বিষয়বস্তুতে চলুন

আল ফারাবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুসলিম ওলামা
আবু নস়র আল-ফ়ারাবী[]
ابو نصر الفارابي
উপাধিদ্বিতীয় শিক্ষক[]
জন্মসি. ৮৭০
খোরাসানে ফারিয়ব শহরের নিকটবর্তী আল ওয়াসিজ নামক গ্রামে
মৃত্যু৯৫৬ খ্রিঃ[]
দামেস্ক[]
জাতিভুক্তপার্সিয়ান/তুর্কি
যুগইসলামি স্বর্ণযুগ
মূল আগ্রহঅধিবিদ্যা, রাজনৈতিক দর্শন, যুক্তি, সংগীত, বিজ্ঞান, নীতিশাস্ত্র, মরমিবাদ,[] জ্ঞানতত্ত্ব
লক্ষণীয় কাজকিতাব আল-মুসিকি আল-কাবির ("সঙ্গীতের মহান বই"), আরা আহল আল-মাদিনা আল-ফাদিলা ("পবিত্র শহর"), কিতাব ঈসা আল-উলুম ("জ্ঞানের পরিচিতি"), কিতাব ঈসা আল-ইকাআত ("ছন্দের শ্রেণিবিভাগ")
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
আখ্যাভাববাদ []
ব্যবহারশাস্ত্র[]
ধর্মীয় মতবিশ্বাস[]

আল ফারাবি (ফার্সি: ابونصر محمد بن محمد فارابی, আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবি, একজন প্রখ্যাত মুসলিম দার্শনিকবিজ্ঞানী

এছাড়াও তিনি একজন মহাবিশ্বতত্ত্ববিদ, যুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য। পদার্থ বিজ্ঞানে তিনিই 'শূন্যতা'-র অবস্থান প্রমাণ করেছিলেন। তিনি ৮৭২, মতান্তরে ৮৭০ খ্রিষ্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত 'ফারাব' নামক শহরের নিকটবর্তী 'আল ওয়াসিজ' নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৯৫৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

অবদান

[সম্পাদনা]

আল ফারাবী দর্শন ছাড়াও যুক্তিবিদ্যাসঙ্গীত-এর ন্যায় জ্ঞানের বিস্তর শাখায় অবদান রাখেন। আল মদিনা আল ফাজিলা বা আদর্শ নগর তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। কিতাব আল মুসিকি আল কবির বা সঙ্গীতের মহান গ্রন্থ তার আরেকটি বিখ্যাত গ্রন্থ।

দর্শন

[সম্পাদনা]

প্লেটোঅ্যারিস্টটল-এর দর্শনের উপর তিনি বিস্তর আলোচনা করেছেন। প্লেটোর রিপাবলিক-এর মত তিনিও একটি আদর্শ রাষ্ট্র-এর কল্পনা করেছেন তার আদর্শ নগর গ্রন্থে। তিনি স্রষ্টার সর্বাধিপত্য স্বীকারের পাশাপাশি সৃষ্টিকেও শাশ্বত বলে মনে করতেন। তিনি কোন চরম মত পোষণ করতেন না এবং চিন্তার ক্ষেত্রে পরস্পর-বিরোধী মতকে প্রায়শই একসাথে মিলাবার চেষ্টা করেছেন।

রাষ্ট্র দর্শন

[সম্পাদনা]

আদর্শ নগর-এ তার রাষ্ট্রনায়ক-এর একনায়ক বৈশিষ্ট প্রকট। তার মতে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সর্বৈব ক্ষমতা পোষণ করবেন এবং অন্য সবাই তার বাধ্য থাকবেন। নাগরিকদের ক্ষমতায়ও থাকবে শ্রেণি বিভাজন, যেখানে কোনো শ্রেণি তার উপরের শ্রেণির আদেশ মান্য করবে ও নিচের শ্রেণির উপর আদেশ জারী করবে। তৎকালীন বহুধাবিভক্ত সামন্ততান্ত্রিক সমাজকে এককেন্দ্রিক রাষ্ট্রকাঠামোর আওতায় আনতে এই রাষ্ট্র দর্শন প্রভাব বিস্তার করে এবং সময়ের বিচারে এরূপ ভাবধারা গুরুত্বপূর্ণ ছিল। আদর্শ রাষ্ট্রকে তিনি অসম্ভব উল্লেখ করলেও এটি অর্জনের জন্য মানুষের চিরন্তন প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। মুসলিম মিল্লাতে তার অবদান অনস্বীকার্য

সম্মাননা

[সম্পাদনা]
  • তাঁর নামে আল-ফারাবি কাজাখ জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি আল-ফারাবি লাইব্রেরিও রয়েছে।
  • শ্যামকেন্ট শিক্ষামূলক সংস্কৃতি ইনস্টিটিউট আল-ফারাবির নামে নামকরণ করা হয়েছে (১৯৬৭-১৯৯৬)।
  • কাজাখস্তানের অনেক শহরেই তাঁর নামে রাস্তার নামকরণ করা হয়েছে।
  • আলমাতি, শ্যামকেন্ট এবং তুর্কিস্তান শহরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
  • ১৯৭৫ সালে, মস্কো, আলমাতি এবং বাগদাদে আল-ফারাবির ১১০০তম জন্মবার্ষিকী আন্তর্জাতিকভাবে পালিত হয়েছিল।[]
  • তার সম্মানে গ্রহাণু বেষ্টনীতে গ্রহাণু ৭০৫৭ আল-ফারাবি এর নামকরণ করা হয়েছিল।[]
  • ২০২১ সালের নভেম্বরে, কাজাখস্তানের নূর-সুলতানে আল-ফারাবির একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়।[১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Gutas, Dimitri। "Farabi"Encyclopædia Iranica। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১০
  2. 1 2 Corbin, Henry (২০০১)। History of Islamic Philosophy। Kegan Paul। আইএসবিএন ৯৭৮-০-৭১০৩-০৪১৬-২ {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= প্রস্তাবিত) (সাহায্য)
  3. আল ফারাবী প্রবন্ধ দ্রষ্টব্য
  4. 1 2 Dhanani, Alnoor (২০০৭)। "Fārābī: Abū Naṣr Muḥammad ibn Muḥammad ibn Tarkhān al‐Fārābī"। Thomas Hockey; এবং অন্যান্য (সম্পাদকগণ)। The Biographical Encyclopedia of Astronomers। New York: Springer। পৃ. ৩৫৬–৭। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৩১০২২-০ {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: |সম্পাদক=-এ "et al." এর সুস্পষ্ট ব্যবহার (সাহায্য) (PDF version)
  5. Maftouni, Nadia (২০১৩)। "وجوه شیعی فلسفه فارابی" [Shi'ite Aspects of Farabi`s Philosophy]Andishe-Novin-E-Dini (ফার্সি ভাষায়)। (33): ১২। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮
  6. Corbin, Henry (২৩ জুন ২০১৪)। History Of Islamic Philosophy। Routledge। আইএসবিএন ৯৭৮১১৩৫১৯৮৮৯৩ Google Books এর মাধ্যমে।
  7. Fazi, Fārābī's Political Philosophy and shī'ism, Studia Islamica, No. 14 (1961), pp. 57–72
  8. "Аль-Фараби гордость не только нашего народа, но и всего исламского мира – Абсаттар Дербисали"www.inform.kz। ২৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২
  9. "7057 Al-Farabi (1990 QL2)"Minor Planet Center। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬
  10. "Monument to Al-Farabi unveiled in Nur-Sultan"www.inform.kz। ৩০ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]