আল-বাগাভী
অবয়ব
ইমাম আল-বাগাভী | |
---|---|
উপাধি | রুকন আল-দীন মুহিউস সুন্নাহ |
জন্ম | ৪৩৩ বা ৪৩৬ হিঃ |
মৃত্যু | ৫১৬ হিঃ মারওয়ার রুদ |
অন্য নাম | আবু মুহাম্মদ আল-হুসাইন ইবনে মাস’উদ ইবনে মুহাম্মদ আল-ফাররা’ আল-বাগাভী |
জাতিভুক্ত | পারস্য |
যুগ | ইসলামী স্বর্ণ যুগ |
পেশা | ইসলামী ধর্মতত্ত্ববিদ, মুহাদ্দিস, মুফাসসির ও ফকীহ |
মূল আগ্রহ | তাফসীর, হাদিস, ফিকহ |
আবু মুহাম্মদ আল-হুসাইন ইবনে মাস’উদ ইবনে মুহাম্মদ আল-ফাররা’ আল-বাগাভী (জন্ম ৪৩৩[১] অথবা ৪৩৬ হিজরি[২] এবং মৃত্যু ১১২২ খ্রিঃ) একজন বিখ্যাত ইরানি মুসলিম মুফাসসির, হাদিসশাস্ত্রবিদ এবং শাফেয়ী আইনের বিশেষজ্ঞ।
জীবনী
[সম্পাদনা]আল-বাগাভী তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা “তাফসীর আল-বাগাভী”-এর জন্য খ্যাত। তিনি তার পিতৃনিবাস বাঘ বা বাঘশুর (তখন ইরানের অন্তর্গত ছিল) –এর জন্য আল-বাগাভী নামে পরিচিত। তিনি বাঘশুরে এবং পরে হেরাত ও মারওয়ার রুদে বসবাস করেন। তিনি মারওয়ার রুদে ১১২২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
তিনি তার হাদিস সংকলন শারহে আল-সুন্নাহ এবং মাসাবিহ আল সুন্নাহ-এর জন্য. বিশেষভাবে পরিচিত যা পরে আল-তিব্রিযির(মৃত্যুঃ ৭৪১ হিঃ) সংকলনের সাথে যুক্ত হয়ে “মিশকাতুল মাসাবিহ” নামে প্রসিদ্ধ। তিনি আল-হুসাইন ইবনে মুহাম্মদ আল-মারওয়া আল-রুদির ছাত্র ছিলেন।
রচনাসমূহ
[সম্পাদনা]- তাফসীর আল-বাগাভীঃ আল-মুসাম্মা মা’আলিম আল-তানজিল(تفسير البغوي : المسمى : معالم التنزيل)
- আল-তাহজিব ফি ফিকহ আল-ইমাম আল-শাফি(التهذيب في فقه الإمام الشافعي)
- শারহে আল-সুন্নাহ (شرح السنة)
- মাসাবিহ আল-সুন্নাহ (مصابيح السنة)
- আল-আনওয়ার ফি শামাইল আল-নাবি আল-মুখতার (الأنوار في شمائل النبي المختار )
- আল-জামে বায়ান আল-সাহিহাইন (الجمع بين الصحيحين)
- আল-আরবা ইন হাদিসান (الأربعين حديثاً)
- মাজমুয়াহ মিন আল-ফাতাওয়া (مجموعة من الفتاوى)
তথ্যসূত্র
[সম্পাদনা]![]() |
This article about an Islamic scholar is a stub. You can help Wikipedia by expanding it. |