ব্যবহারকারী আলাপ:Anup Sadi/২০১২-২০১৫

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ছোট্ট অনুরোধ[সম্পাদনা]

প্রিয় Anup Sadi,

উইকিতে অবদানের জন্য শুভেচ্ছা জানাই। লক্ষ্য করলাম, আপনি বামপন্থী ভাবধারার নিবন্ধগুলি তৈরী করছেন। খুব ভালো লাগল। কিন্তু একটা কথা না বলে থাকতে পারলাম না। আমার একটাই অনুরোধ, যে নিবন্ধই শুরু করুন না কেন, শেষ না করে ছাড়বেন না। এটা কোন নিয়ম নয় জানি। আসলে কি জানেন, বাংলা উইকিতে ব্যবহারকারীর সংখ্যা খুব কম। তাই চেষ্টা করা হয়, নিবন্ধে শুরু করে তা শেষ করার। আমিও সেই চেষ্টাই করি। এতে নিবন্ধগুলি মোটামুটি তৈরী হয়ে যায় আর পড়তেও ভালো লাগে। অসম্পূর্ণ নিবন্ধগুলি একটু হলেও দৃষ্টিকটু লাগে। তাই না? আপনার কাজ খুব ভালো হচ্ছে, চালিয়ে যান। বোধিসত্ত্ব (আলাপ) ০৭:০৮, ৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আবার অনুরোধ[সম্পাদনা]

প্রিয় Anup Sadi, আগে একবার অনুরোধ করেছিলাম, আবার না করে পারলাম না। আপনি অনেক ভালো ভালো নতুন নিবন্ধ তৈরী করছেন দেখতে পাচ্ছি। কিন্তু বেশির ভাগ নিবন্ধগুলি দুই বা তিন লাইনের বেশি নয়। যেমন ফ্রিডরিখ আডলফ সোর্গে, ফ্রাঁসোয়া রাবলে, ট্রয়ের ঘোড়া, চিয়াং চিং, লুডোলফ কাম্পহাউজেন ইত্যাদি আবার তথ্যসূত্রেরও অভাব রয়েছে। আপনি তো ইংরেজী থেকে অনুবাদ করছেন, সেখানে তো তথ্যসূত্র দেওয়া রয়েছে, অতএব নিবন্ধগুলিকে বড় করার পাশাপাশি তথ্যসূত্রগুলিও যোগ করলে কিন্তু ব্যাপারটা ঠিক ঠাক হয়। বাংলা উইকিতে নতুন নিবন্ধ তৈরী অবশ্যই স্বাগত, কিন্তু সেগুলিকে মানসম্মত অবস্থায় আনাও জরুরী। এক দুই লাইনের নিবন্ধ যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করা হয়। কারণ দেখা গেছে, সংক্ষিপ্ত নিবন্ধে পাঠকের বিরক্তি উৎপাদন হয়। বাংলা উইকির লক্ষ্য কিন্তু নিবন্ধের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গুণগত মান বাড়ানোও বটে। তাই আগের বারের মতো অনুরোধ করছি, যে নিবন্ধ শুরু করছেন, সেটিকে দয়া করে যতটা সম্ভব শেষ করলে বেশ ভালো হয়। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ১০:১২, ১৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Bodhisattwa, এই মানুষগুলোর জন্ম মৃত্যুসাল আমার জানা থাকা দরকার; তাদের সম্পর্কে আমার কিছু তথ্য দরকার। এগুলো পাঠকের খুব দরকার বলে মনে হয় না। আমার প্রয়োজনীয় কিছু তথ্য আমি আরও কিছু তথ্য অন্যদেরও জানাতে চাই বিধায় উইকিতে এই নিবন্ধগুলো তৈরি করছি। আমি চাই সেগুলো ধিরে ধিরে উন্নত করতে। সবার কাজের ধরণ এক রকম নয় নিশ্চয়। ভালো থাকুন। --সাদি (আলাপ) ১০:৪৫, ১৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় সাদি,

