাটি একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটির রচনাকাল ১৯০৫ থ্রিস্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ)। গানটির স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরাণী।[১] এই গানটি বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল।[২][৩]
পাঠ[সম্পাদনা]
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Song o amar desher mati | Lyric and History"। www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ সেন, কৃষ্ণ (২০১৭)। "1910 and the Evolution of Rabindranath Tagore's Vernacular Nationalism"। তুতেজা, কে. এল.; চক্রবর্তী, কৌস্তভ। Tagore and Nationalism (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গের। পৃষ্ঠা ৪২। আইএসবিএন 9788132236962।
- ↑ "বঙ্গভঙ্গ আন্দোলন ও রবীন্দ্রনাথ"। arts.bdnews24.com। ৬ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০।