ভোপাল মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভোপাল মেট্রো
ভোজ মেট্রো
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন
সেবা উপভোগকারী এলাকাভোপাল
অবস্থানভোপাল, মধ্য প্রদেশ, ভারত
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
১ (নির্মানাধীন)
১ (অনুমোদিত)
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৮ (নির্মানাধীন)
দৈনিক যাত্রীসংখ্যা২,২০,০০
ওয়েবসাইটএমপিএমআরসিএল
চলাচল
সম্ভাব্য চালুর তারিখঅগাস্ট ২০২৩
রেলগাড়ির দৈর্ঘ্য৩ টি রেল কামরাযুক্ত
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৬.২২ মা (১০.০১ কিমি) (নির্মানাধীন)
রেলপথের গেজআদর্শ-গেজ (৪ ফুট ৮/ ইঞ্চি)
বিদ্যুতায়ন৭৫০ভি ডিসি, তৃতীয় রেল
গড় গতিবেগ৩২ কিলোমিটার (২০ মা)
শীর্ষ গতিবেগ৯০ কিলোমিটার (৫৬ মা)

ভোপাল মেট্রো মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল শহরে নির্মাণাধীন যাত্রী পরিষেবা প্রদানকারী দ্রুতগামী পরিবহন ব্যবস্থা[১] ২০২০ সালের অগাস্ট মাসের তথ্য অনুসারে, ভোপাল মেট্রোর একটি মাত্র নির্মাণাধীন যাত্রাপথ রয়েছে, যেটি হল এইমস থেকে সুভাষ নগর পর্যন্ত দীর্ঘ ৬.২২ কিলোমিটার (৩.৮৬ মা) মেট্রো লাইন। এই ব্যবস্থায় ৬.২২ কিলোমিটার পথে ব্রডগেজ এবং আদর্শ-গেজ (৪ ফুট ৮/ ইঞ্চি) বিস্তারযুক্ত ৮ টি মেট্রো স্টেশন বিদ্যমান, যার প্রতিটি উত্তোলিত। এছাড়া আরো দুটি রেলপথের সমন্বয়ে মোট ২১.৬৫ কিলোমিটার (১৩.৪৫ মা) রেলপথ অনুমোদন লাভ করেছে৷[১]

এই রেল ব্যবস্থাটি মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশনের মালিকানাধীন এবং সংখ্যাটি রেল ব্যবস্থাটির পরিচালনার কার্যক্রমে যুক্ত রয়েছে৷ অনুমান করা হচ্ছে, যে এটি পুরোপুরিভাবে চালু হওয়ার পরে প্রতিদিন ২,২০,০০০ জন যাত্রী পরিবহন করবে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bhopal Metro – Information, Route Maps, Fares, Tenders & Updates"www.themetrorailguy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]