বিষয়বস্তুতে চলুন

শাহেদ শরীফ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহেদ শরীফ খান
জন্ম (1974-05-07) ৭ মে ১৯৭৪ (বয়স ৫০)
উল্লেখযোগ্য কর্ম
সেনাপতি, প্রিয় সাথী, জয় যাত্রা, হৃদয় শুধু তোমার জন্য, টক ঝাল মিষ্টি
সঙ্গীনাতাশা হায়াত
পিতা-মাতামোহাম্মদ ইব্রাহিম খান (বাবা)

শহীদ শরীফ খান একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক।[] ১৯৯৭ সালে তিনি একটি বিজ্ঞাপনের মডেল হওয়ার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি তার অভিনয়ের জন্য তিন বার মেরিল প্রথম আলো পুরুস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে সেনাপতি[], প্রিয় সাথী, জয়যাত্রা, হৃদয় শুধু তোমার জন্য, টক ঝাল মিষ্টি। তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছে।[][]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

শাহেদ অভিনেতা আবুল হায়াতের কন্যা নাতাশা হায়াতকে বিবাহ করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শাহেদ শরীফ খান ২০০০ সালে আনিসুল হক কর্তৃক লিখিত ও মোস্তফা সরওয়ার ফারুকী কর্তৃক পরিচালিত “একান্নবর্তী” নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন। এখানে তিনি মৌটুসি বিশ্বাসের সাথে অভিনয় করেছিলেন যিনি একই নাটকের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন, এতে আবুল হায়াতও অভিনয় করেছিলেন।[] এটি আনিসুল হকের লেখা ও মোস্তাফা সারোয়ার ফারুকির পরিচালিত একটি নাটক ছিল।

চলচ্চিত্র

[সম্পাদনা]

জি সরকার পরিচালিত ‘প্রিয় সাথী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের অভিষেক হয় তার।[] এরপর তিনি ‘হৃদয় শুধু তোমার জন্য’ এবং ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত টেলিছবি ‘টক ঝাল মিষ্টি'তেও অভিনয় করেছিলেন তিনি। তার কাজের মধ্য টক ঝাল মিষ্টি (২০০২), হৃদয় শুধু তোমার জন্য (২০০৪), জয়যাত্রা (২০০৪), অজ্ঞাতনামা (২০১৬) উল্লেখযোগ্য চলচ্চিত্র। ২০১৭ সালে ভারতীয় পরিচালক রিঙ্গো ব্যানার্জি তাঁকে বলিউড অভিনেতা রিয়া সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন।[] ২০২০ সালে "পিতৃসত্তা" নামে কিশোরী অবস্থায় ধর্ষণে শিকার এক বালিকাকে নিয়ে তৈরি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাবার চরিত্রে অভিনয় করেছেন। []

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্রের নাম পরিচালকের নাম মুক্তির তারিখ টীকা
প্রিয় সাথী জি সরকার ২০০৭
২০০৪ জয়যাত্রা তৌকির আহমেদ ১৫ নভেম্বর ২০০৪ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। [১০]
২০০৪ হৃদয় শুধু তোমার জন্য
টক ঝাল মিষ্টি
২০১৬ অজ্ঞাতনামা
২০১৯ সেনাপতি (ভারত) রিঙ্গো ব্যানার্জি চলচ্চিত্রটি বাস্তব জীবনের শরণার্থী যারা একাত্তরের সীমানা পেরিয়ে কলকাতায় এসেছিল, তার উপর ভিত্তি করে নির্মিত।

টেলিভিশন নাটক

[সম্পাদনা]
বছর শিরোনাম পরিচালক রোল সম্প্রচারিত চ্যানেল টীকা
স্বপ্ন
আরিয়ানা
কানামাছি
বহোঁ বহোঁ
দহন
একান্নবর্তী
সম্পূর্ণ রঙ্গিন
অদ্ভুতুড়ে
যেদিকে তাকাই তুমি
২০১৮ আপোষ চ্যানেল আই
চিঠিবাজি
অনেকেই একা
তোমার আমার গল্প
নিভৃতচারী
কতকাল দেখিনি তোমায়
সৈকত মানসী
দুখ বিলাস
হানিমুন
অচেনা আয়না
রূপসীর খোঁজে
প্রাণবন্ত পৃথক পুরুষ
শ্রাবন্তি পল্লবের গল্প
নদী
আকাশের উপরে আকাশ এনটিভি

পরিচালনায়

[সম্পাদনা]

টেলিভিশন নাটক

[সম্পাদনা]

কবিতা

[সম্পাদনা]

২০১৭ সালে, শরীফ খান তোমার জন্য নামে একটি কবিতা বই প্রকাশ করেছিলেন, যা কথোপকথনের রূপ অনুসরণ করে লেখা এবং তিনি ব্যক্তিগতভাবে একুশে বইমেলায় বইটি উপস্থাপন করেছিলেন ।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shahed Sharif Khan turns poet"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  2. "শাহেদ ও রিয়া সেনের 'সেনাপতি'"সমকাল। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩ 
  3. "কলকাতার সিনেমায় শাহেদ শরীফ"নাগরিক। ২০১৮-১১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "কলকাতার ছবিতে শাহেদ"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩ 
  5. "শাহেদ-নাতাশার সংসারে নতুন অতিথি"banglanews24.com। ২০১২-০১-২১।
  6. "Moutushi, Shahed to reunite onscreen"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 
  7. "'অন্যরকম' হতে চেয়েছিলেন শাহেদ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৫-০৭-২৬। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮
  8. "Shahed lands a Tollywood role | Dhaka Tribune"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 
  9. প্রতিবেদক, বিনোদন। "নির্বাক ছবিতে ধর্ষণের শিকার নারীর জীবন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-১১-০২ 
  10. "The Daily Star Web Edition Vol. 5 Num 159"archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "Shahed Sharif Khan turns poet"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]