আবু উবায়দ আল-জুজ্জানি
অবয়ব
আবু উবায়দ আল-জুজ্জানি, (মৃত্যু. ১০৭০), ( ابو عبيد جوزجانی) একজন পারস্য চিকিৎসক এবং গুজগানের ইতিহাসবিদ ছিলেন।[১]
তিনি ইবনে সিনার বিখ্যাত ছাত্র ছিলেন, যার সাথে তার প্রথম দেখা হয়েছিল গোরগানে।[২] তিনি ইবনে সিনার আজীবন সঙ্গী হয়ে ইসফাহানে বহু বছর কাটিয়েছেন। ইবনে সিনার মৃত্যুর পর, তিনি তার গুরুর আত্মজীবনীর একটি সমাপনী অধ্যায় সম্পূর্ণ করেন।[৩]
ইবনে সিনার উপাধি ছিল শেখ আল-রইস। ইতিহাসবিদ ইবনে আবি উসাইবা উল্লেখ করেছেন সিনার ঘনিষ্ঠ সহচর আবু উবায়দ 'শেখ আল-রইস'-এর বাসভবনে একসাথে থাকতেন এবং এখানে প্রতি রাত ইবনে সিনা ও আবু উবায়দ এক এক করে ক্যানন এবং শিফার নির্দেশাবলী অধ্যয়ন করতেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সায়েন্স, মেডিসিন অ্যান্ড টেকনোলজি, আহমাদ দালাল, অক্সফোর্ড হিস্টোরি অব ইসলাম, সম্পাদক জন এল এসপোসিটো, (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৯১), পৃষ্ঠা ১৭১
- ↑ ইবনে সিনা (১৯৭৪)। দ্য লাইফ অব ইবনে সিনা। সানি প্রেস। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 0-87395-226-X।
- ↑ এডামসন, পিটার (৭ জুলাই ২০১৬)। Philosophy in the Islamic World: A History of Philosophy Without Any Gaps। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১১৫। আইএসবিএন 978-0-19-957749-1।
- ↑ Ibn Abi Usaibaa. 4th ed. Vol. 3. Beirut: House of Culture Press; 1987. Uyun al-Anba fi Tabaqat al Atibba, Dar al-Thiqafa, cited by মুসাভি, জামাল (এপ্রিল–জুন ২০০৯)। "The Place of Avicenna in the History of Medicine": ৩–৮। আইএসএসএন 2008-4625। ওসিএলসি 8145692545। পিএমআইডি 23407771। পিএমসি 3558117
।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দ্য বায়োগ্রাফিকাল এনসাইক্লোপেডিয়া অব এস্ট্রোনমার্স। (PDF version)