দয়া করে কিছু মনে করবেন না। ওটি ছিল আমার অনুরোধ, ওর বেশি কিছু নয়। আপনার খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী। আপনি বেশ ভালো ভালো নিবন্ধ নির্বাচন করেছেন বলে এমনিতে আপনাকে ধন্যবাদই দিতে চেয়েছিলাম। যাই হোক, একটা কথা নিবন্ধের শুরুতে {{কাজ চলছে}} ট্যাগটি দিতে পারেন। এতে সকলে বুঝবে আপনি ঐ নিবন্ধে কাজ করছেন। ভালো থাকবেন। আর হ্যা, চালিয়ে যান। :-) বোধিসত্ত্ব (আলাপ) ১১:০৪, ১৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী সংযোগ এবং অনুবাদ[সম্পাদনা]

অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে তাতে বিষয়শ্রেণী যোগ করুন এবং তথ্যছক যোগ করলে তা অনুবাদ করুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৩১, ১৭ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

একটি নিবন্ধকে বিষয়শ্রেণীকরণ করা অত্যান্ত সহজ। আপনি আপনার তৈরিকৃত নিবন্ধটি ইংরেজি লিংকটিতে গিয়ে "Edit" -এ ক্লিক করুন। "Edit" পাতাটি খুললে, পাতাটির একেবারে নিচে যান। সেখানে "[[Category:]]" লেখা দেখতে পারবেন। আপনি সেগুলো সব কয়টি কপি করুন এবং আপনার নিবন্ধের সম্পাদনাতে গিয়ে নিচে তা যোগ করুন। পরে তা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করুন। বিষয়শ্রেণীর জন্য অতিরিক্ত কিছু জানতে চাইলে আপনি উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ-এ গিয়ে দেখতে পারে। আর কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় লিখতে পারেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৯:০৫, ২৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

মেহনতী মানুষের পদক[সম্পাদনা]

মেহনতী মানুষের পদক
অভিনন্দন অনুপ সাদি! নতুন ইউজার হিসেবে বাংলা উইকিপিডিয়ায় সমাজতন্ত্রবিষয়ক উল্লেখযোগ্যসংখ্যক নিবন্ধ সৃষ্টি করায় আপনাকে মেহনতী মানুষের পদক প্রদান করলাম। তবে মনে রাখবেন, আপনার নিবন্ধগুলোতে এখনও পরিচ্ছন্নতা আর মানোন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। চালিয়ে যান।--- খালেদ (আলাপ) ১৪:৩২, ২৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় চিত্র সমস্যা। আপনাকে ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৭:৪১, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তঃউইকি সংযোগ দিন[সম্পাদনা]

প্রিয় অনুপ, দয়া করে আপনার তৈরী করা নিবন্ধগুলিতে আন্তঃউইকি সংযোগ দিন। খুব সহজ। নিবন্ধের ধারে অন্যান্য ভাষাসমূহ বলে একটি Option পাবেন। সেখানে আন্তঃউইকি সংযোগ নামে Option পাবেন। সেটিতে ক্লিক করে অন্যান্য ভাষার উইকির সঙ্গে সংযোগ দিন। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১৯, ১৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন[সম্পাদনা]

অনুগ্রহ করে "তথ্য সংগ্ৰহ" এবং "বাহ্যিক সংযোগ" এর বদলে "তথ্যসূত্র" এবং "বহিঃসংযোগ" ব্যবহার করুন। বাংলা উইকিপিডিয়াতে External link কে বহিঃসংযোগ এবং References -কে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়। আশা করি আপনার পরবর্তী নিবন্ধ লিখার সময় বিষয় দুটি লহ্ম্য করবেন। ---- ইয়াহিয়া (আলাপ) ১২:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ[সম্পাদনা]

প্রিয় সাদি ভাই, আপনি বেশ সক্রিয় তাই, আপনাকে না বলেও পাচ্ছি না। আপনার সাম্প্রতিক নিবন্ধগুলো অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে নিবন্ধগুলো আরো একটু বড় করুন। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৩:১০, ২৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


বিষয়শ্রেণী[সম্পাদনা]

আপনি অনেকগুলি নিবন্ধে বিষয়শ্রেণী:বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যোগ করছেন। বিষয়শ্রেণীটি নিবন্ধের সম্পর্ক যুক্ত হলেও তা যোগ করা এক্ষেত্রে উচিত নয়। আপনি প্রশ্ন করতে পারেন, কেন মূল বিষয়শ্রেণী সব ক্ষেত্রে যোগ করা যাবে না। উত্তর এখানে দেখুন (Why is an article not in the categories I would expect?)। আপনাকে একটি পরামর্শ দিতে পারি, তা হল: বিষয়শ্রেণী যোগ করায় সময় যে নিবন্ধে যোগ করবেন সে নিবন্ধের ইংরেজি নিবন্ধটি দেখে বিষয়শ্রেণী যোগ করুন। --Aftab1995 (আলাপ) ১৫:৪৬, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

