মীনমবক্কম মেট্রো স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনামবক্কম
চেন্নাই মেট্রো স্টেশন
অবস্থানভারত
মালিকানাধীনচেন্নাই মেট্রো
পরিচালিতচেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল)
লাইন     নীল লাইন
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
ইতিহাস
চালু২১ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-21)
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   চেন্নাই মেট্রো   পরবর্তী স্টেশন
নীল লাইন
শেষ স্টেশন
অবস্থান
মানচিত্র

মিনামবক্কম মেট্রো স্টেশন চেন্নাই মেট্রোর নীল লাইনের একটি মেট্রো রেলওয়ে স্টেশন। স্টেশনটি মিনামবক্কম এবং তিরুসুলাম এলাকাগুলোতে রেল পরিষেবা প্রদান করে।

নির্মাণ[সম্পাদনা]

স্টেশনটির নির্মাণকাজ ইরোডের ইউআরসি কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে দেওয়া হয়েছিল । [১]

স্টেশন[সম্পাদনা]

বিমানবন্দরটির দ্বিতীয় রানওয়ের এয়ার ফানেল অঞ্চলটির জন্য স্টেশন থেকে সংক্ষিপ্ত দূরত্বে রেলপথটি মাটির নিচে প্রবেশ করে এবং ৪৯০ মিটার ভূগর্ভে চলার পর আবার উত্তোলিত পথে ফিরে আসে।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. TNN (১৫ ফেব্রুয়ারি ২০১৫)। "Chennai metro rail airport line takes shape"The Times of India। Chennai: The Times Group। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]