৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার
৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২০০৩ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | আনিসুল হক | |||
পরিচালক | রতন পাল, আবদুল্লাহ রানা, তৌহিদ খান বিপ্লব | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ অভিনেতা | চলচ্চিত্র রিয়াজ টেলিভিশন জাহিদ হাসান চলচ্চিত্র ও প্রিয়া তুমি কোথায় টেলিভিশন বন্ধন | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | চলচ্চিত্র শাবনূর টেলিভিশন বিপাশা হায়াত চলচ্চিত্র স্বামী স্ত্রীর যুদ্ধ টেলিভিশন বিষকাঁটা | |||
|
৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চম আয়োজন। ২০০২ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৩ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুল হক।[১]
এই আয়োজনে ১৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পাঠক জরিপের ১১টি বিভাগে ৪টি করে মনোনয়ন দেওয়া হয় এবং পাঠকের ভোটে সেরাদের নির্বাচন করা হয়। সমালোচকদের বিচারে ৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
চলচ্চিত্র শাখায় স্বামী স্ত্রীর যুদ্ধ সর্বাধিক তিনটি মনোনয়ন লাভ করে এবং একটি পুরস্কার লাভ করে। টেলিভিশন শাখায় হাওয়াঘর সর্বাধিক ৪টি বিভাগে মনোনয়ন লাভ করে। আফসানা মিমি হাওয়াঘর-এর জন্য তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী এবং সমালোচকদের বিচারে সেরা টিভি অভিনেত্রী বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন। নুরুল আলম আতিক চতুর্থ মাত্রা টিভি নাটকের জন্য সেরা টেলিভিশন চিত্রনাট্য ও সেরা টেলিভিশন নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দুটি বিভাগে পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্তকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
বিজয়ী ও মনোনীতদের তালিকা
[সম্পাদনা]নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
---|---|
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
|
|
সেরা গায়ক | সেরা গায়িকা |
|
|
সেরা পুরুষ মডেল | সেরা নারী মডেল |
|
|
সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য) | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (বিনোদন) |
|
|
সেরা ব্যান্ড | |
সমালোচক
[সম্পাদনা]সেরা টেলিভিশন চিত্রনাট্য | সেরা টেলিভিশন নির্দেশক |
---|---|
|
|
সেরা টেলিভিশন অভিনেতা | সেরা টেলিভিশন অভিনেত্রী |
|
|
অনুষ্ঠান
[সম্পাদনা]পুরস্কার প্রদান
[সম্পাদনা]প্রদানকারী | পুরস্কারের বিভাগ |
---|---|
সৈয়দ আব্দুল হাদী | সেরা গায়িকা |
রেজওয়ানা চৌধুরী বন্যা | সেরা গায়ক |
আবুল হায়াত | সেরা নারী মডেল |
গীতিআরা সাফিয়া চৌধুরী | সেরা পুরুষ মডেল |
আতাউর রহমান | সেরা টেলিভিশন নির্দেশক |
সৈয়দ শামসুল হক | সেরা টেলিভিশন চিত্রনাট্য |
মুহম্মদ জাফর ইকবাল | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (তথ্য) |
ফারুক চৌধুরী ও আইয়ুব বাচ্চু | সেরা ব্যান্ড |
আতিকুল হক চৌধুরী | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
সুবর্ণা মুস্তাফা | সেরা টিভি অভিনেতা (সমালোচক) |
তাসমিমা হোসেন | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান (বিনোদন) |
ইলিয়াস কাঞ্চন | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
রোজী আফসারী | সেরা চলচ্চিত্র অভিনেতা |
আনিসুজ্জামান | সেরা টেলিভিশন অভিনেত্রী |
ডলি জহুর | সেরা টেলিভিশন অভিনেতা |
কলিম শরাফী, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু | আজীবন সম্মাননা |
পরিবেশনা
[সম্পাদনা]পরিবেশক | পরিবেশনা |
---|---|
চাঁদনী, ঈশিতা, রিচি সোলায়মান | স্বাগত নৃত্য |
আনুশেহ্, মমতাজ | গান - "বাউল বলতে বল বুঝায় কারে" |
পারভীন সুলতানা দিতি, বাবর | নাটিকা - ভবিষ্যতের নারী |
লিটু আনাম, দীপা খন্দকার, শাহেদ শরীফ খান, মোনালিসা, মাহফুজ আহমেদ, শ্রাবন্তী | নৃত্য - "চাঁদের সাথে দেব না" |
আহমেদ রুবেল, সামিনা চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, অপি করিম, রিয়াজ | নাটিকা - বুশ ব্লেয়ার |
শমী কায়সার, জাহিদ হাসান, এটিএম শামসুজ্জামান | প্যারডি - "আছেন আমার মিনিস্টার" |
জুয়েল আইচ, হুমায়ূন ফরীদি | জাদুশিল্প |
সমবেত গান | গান - "আজ যে শিশু" |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ সাদিয়া শাহরীন, সৈয়দা (৭ মে ২০১৫)। "কে কতটা এগিয়ে..."। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।