[:বিষয়শ্রেণী:বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]] দেখুন, সেখানে মূল থেকে উপবিষয়শ্রেণীতে ভাগ করে সেখানে নিবন্ধগুলি যোগ করা আছে। --Aftab1995 (আলাপ) ১৫:৪৯, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মহীউদ্দিন নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

উইকিপিডিয়ার মহীউদ্দিন পাতাটি দ্রুত অপসারণের জন্য একটি নোটিশ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার উপর ভিত্তি করে এই নোটিশ সংযোজন করা হয়েছে, এই পাতায় পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ১৭:৪২, ১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

"db-nonsense " ফলকটি অপ্রাসঙ্গিক বিধায় তা অপসারণ করা হয়েছে। অনুগ্রহপূর্ব্বক নিবন্ধটি সম্প্রসারণ করুন। -

বাংলা কবি তালিকা এবং বাঙালি কবিদের তালিকা এবং বাংলাদেশী কবি তালিকা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রশাসকদের সভায় আপনি লিখেছেন: "বাংলা কবি তালিকা এবং বাঙালি কবিদের তালিকা নামে দুটি প্রবন্ধের দরকার নেই বলে বিবেচনা করছি। উল্লেখ্য বাঙালি কবিদের তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রায় সকলেই বাংলা কবি তালিকায় অন্তর্ভুক্ত আছেন। এছাড়া বাংলাদেশী কবি তালিকা নামেও একটি নিবন্ধ আছে।" আমার মত নিম্নরূপ-

  • বাংলা ভাষার কবিদের নাম "বাঙালি কবিদের তালিকায়" থাকা সমীচীন,
  • "বাংলা কবি তালিকা" উপর্যুক্ত "বাঙালি কবিদের তালিকায়" মিশিয়ে দেয়া দরকার,
  • "বাংলাদেশী কবি তালিকা" থাকতে পারে তবে তাতে অবিভক্ত বঙ্গের কবিদের নিয়ে সমস্যা দেখা দেবে।
  • "বাঙালি কবিদের তালিকা" আপাতত: বর্ণানুক্রমে করা শ্রেয়।

যুক্তিযুক্ত প্রতীয়মান হলে এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:২৫, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


♦♦♦ বাংলা কবি তালিকা এবং বাঙালি কবিদের তালিকা এবং বাংলাদেশী কবি তালিকা প্রসঙ্গে আমার কিছু মতামত ও পরামর্শ রয়েছে।

  • বাংলা ভাষায় লেখালেখি করেন/করেছেন এমন সব কবিদের নাম "বাংলা কবি তালিকা"য় থাকা সমীচীন,
  • "বাংলা কবি তালিকা" ও "বাঙালি কবিদের তালিকা" একীভূত হতে পারেনা। কেননা, "বাংলা কবি তালিকা"য় থাকবে শুধুমাত্র সেসকল কবিদের নাম যারা বাংলা ভাষায় লেখালেখি করেন/করেছেন। আর বাঙালি কবি হয়েও অনেক কবি শুধু বাংলাতেই লিখেননি, অন্য ভাষায়ও লিখেছেন। তাঁরা সবাই "বাঙালি কবিদের তালিকা"য় থাকবনে।
  • "বাংলাদেশী কবি তালিকা" অবশ্যই থাকতে উচিৎ। তাতে অবিভক্ত বঙ্গের কবিদের নিয়ে সমস্যা দেখা দেওয়ার কোনো কারন দেখছিনা। কেননা বাংলাদেশ হওয়ার পরে যারা অন্য দেশে বসবাস করেও বাংলাদেশী নাগরিকত্বে বহাল আছেন তারা সবাই বাংলাদেশী কবি। বাংলাদেশী আইনে যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহনযোগ্য না হয় তাহলে সেটা ভিন্ন কথা।

