২০২১–২২ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের ওমান সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ সংযুক্ত আরব আমিরাত পুরুষ ক্রিকেট দলের ওমান সফর
 
  ওমান সংযুক্ত আরব আমিরাত
তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ – ৮ ফেব্রুয়ারি ২০২২
অধিনায়ক জিশান মাকসুদ আহমেদ রাজা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জতিন্দর সিং (১৪৯) চিরাগ সুরি (১৬৫)
সর্বাধিক উইকেট কলিমুল্লাহ (৬)
বিলাল খান (৬)
বাসিল বিন আব্দুল হামিদ (৭)

সংযুক্ত আরব আমিরাত পুরুষ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওমান সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের অংশ হিসেবে গণ্য হয়। এর পূর্বে টুর্নামেন্টটির ৪র্থ পর্ব৮ম পর্বে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো পুনঃসূচিত করা হয় এ সিরিজের অংশ হিসেবে।[২][৩] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৪]

ওডিআই সিরিজটির পরে উভয় দল একটি চতুর্দেশীয় সিরিজটি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যে টুর্নামেন্টগুলো পরবর্তীতে ওমানেই অনুষ্ঠিত হয়।[৫][৬]

সিরিজে সংযুক্ত আরব আমিরাত ২–০ ব্যবধানে জয়ী হয়, যেখানে তৃতীয় ম্যাচটি টাই হয়।[৭][৮]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[৯]  সংযুক্ত আরব আমিরাত[১০]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৫ ফেব্রুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
৩০৭/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৩০৮/৬ (৪৯ ওভার)
জতিন্দর সিং ১০৬ (৯৫)
জহুর খান ২/৫৯ (১০ ওভার)
চিরাগ সুরি ১১৫ (১২৫)
কলিমুল্লাহ ৩/৪৩ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
  • চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১১]

২য় ওডিআই[সম্পাদনা]

৬ ফেব্রুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৯৫ (৪৭.২ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৯৬/৬ (৪৫.৩ ওভার)
শোয়েব খান ৬৮ (৫৯)
বাসিল বিন আব্দুল হামিদ ৫/১৭ (৬.২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাসিল বিন আব্দুল হামিদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাজা আকিফউল্লাহ খান (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
  • বাসিল বিন আব্দুল হামিদ (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১২]

৩য় ওডিআই[সম্পাদনা]

৮ ফেব্রুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২১৪ (৪৯.৩ ওভার)
কাশ্যপ প্রজাপতি ৫৭ (৮৯)
কাশিফ দাউদ ৩/৪১ (৯.৩ ওভার)
কাশিফ দাউদ ৫২ (৫২)
নেস্টর ধাম্বা ৩/২০ (১০ ওভার)
ম্যাচ টাই
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাশিফ দাউদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Oman to host UAE in February 2022 to complete postponed CWC League 2 fixtures"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১ 
  2. "UAE cricket match against Oman called off following death of Sultan Qaboos"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  3. "Tri-series in Namibia called off, Oman cricket team flying back"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "Ireland to play quadrangular tournament"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  6. "ICC Men's T20 World Cup Qualifier A to begin in Oman on 18 February"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২ 
  7. "UAE fall just short of series clean-sweep in Oman despite Kashif Daud heroics"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Action packed third ODI between Oman and UAE ends in a tie"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "Oman to play three-match ODI series against UAE"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  10. "ECB Announce teams that will represent the UAE ahead of intense 3-series campaign in Oman"‌আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  11. "Chirag Suri century underpins record-breaking ODI win for UAE against Oman"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  12. "Hameed and Rizwan star as UAE go two from two against Oman"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]