আলজেরীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ২১ অক্টোবর ১৯৬২[১] |
সদর দপ্তর | আলজিয়ার্স, আলজেরিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৩[২] |
সভাপতি | চরফ এডাইন আমারা |
ওয়েবসাইট | www |
আলজেরীয় ফুটবল ফেডারেশন (আরবি: الإتحادية الجزائرية لكرة القدم, ফরাসি: Fédération algérienne de football, ইংরেজি: Algerian Football Federation; এছাড়াও সংক্ষেপে এএফএফ নামে পরিচিত) হচ্ছে আলজেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালের ২১শে অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত।
এই সংস্থাটি আলজেরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আলজেরীয় পেশাদার লীগ ১, আলজেরীয় কাপ, আলজেরীয় অনূর্ধ্ব-২১ কাপ এবং আলজেরীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আলজেরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন খেইরেদিন জেতচি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহামেদ সাদ।
কর্মকর্তা
[সম্পাদনা]- ১২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | খেইরেদিন জেতচি |
সহ-সভাপতি | |
সাধারণ সম্পাদক | মোহামেদ সাদ |
কোষাধ্যক্ষ | আদেল্লাহ গুয়েদ্দাহ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আবুদ সালাহ-বে |
প্রযুক্তিগত পরিচালক | চাফিক আমেউর |
ফুটসাল সমন্বয়কারী | দিয়ামেল জেম্মাম |
জাতীয় দলের কোচ (পুরুষ) | দিয়ামেল বেলমাদি |
জাতীয় দলের কোচ (নারী) | মাজিদ তালেব |
রেফারি সমন্বয়কারী | মোহামেদ ঘুতি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (আরবি) (ফরাসি)
- ফিফা-এ আলজেরীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ আলজেরীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)