আবু উবায়দ আল-জুজ্জানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু উবায়দ আল-জুজ্জানি, (মৃত্যু. ১০৭০), ( ابو عبيد جوزجانی) একজন পারস্য চিকিৎসক এবং গুজগানের ইতিহাসবিদ ছিলেন।[১]

তিনি ইবনে সিনার বিখ্যাত ছাত্র ছিলেন, যার সাথে তার প্রথম দেখা হয়েছিল গোরগানে[২] তিনি ইবনে সিনার আজীবন সঙ্গী হয়ে ইসফাহানে বহু বছর কাটিয়েছেন। ইবনে সিনার মৃত্যুর পর, তিনি তার গুরুর আত্মজীবনীর একটি সমাপনী অধ্যায় সম্পূর্ণ করেন।[৩]

ইবনে সিনার উপাধি ছিল শেখ আল-রইস। ইতিহাসবিদ ইবনে আবি উসাইবা উল্লেখ করেছেন সিনার ঘনিষ্ঠ সহচর আবু উবায়দ 'শেখ আল-রইস'-এর বাসভবনে একসাথে থাকতেন এবং এখানে প্রতি রাত ইবনে সিনা ও আবু উবায়দ এক এক করে ক্যানন এবং শিফার নির্দেশাবলী অধ্যয়ন করতেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সায়েন্স, মেডিসিন অ্যান্ড টেকনোলজি, আহমাদ দালাল, অক্সফোর্ড হিস্টোরি অব ইসলাম, সম্পাদক জন এল এসপোসিটো, (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৯১), পৃষ্ঠা ১৭১
  2. ইবনে সিনা (১৯৭৪)। দ্য লাইফ অব ইবনে সিনাসানি প্রেস। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 0-87395-226-X 
  3. এডামসন, পিটার (৭ জুলাই ২০১৬)। Philosophy in the Islamic World: A History of Philosophy Without Any Gaps। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১১৫। আইএসবিএন 978-0-19-957749-1 
  4. Ibn Abi Usaibaa. 4th ed. Vol. 3. Beirut: House of Culture Press; 1987. Uyun al-Anba fi Tabaqat al Atibba, Dar al-Thiqafa, cited by মুসাভি, জামাল (এপ্রিল–জুন ২০০৯)। "The Place of Avicenna in the History of Medicine": ৩–৮। আইএসএসএন 2008-4625ওসিএলসি 8145692545পিএমআইডি 23407771পিএমসি 3558117অবাধে প্রবেশযোগ্য 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • দ্য বায়োগ্রাফিকাল এনসাইক্লোপেডিয়া অব এস্ট্রোনমার্স  (PDF version)