‍‍‍‍‍‍ইমন রেজা (আলাপ) ০০:০২, ৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অসমীয়া থেকে বাংলায় অনুবাদ[সম্পাদনা]

প্রিয় অনুপ, লক্ষ করলাম আপনি বহুদিন পূর্বে কনকলতা বড়ুয়া নামক নিবন্ধ রচনা করেছিলেন। অসমীয়া থেকে বাংলায় অনুবাদ করার সময় আপনি অনেক তথ্য ভুল লেখেছেন। আমি এই প্রবন্ধটি সংশোধন করার চেষ্টা করছি। ভা’ল থাকবেন। --Amrit barman (আলাপ) ০৭:২৪, ১৫ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ নিবন্ধ প্রসঙ্গে![সম্পাদনা]

আপনার তৈরি কোনো নিবন্ধের ক্ষেত্রে যদি মনে করেন এখনো কাজ শেষ হয় নি, বা অনুবাদ বাকি আছে, তবে নিবন্ধের শুরুতে {{কাজ চলছে}} অথবা {{অনুবাদ চলছে}} ট্যাগ যুক্ত করে রাখুন যতোক্ষণ পর্যন্ত শেষ না হয়। অন্যথায় নিবন্ধে এধরণের বাংলা-ইংরেজি মিশ্রভাষার ব্যবহার না রাখার চেষ্টা করলে ভালো হয়; যেমন সম্প্রতি তৈরিকৃত সিডনি ওয়েব পাতাটি দেখুন, আমার ধারণা এর কাজ এখনো শেষ হয় নি, যদিও কোনো ট্যাগ সংযুক্ত নেই। এছাড়াও আপনি তিনশতাধিক নিবন্ধ তৈরি করেছেন যার বেশিসংখ্যক এক-থেকে দুই লাইনের, যেগুলোর অনেকাংশ এখনো অনুবাদ করা প্রয়োজন। উদাহরণ হিসেবে দেখুন: আলেকসান্দর কলচাক, বিয়াট্রিস ওয়েব, হুগো এবের্লেইন, ট্রিলিয়াম, ফ্রিদরিখ এবের্ত, নিকোলাই ইউদেনিচ, লাভর কর্নিলভ, হেতমপুর, বরপেটা, এ্যান্টি-ডুরিং, কুয়াং বিন প্রদেশ, জর্জ সোরেল, ভ্লাদিমির মায়াকোভস্কি, মাওবাদ, লেনিনবাদ, মার্কসবাদ, রাষ্ট্র ও বিপ্লব, পৃথ্বীরাজ কাপুর, নসরুল্লাহ খাঁ, ঊনকোটি জেলা, খোয়াই জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা, ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, দার্চুলা জেলা, কঞ্চনপুর জেলা, (এধরণের প্রায় সবগুলো জেলা, উপজেলার নিবন্ধে আপনি এক-দুই লাইন লিখে-লিখে রেখে দিয়েছেন!!) কাদের নেওয়াজ, মতান্ধতাবাদ, টমাস আকুইনাস, ফেদেরিকো গারসিয়া লোরকা, অ্যালিস মানরো, তায়েব সালিহ... অরও রয়েছে, সব তুলে দিলাম না। দেখুন, উইকিপিডিয়া প্রতিযোগিতামূলক কিছু নয়। এটা বিশ্বকোষ, এখানে আপনার দেয়া তথ্য অনেকেই পড়ে থাকবে। এঅবস্থায় নিবন্ধের অবস্থা কি মানসম্মত হওয়া উচিৎ নয়? আশা করছি আমার কথায় কিছু মনে করবেন না। ব্যক্তিগতভাবে নেবার মতোনও কিছু নয়। আনেকদিন থেকেই নিবন্ধগুলো দেখে আসছি, ভেবেছিলাম আপনি পরবর্তীতে উন্নয়ন করবেন। যাই হোক, এ ব্যাপারে আরেকটু দ্বায়িত্ববান হওয়ার আহবান থাকছে। বাংলা উইকিতে অবদানের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।

উল্লেখ্য, বোধিসত্ত্ব দা এবং নাহিদ ভাই যথাক্রমে আপনাকে একই বিষয়ে ২০১৩ সাল থেকেই কয়েকবার অনুরোধ করেছিলেন। --মহীন রীয়াদ (আলাপ) ০৫:৫১, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা[সম্পাদনা]

মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:৪৪, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো, আমি NahidSultan। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার জাতীয় সমাজতান্ত্রিক দল পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩০, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Anup Sadi। আলাপ:জাতীয় সমাজতান্ত্রিক দল পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৯:৪২, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪২, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]

প্রিয় Anup Sadi, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

উইকি পদক[সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:২০, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ[সম্পাদনা]

প্রিয় অনুপ সাদি, বাংলা উইকিপিডিয়ায় আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। সম্প্রতি দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই বাংলার উইকিপিডিয়ানরা আলোচনার মাধ্যমে একমত হয়েছেন, যে নিবন্ধের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে গুণগত মান বাড়ানো জরুরি। অনুষ্ঠান চলাকালীন একটি সাধারণ সমীক্ষায় আমরা জানতে পারি যে, বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধগুলি অত্যন্ত ছোট হওয়ায় ও মান উন্নত না হওয়ায় পাঠকরা বাংলা উইকিপিডিয়া থেকে তথ্য আহরণ করেন না, তাঁরা ইংরেজী উইকিপিডিয়াকে বেশি মানসম্মত বলে মনে করেন। সেই সময় স্থির করা হয় যে, এবার থেকে নিবন্ধগুলি শুরু করলে তা সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা যাবে না। আপনার তৈরী নিবন্ধগুলি গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু বেশিরভাগ এক বা দুই লাইনে সীমাবদ্ধ থাকছে। নিবন্ধগুলি সম্বন্ধে যে অন্য কোথাও তথ্য নেই, তাও নয়। ইংরেজী উইকিতে তথ্য যথেষ্ট রয়েছে, তাই অনুবাদ করতে বা তথ্য পেতে সমস্যা হওয়ার কথা নয়। ছোট নিবন্ধ হওয়ার কারণে পাঠক যদি সেগুলি পড়তেই উৎসাহী না হয়, তবে সমস্ত খাটা খাটুনি ব্যর্থ হয়। আমার অনুরোধ, প্রচুর ছোট ছোট নতুন নিবন্ধ না তৈরী করে মানসম্মত সম্পূর্ণ নিবন্ধ তৈরী করুন। অন্য কোন ব্যবহারকারী যে আপনার তৈরী নিবন্ধগুলি সম্পূর্ণ করবেন, সেই সম্ভাবনাও কম। কারণ আপনি নিশ্চয়ই অবগত বাংলা উইকিতে সক্রিয় অবদানকারীর সংখ্যা কত কম। আপনার নিশ্চয় মনে আছে, এর আগে আমি, নাহিদ ও মহীন এই ব্যাপারে একবার আপনাকে বলেছিলাম। খুব আশা করছি, ব্যাপারটা নজরে রাখবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৩৫, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ বিষয়ে আলোচনার জবাব[সম্পাদনা]

আমাকে নানাজন বহু সময় ছোট নিবন্ধ না তৈরি করার অনুরোধ জানিয়েছেন। আমার তৈরি করা নিবন্ধগুলোকে গত কয়েক মাসে আমি চেষ্টা করেছি সম্পাদনা করে সেগুলোর আকার বড় করতে। কিন্তু নতুন নিবন্ধ শুরু করাও আমি থামিয়ে দেইনি। ফলে আপনাদের মনে হচ্ছে আমি নিবন্ধের আকার বড় করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী অন্তত ছয় মাস আমি যেসব নিবন্ধ বিষয়ক তথ্য আমার কাছে আছে বা যেগুলোর ইংরেজি উইকিপিডিয়ায় তথ্য আছে সেসব নিবন্ধের মান বৃদ্ধি করবো। তবে আমাকে আমার উইকিপিডিয়ার কাজের স্বার্থেই আরো কিছু নিবন্ধ তৈরি করতে হবে। সেগুলোর আকার প্রথমেই খুব বড় করতে পারবো কিনা এখনই বলতে পারছি না। আর দুবছর সময় দিলে আমি আমার কাজগুলোকে দেখার মতো করতে পারব বলে আশা রাখছি। আমি দীর্ঘমেয়াদে কাজ করতে ইচ্ছুক। বিষয়টি আর আলোচনার প্রয়োজন নেই বলেও মনে করছি। --সাদি (আলাপ) ০১:২৪, ২৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

হরিপুর উপজেলা ও ডাঙ্গীপাড়া ইউনিয়নের নিবন্ধ পরিমার্জন সম্পর্কে[সম্পাদনা]

শ্রদ্ধেয় অনুপ সাদি। আসসালামুআলাইকুম। আপনি হয়তবা দেখে থাকবেন উপরোক্ত দুইটি নিবন্ধে আমি প্রায় তথ্য যোগ ও পরিমার্জনে অংশগ্রহন করি এবং আমার আয়ত্বের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু তথ্য ও পরিমার্জন করার চেষ্টা করি। আপনি একজন বিজ্ঞ প্রাবন্ধিক। আমার বাক্য গঠনে অথবা শব্দের বানানে ভুল থেকে থাকলে দয়া করে আপনি সেগুলো পরিমার্জন করে দিবেন এতে করে নিবন্ধগুলোর মান ঠিক থাকবে। ভাল থাকবেন। আবারো সালাম নিবেন। -মোঃ মামুন আলম, চৌরঙ্গী, হরিপুর।

অভিনন্দন[সম্পাদনা]

সাদি ভাই, বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে অন্যতম ‘সেরা উইকিপিডিয়ানের পুরস্কার’ লাভ করায় সত্যিকার অর্থেই আমি আনন্দিত ও অভিভূত। আপনার অগ্রযাত্রা কামনা করছি। - Suvray ১১:৩৯, ১ জুন ২০১৫ (ইউটিসি)

অভিনন্দন[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে সেরা উইকিপিডিয়ান পুরস্কার এর জন্য নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।মুসফিক মুন্না (আলাপ) ১৬:৪২, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Hello dear Anup Sadi, please start this article in your language. Thank you very much. Sue

জাভা স্ক্রিপ্ট[সম্পাদনা]

আপনি ভারতের জেলার নিবন্ধগুলির তথ্যছক হালনাগাদ করছেন মনে হয়। এই কাজটি করার জন্য একটি স্ক্রিপ্ট আছে যা আপনার এই কাজ সহজ করে দিবে। দেখুন

  1. প্রথমে ব্যবহারকারী:Anup Sadi/common.js পাতায় এই কোডটি যোগ করেন।
migrateIIJ = { auto_replace: false };
importScriptURI('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:AftabBot/তথ্যছক_ভারতের_নগর_এলাকা_প্রতিস্থাপন.js&action=raw&ctype=text/javascript');

কাজ শেষ।

  1. এখন এই ছবিতে http://i.imgur.com/jvpEYgy.png দেখুন কিভাবে এটি ব্যবহার করতে হবে। আর এই স্ক্রিপ্টটি শুধু নিবন্ধ সম্পাদনারত অবস্থায় কাজ করবে।

কোন প্রশ্ন থাকলে জানাবেন। --আফতাব (আলাপ) ১৩:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দু:খ প্রকাশ[সম্পাদনা]

ভাই ভুল করে রানীশংকাইল উপজেলার নিবন্ধের প্রথম অংশটি কিভাবে যেন ডিলিট করে ফেলেছি। কিন্তু এখন কোনোভাবেই ডিলিট অংশটুকু যোগ করতে পারছিনা। আপনি প্লিজ অংশটুকু ঠিক করুন। ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। উল্লেখ্য যে আমি একজন নতুন ইউজার। পরবর্তীতে এ ধরনের ভুল হবেনা,ইনশাল্লাহ। শামিম ফেরদৌস (আলাপ) ১৫:৩৭, ৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আবুল মনসুর আহমেদ[সম্পাদনা]

আমি দু:খিত।আবুল মুনসুর আহমেদ নামে খোজ করে ভুলটা হয়েছে;ইচ্ছাকৃত নয়। যদিও আরবী বানানে মিম পেশ মু। আসলে মনসুর আহমেদ আরবীর অপভ্রংশ। কারন যের যবর পেশ ছাড়া আরবিতে কোন হরকত নাই। তবুও আপনি আমার নিবন্ধ মুছে ঠিক ই করেছেন; আবুল মনসুর আহমেদ ই সঠিক নাম।মুস্তাফিজুর (আলাপ) ০১:৩১, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]